উত্তরবঙ্গ

সিভিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সংবাদদাতা, হবিবপুর: বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার কালীপুজোর দিন ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। 
গত শনিবার হবিবপুর থানায় এবং সোমবার পুলিস সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই মহিলা। মহিলার অভিযোগ, ৩১ অক্টোবর রাত সাড়ে ন’টা নাগাদ ঘরে পোশাক বদলানোর সময় হঠাৎ ঢুকে পড়ে ওই সিভিক। হাত, মুখ চেপে ধরে বিবস্ত্র করে ধর্ষণ করেছে। আমার চিৎকার শুনে মা-বাবা ঘরে ঢুকলে সে পালিয়ে যায়। দোষীর কঠোর শাস্তির দাবিতে গত শনিবার হবিবপুর থানায় এবং সোমবার পুলিস সুপারের কাছে লিখিত অভিযোগ করেছি।
মহিলার আরও অভিযোগ,ধর্ষণের ঘটনার পর ওই সিভিকের পরিবার লোহার রড নিয়ে বাবা-মা ও আমার উপর চড়াও হয়ে মারধর করে। ঘটনায় আমার বাবার মাথা ফেটে যায়। বুলবুলচণ্ডী হাসপাতালে নিয়ে গেলে তাঁর মাথায়  তিনটি সেলাই করতে হয়।
যদিও অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে দাবি করেছেন ওই সিভিক। তাঁর কথায়, শুক্রবার ওই মহিলার ভাইয়ের সঙ্গে আমার বাবার বচসা হয়েছিল। পরবর্তীতে মারামারিও হয় দু’পক্ষের মধ্যে। বাবার মাথা ফেটে যাওয়ায় পাঁচটি সেলাই করতে হয়েছে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছিলাম। যে সময় ধর্ষণ করা হয়েছে বলে মহিলা দাবি করেছেন, তখন স্ত্রীকে নিয়ে মন্দিরে পুজো করছিলাম। মিথ্যে অভিযোগ করে ফাঁসানো হচ্ছে আমাকে।
সিভিকের দাবি, আমাকে হেনস্তা করার চেষ্টা করছেন ওই মহিলা। আমার অভিযোগের পর পাল্টা মিথ্যা অভিযোগ করেছেন তিনি। পুলিস তদন্ত করলেই সব স্পষ্ট হয়ে যাবে। 
হবিবপুর থানার আইসিকে ফোন ও মেসেজ করা হলেও তিনি প্রতিক্রিয়া জানাননি।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮৮ টাকা৮৬.৬২ টাকা
পাউন্ড১০৫.৬৩ টাকা১০৯.৩৮ টাকা
ইউরো৮৭.২৯ টাকা৯০.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা