উত্তরবঙ্গ

আগুনে ক্ষতিগ্রস্ত বিধান মার্কেট পরিদর্শনে মন্ত্রী অরূপ বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগুনে ক্ষতিগ্রস্ত বিধান মার্কেট রবিবার সন্ধ্যায় পরিদর্শন করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান। তাঁদের সঙ্গে কথা বলেন। সমস্যার কথা শোনেন। পুজোর আগে বিপুল ক্ষতির মুখে পড়ে ওই ব্যবসায়ীরা সরকারি সাহায্যের আর্জি রাখেন। মন্ত্রী তাঁদের জানান, মুখ্যমন্ত্রী অনুদানের কথা উত্তরকন্যায় জানিয়েছেন। সরকার আপনাদের সঙ্গে আছে। 
পরে ব্যবসায়ী সমিতির দাবিদাওয়া নিয়ে সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন মন্ত্রী। ব্যবসায়ী সমিতি তাঁর কাছে জমির নিজস্ব মালিকানা দেওয়ার দাবি করে। বৈঠক শেষে অরূপবাবু বলেন, সমিতির সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের দাবি লিখিত আকারে দিতে বলেছি। সেই দাবিপত্র পেলে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব। 
মন্ত্রীর পরিদর্শনের আগে সাংবাদিক সম্মেলন করে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা বলেন, গত পাঁচ বছরে মার্কেটে চার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বিধান মার্কেট জতুগৃহ হয়ে আছে। বাজারের উন্নয়নে এসজেডিএ’র উদ্যোগ নেই। ব্যবসায়ীরা ক্ষোভের সুরেই বলেন, মার্কেটে আগুন লাগার ২৪ ঘণ্টা পরেও এসজেডিএ’র কোনও প্রতিনিধি বাজার পরিদর্শনে এলেন না। 
উল্লেখ্য, শনিবার সকালে মধ্য বিধান মার্কেটের আর্য বেকারির গলিতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা একেএকে ২৩টি দোকানে ছড়িয়ে পড়ে। ১০টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। ১৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুন নেভানোর জন্য দু’টি দোকানের একাংশ ভাঙতে হয়েছে। স্থানীয় ব্যবসায়ী, পুরসভা, দমকল, আধা সামরিক বাহিনী, পুলিসের সহযোগিতায় প্রায় দু’ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা