উত্তরবঙ্গ

ধেয়ে এল দলছুট গজরাজ হাতি তাড়াতে গিয়ে পিষ্ট বনকর্মী 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: হাতির দল তাড়াতে গিয়ে সাধারণ মানুষ নয়, ইংরেজি নতুন বছরের শুরুতেই দলছুট গজরাজ পিষে দিল এক বনরক্ষীকে। বনদপ্তর জানিয়েছে, মৃত বনরক্ষীর নাম মদন দেওয়ান (৪৫)। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ দিনের বেলা মর্মান্তিক ঘটনাটি ঘটে কালচিনি ব্লকের কালচিনি চা বাগানের ৫ নম্বর সেকশনে। বাগানের ওই সেকশনটি মেচপাড়া চা বাগানের সীমানায়। 
বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের মধু জঙ্গলের আটটি হাতির দল কালচিনি থেকে মেচপাড়ার দিকে যাচ্ছিল। দিনের বেলায় এত হাতি একসঙ্গে দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। অকুস্থলে সাধারণ মানুষেরও ভিড় জমে যায়। খবর পেয়ে চলে আসে বক্সার হ্যামিল্টনগঞ্জের বনকর্মী ও কালচিনি থানার পুলিস। 
কিন্তু হাতি তাড়াতে গিয়ে কেন এদিন এভাবে একজন বনরক্ষীকে প্রাণ দিতে হল? বনদপ্তর সূত্রে খবর, উৎসাহী জনতার কলরবে বিরক্ত হচ্ছিল হাতির দলটি। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি হাতে তেড়ে যায় পুলিসও। বহু মানুষের কোলাহলে একসময় দলছুট হয়ে যায় একটি হাতি। ওই হাতিটি হঠাৎই তেড়ে এসে বনরক্ষী মদন দেওয়ানকে ধরে ফেলে। শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছড়ে ফেলে পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বনরক্ষীর। 
বনরক্ষীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে চলে আসেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পি জে। পরে পুলিসের সহায়তায় ময়নাতদন্তের জন্য মৃত বনরক্ষীর দেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে খোঁজখবর নেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈবও। 
বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা বলেন, হাতি তাড়াতে গিয়ে এভাবে একজন বনরক্ষীর মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়া হবে। মৃতের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার চেষ্টা করা হবে। কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  কালচিনি চা বাগানে হাতির দল। - নিজস্ব চিত্র।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা