উত্তরবঙ্গ

সুপারি গাছে ওঠায় ঢিল ভাগ্নের! অতর্কিতে পড়ে মারা গেলেন বৃদ্ধ

সংবাদদাতা, ময়নাগুড়ি: সুপারি সংগ্রহে গাছে উঠেছিলেন এক ব্যক্তি। অভিযোগ, গাছ থেকে নামতে হুমকি দেয় তারই ভাগ্নে। তাঁকে উদ্দেশ্য করে পাথর ছোড়া হয়। আর তাতেই গাছ থেকে অতর্কিতে পড়ে মৃত্যু হয় চিত্তমোহন সরকারের (৬০)। এই ঘটনায় ভাগ্নে এবং বোনের নামে সোমবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের স্ত্রী। সোমবার সকাল ১১টা নাগাদ আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভাদুড়বাড়িতে ঘটনাটি ঘটে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিস। এদিকে বাবার মৃত্যুর সংবাদ এখনও জানতে পারেননি ভিন রাজ্যে কাজে যাওয়া একমাত্র ছেলে। 
চিত্তমোহনবাবু সুপারির ব্যবসা করতেন। মেয়ের বিয়ে হয়েছে। ছেলে বাইরে থাকেন। স্বামী-স্ত্রী দু’জনে থাকেন ভাদুরবাড়িতে। সোমবার সকালে তিনি সুপারি গাছে ওঠেন। অভিযোগ, সেই সময় ভাগ্নে ভাষ্যপ্রতিম রায় ও তার মা সনকা রায় গাছ থেকে নামতে ভয় দেখান। অভিযুক্তরা মারমুখী আচরণ শুরু করেন। এরপরও গাছ থেকে না নামায় অনবরত চিত্তমোহনকে উদ্দেশ্য করে পাথর ছুড়তে থাকে। আর সে সময় গাছ থেকে পড়ে যান বৃদ্ধ। স্বামীকে গাছ থেকে পড়তে দেখে দৌড়ে আসেন তাঁর স্ত্রী ফলেমতি সরকার। স্থানীয়দের সহযোগিতায় তাকে পাঠানো হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ চিত্তমোহনকে মৃত ঘোষণা করে।
ফলেমতি বলেন, সুপারি গাছটি আমাদের সীমানায়। আমাদের গাছ থেকে সুপারি সংগ্রহ করতে উঠেছিলেন স্বামী। তাতেও ওদের সমস্যা। ওরা বাধা দেয়। পাথর ছোড়ে। ওদের জন্যই আমার স্বামীর মৃত্যু হল। জমি ছিনিয়ে নিতে বেশ কিছুদিন ধরে আমার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করছিল ওরা। আমি অভিযুক্তদের কঠোর শাস্তি চাই। এদিকে অভিযুক্ত ভাষ্যপ্রতিম সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি বা মা কেউ ঢিল মারিনি। এমনকি বাধাও দিইনি। সুপারি গাছটি আমাদের সীমানায়। কিন্তু এরপরেও সুপারি পাড়তে মামাকে বাধা দেওয়া হয়নি। তিনি নিজেই পড়ে গিয়েছেন। এখন আমাদের ফাঁসানো হচ্ছে।  কান্নায় ভেঙে পড়েছেন মৃতের স্ত্রী। - নিজস্ব চিত্র।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা