উত্তরবঙ্গ

জলের তোড়ে রাস্তা ভাঙল তপনের গুড়াইলে

সংবাদদাতা, তপন: পুনর্ভবা নদীর জলের তোড়ে রাস্তা ভাঙল তপনের গুড়াইল গ্রাম পঞ্চায়েতের ঘাটিকা সাধুরঘাটে। রবিবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার আত্রেয়ী, টাঙনের পাশাপাশি পুনর্ভবার জল বাড়তে শুরু করে। বিকেলের পর ‌পুনর্ভবা নদীর পাড় উপচে জলমগ্ন হয় তপন ব্লকের বিস্তীর্ণ এলাকা। রামপাড়া চেঁচড়া, আজমতপুর, গুড়াইল এবং রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকায় রবিবার রাতেই রাস্তার ওপর দিয়ে জল বইতে শুরু করেছিল। পরবর্তীতে জলের তোড়ে ভেঙে যায় ঘাটিকা সাধুরঘাট গ্রামে যাওয়ার রাস্তা। ফলে সোমবার সকাল থেকে ওই গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সমস্যায় ৩০টি পরিবার। যাঁদের ব্যক্তিগত নৌকা রয়েছে, তাঁরাই শুধুমাত্র যাতায়াত করতে পারছেন। স্থানীয় প্রভাত সরকার বলেন, নদীর জলে রাস্তা ভেঙে গেলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। ব্যক্তিগত নৌকা নিয়ে অনেকে পারাপার করলেও বাকিরা সমস্যায় পড়েছেন। পার্শ্ববর্তী ভিকাহার বাজার সহ অন্যান্য জায়গার সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। বাজারে যেতে না পারলে খাওয়াদাওয়া বন্ধ হয়ে যাবে। ধানের জমি জলের তলায়, বাড়ির আনাচে কানাচে জল চলে এসেছে। 
তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষ বলেন, গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলে ওই গ্রামে পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করে দেওয়া হবে। জল কমলে ভাঙা রাস্তা মেরামত করব।
  তপনের সুতইল এলাকা পরিদর্শনে বিডিও, আইসি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। -নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা