উত্তরবঙ্গ

তৃণমূলের ইস্তাহার প্রকাশ, উন্নয়নের প্রতিশ্রুতি

সংবাদদাতা, আলিপুরদুয়ার: ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা ভোটে জিতেছিল বিজেপি। পর পর দু’বার জিতলেও বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা মাদারিহাটে যে কাজগুলি করতে পারেননি এবার উপ নির্বাচনে জিতলে সেই কাজগুলি করে দেওয়ার প্রতিশ্রুতি দিল রাজ্যের শাসক দল। সোমবার বীরপাড়ায় দলীয় নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সেই কাজের প্রতিশ্রুতির ইস্তাহার প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক। উপস্থিত ছিলেন দলীয় প্রার্থী জয়প্রকাশ টোপ্পো, জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, যুব জেলা সভাপতি বিশাল গুরুং সহ অন্যান্য নেতৃত্ব। 
দলীয় প্রতিশ্রুতির ইস্তাহার প্রকাশ করে প্রকাশচিক বরাইক বলেন, এখন নির্বাচনী আচরণবিধি লাগু আছে। তাই মাদারিহাটের উপ নির্বাচনে দল জিতলে অবশিষ্ট সব বাগানে চা সুন্দরী প্রকল্পে শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হবে। দ্রুত গোর্খা ভবন নির্মাণ করা হবে। একই সঙ্গে গোর্খা ভবনের চেয়ারপার্সনও নিয়োগ করা হবে। বীরপাড়ায় কলেজ থাকলেও, মাদারিহাটে আরও একটি কলেজ তৈরি করা হবে।
বীরপাড়া শহরের মানুষের বর্তমানে জ্বলন্ত সমস্যা স্থানীয় রেলগেট। ট্রেন চলাচলের সময় গেট বন্ধ থাকার সময় যানজটে গোটা শহর অবরুদ্ধ হয়ে পড়ে। বীরপাড়ার জনজীবনের এই মারাত্মক সমস্যা কাটাতে বাইপাস তৈরি করা হবে। দলমোড় থেকে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়ক পর্যন্ত এই বাইপাস নির্মাণ করা হবে। তৃণমূলের জেলা সভাপতি বলেন, আমরা ভোটে জিতলে বীরপাড়াকে দূষণমুক্ত করব। দলগাঁও স্টেশন থেকে যাতে ডলোমাইট সাইডিং অন্যত্র নিয়ে যাওয়া হয় তার ব্যবস্থা করব। দল জিতলে গয়েরকাটায় থানা ও বিন্নাগুড়িতে গ্রামীণ হাসপাতাল তৈরি করা হবে। মাদারিহাটে হাতির উপদ্রব ঠেকাতে করিডর তৈরি করা হবে। 
যদিও মাদারিহাটের দু’বারের বিধায়ক বর্তমানে এমপি মনোজ টিগ্গা বলেন, এলাকার মানুষ জানে রাজ্যের অসহযোগিতার কারণে ইচ্ছে থাকলেও মাদারিহাটে এই সব উন্নয়নের কাজ করা যায়নি। তৃণমূল উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে এলাকার মানুষকে ভাঁওতা দিচ্ছে।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা