উত্তরবঙ্গ

গাজোলের গ্রামে ঘন ঘন বিদ্যুত্ বিভ্রাট, জাতীয় সড়ক অবরোধ

সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলের দলিল সৈয়দপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিরক্ত মানুষ। প্রতিবাদে শনিবার সকালে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বালুরঘাটগামী ওই সড়ক বাঁশের ব্যারিকেড দিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখেন তাঁরা। এতে যান চলাচল ব্যাহত হয়। বহু যাত্রী আটকে পড়েন। পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
গ্রামবাসীদের পক্ষে নুর আহমেদ মোমিন বলেন, একটু হাওয়া উঠলে এলাকায় বিদ্যুৎ চলে যাচ্ছে। ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।
এদিন ভোরে থেকে একই অসুবিধা হয়। আগে গাজোল সদর থেকে গ্রামে বিদ্যুত্ সংযোগ দেওয়া হত। তখন এমন হত না। বর্তমানে দেওতলা থেকে সংযোগ দেওয়ার পর থেকে ভোগান্তি শুরু হয়েছে। ঘন ঘন বিদ্যুত্ বিভ্রাটে নাজেহাল মানুষ। পুরাতন মালদহ শহরের খৈহাট্টাপাড়াতেও ট্রান্সফরমার বসানো নিয়েও দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। ট্রান্সফরমার বসাতে বিদ্যুত্কর্মীদের বাধা দেওয়া হয়।
এনিয়ে শনিবার সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। তর্কবিতর্ক বাধে।  স্থানীয় বাসিন্দা নারায়ণ ঘোষ বলেন, আমাদের পাড়াতে খুঁটি এবং ট্রান্সফরমার বসালে রাস্তা সংকীর্ণ হয়ে যাবে। রাস্তার পাশে অনেকের নিজস্ব জায়গা রয়েছে। ওই কাজ হলে গাড়ি ঢুকতে পারবে না। খুব অসুবিধা হবে। নারায়ণের দাবি, যে পাড়ায় সমস্যা, সেখানে ট্রান্সফরমার বসানো হোক। আমাদের পাড়ায় বসানো হলে রাস্তা ছোট হয়ে যাবে।
এলাকার জয়ন্তী ঘোষের বক্তব্য, আমাদের গ্রামে প্রায়ই লো ভোল্টেজ সমস্যা। অনেক বিক্ষোভের পর ট্রান্সফরমার বসানো হবে। সেটা পাশের গ্রামের বাসিন্দারা বসাতে বাধা দিচ্ছেন। মালদহ জেলার বিদ্যুৎ বণ্টন কোম্পানি জানিয়েছে, গাজোল এবং পুরাতন মালদহের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুরাতন মালদহে ওই পাড়াতে ট্রান্সফরমার বসবে। আমরা এলাকায় গিয়েছি। তবুও কাজে বাধা আসছে। এটা আলোচনা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে। মালদহ থানার মঙ্গলবাড়ি পুলিস ফাঁড়ি এক আধিকারিক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  নিজস্ব চিত্র।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা