উত্তরবঙ্গ

অবৈধ নির্মাণ ও পসরায় জাতীয় সড়ক দখল, হঁশ নেই প্রশাসনের

সংবাদদাতা, ময়নাগুড়ি: শুধু অলিগলি কিংবা শহরের ভিতরের রাস্তাই নয়, ময়নাগুড়িতে দখল হয়েছে জাতীয় সড়কও। দু’পাশজুড়ে একের পর এক দোকান গড়ে উঠছে। তেমনই ব্যবসায়ীদের একাংশ বিভিন্ন পসরা রেখে  সড়কের ফুটপাত দখল করে রেখেদিচ্ছেন। রাস্তা ক্রমশ সংকীর্ণ হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে। ময়নাগুড়ির দ্বারিভিজা মোড় এলাকায় এমনই পরিস্থিতি।
ময়নাগুড়ির দ্বারিভিজা মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে লাটাগুড়ি, মালবাজার সহ বিভিন্ন এলাকার প্রচুর গাড়ি যাতায়াত করে। এই রাস্তা দিয়েই ময়নাগুড়ি কলেজে যান ছাত্র-ছাত্রীরা। একদিকে কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে রেখেছে। অপরদিকে বিভিন্ন যানবাহন ফুটপাত দখল করে রাস্তায় দাঁড়িয়ে থাকছে। গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে কেন প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে না, সেই প্রশ্ন তুলেছে পথচলতিরা। 
পথ চলতি দর্শন রায়, বিশ্বজিৎ মোহন্ত বলেন, আমরা চাই এ রাস্তাটি প্রশস্ত করা হোক। এছাড়াও ব্যবসায়ীরা যে পসরা সাজিয়ে রেখেছেন, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। কারণ এখানে মাঝেমধ্যেই দুর্ঘটনা হয়। এভাবে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকলে এবং ব্যবসায়ীরা পসরা যেভাবে রাখছে তাতে বড় দুর্ঘটনার আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। 
ব্যবসায়ী রামপ্রসাদ মণ্ডল বলেন, আমি কিছু সামগ্রী রেখেছি। তবে সরিয়ে দেব। এটা সত্যি, কারও অনুমতি ছাড়াই আমরা দোকান করছি। অপর ব্যবসায়ী মিঠু সাহা বলেন, আমারও দোকান করার কোন কাগজ নেই। এটা সরকারি জায়গা।  ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষের এটা দেখা উচিত। এছাড়াও ব্যবসায়ীদের কিন্তু সতর্ক থাকা উচিত। তা না হলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, দ্বারিভিজা মোড় এলাকার পরিস্থিতি নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।   নিজস্ব চিত্র
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা