উত্তরবঙ্গ

ধসে বিধ্বস্ত কালিম্পং ও কার্শিয়াং দিনভর বন্ধ জাতীয় সড়ক

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: কালিম্পং ও কার্শিয়াংয়ে ধস অব্যাহত। শনিবার ভোরে কার্শিয়াংয়ের শেপরাবস্তিতে ধসে আহত হয়েছেন এক মহিলা। তাঁর নাম রিনা সুনদাস (৪৭)। প্রশাসন সূত্রের খবর, এদিন ভোরে ওই মহিলা রান্নাঘরে কাজ করছিলেন। সেই সময় বৃষ্টি হচ্ছিল। আচমকা ঘরের মেঝের মাটি ধসে গিয়ে জখম হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কার্শিয়াং হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় ধসের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিনটি বাড়ি। প্রশাসন জানিয়েছে, ধস কবলিত ওই এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। এদিকে, কালিম্পংয়ের ধসে বিধ্বস্ত জাতীয় সড়কে দিনভর বন্ধ ছিল যান চলাচল। এদিন সকালে জাতীয় সড়কের লিকুভিরে এলাকায় পাহাড় থেকে নেমে আসে পাথর, নুড়ি ও মাটি। সংশ্লিষ্ট রাস্তার ২৭ মাইল এলাকাতেও নামে ধস। ফলে সংশ্লিষ্ট রাস্তা দিনভর অবরুদ্ধ ছিল। শিলিগুড়ির সঙ্গে সরাসরি সড়ক পথে কালিম্পং হয়ে সিকিমের যোগাযোগ বন্ধ ছিল। বিকেলের পর অবশ্য সেই রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি বেকায়দায় পড়েন পর্যটকরা। বৃষ্টির জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। 
কালিম্পংয়ের জেলাশাসক বালা সুহ্মমন্যিম টি বলেন, ‘পুলিস ও বনদপ্তরের সহায়তায় পূর্তদপ্তর ২৭ মাইল ও লিকুভির এলাকা থেকে ধস সরিয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলি দিয়ে একমুখী যান চলাচল শুরু হয়েছে। পাশাপাশি নিরাপদ যান চলাচলের জন্য বিকল্প রুট খোলা রয়েছে।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা