উত্তরবঙ্গ

ধৃতদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ সেঙ্গেল অভিযানের

সংবাদদাতা, গঙ্গারামপুর: গ্রেপ্তার হওয়া দুই বন্দির মুক্তির দাবিতে হরিরামপুরের মেহেন্দিপাড়ায় সড়ক অবরোধ করল আদিবাসী সংগঠন। পুলিস সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া সুভাষ কিস্কু (৪২), মাঝি হেমরমের (৪৭) বাড়ি হরিরামপুর থানার কিসমত কসবা এলাকায়। 
সোমবার সকালে আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মী, সমর্থকরা মেহেন্দিপাড়া ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করেন। তিরধনুক ও মাদল নিয়ে জাতীয় সড়কে বসে সেঙ্গেল অভিযানের দুই সদস্যের নিঃশর্ত মুক্তির দাবি জানাতে থাকেন তাঁরা। দুই অভিযুক্তকে সোমবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তুললে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। হরিরামপুর থানার পুলিস ও গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। অফিস টাইমে প্রায় চারঘণ্টা সড়ক অবরোধের জেরে দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। দীপাঞ্জন বলেন, বনধের দিন সরকারি বাস ভাঙচুরের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানার পুলিস। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 
গত আগস্টের ২৯ তারিখ বংশীহারির বিষহরিডাঙ্গা এলাকায় এক কিশোরীকে ধর্ষণ করে খুনের চেষ্টা করা হয়। ২ সেপ্টেম্বর আদিবাসী সংগঠন জেলা ধর্মঘটের ডাক দিলেও পরে প্রত্যাহার করে। সেদিন সকালে বন্‌ধ সমর্থকরা মেহেন্দিপাড়া এলাকায় একটি সরকারি বাসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। সেই ঘটনায় হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। তদন্তে নেমে রবিবার রাতে পুলিস দু’জনকে গ্রেপ্তার করে। তাদের নিঃস্বার্থ মুক্তির দাবি জানিয়েছে সেঙ্গেল অভিযান।
সংগঠনরে জেলা পরগনা বিক্রম মুর্মু বলেন, অন্যায়ভাবে পুলিস বাস ভাঙচুরের ঘটনায় আমাদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। কোনও প্রমাণ আমাদের দেখতে পারেনি থানা। দু’জনের নিঃশর্ত  মুক্তির দাবি জানাচ্ছি। না হলে পুলিসের বিরুদ্ধে আইনি পথে হাঁটব। 
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা