উত্তরবঙ্গ

কালিয়াচকে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন পড়ুয়া

সংবাদদাতা, কালিয়াচক: স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল তিন স্কুল পড়ুয়া। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের সরকারটোলায়। তিন ছাত্রের নাম আকাশ মণ্ডল (১৪), কৃষ্ণ সাহা (১৪) ও আকাশ সাহা (১৫)। তারা প্রত্যেকেই বীরনগর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। তাদের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকার ১৭ মাইলে। 
গরমের জন্য মালদহে সকালে পঠনপাঠন চলছে। শনিবার স্কুল ছুটির পর দশটা নাগাদ আটজন ছাত্র স্কুলেরই অদূরে গঙ্গায় স্নান করতে যায়। তিনজন নদীর কিনারায় থাকলেও পাঁচজন গঙ্গার মাঝে সাঁতার দিতে যায়। তখনই তারা তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দা সূর্য মণ্ডলের দাবি, কিনারায় থাকা ছাত্রদের চিৎকারে আমরা দৌড়ে আসি। আমরা কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে দুই কিশোরকে উদ্ধার করি। বাকিদের উদ্ধার করতে পারিনি। রাত পর্যন্ত তিন পড়ুয়ার খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে আসে বৈষ্ণবনগর থানার পুলিস এবং সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিম।  তল্লাশি চলছে।বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার জানিয়েছেন, দক্ষ ডুবুরি আনা হয়েছে। তাঁরা তল্লাশি চালাচ্ছে। 
তলিয়ে যাওয়া ছাত্র কৃষ্ণর কাকা রাজা সাহা বলেন, আমার ভাইপো তার বন্ধুদের সঙ্গে স্কুলে এসেছিল। স্কুল ছুটির পরও তারা বাড়ি না ফেরায় চিন্তা হয়। পরে খবর পাই ভাইপো সহ কয়েকজন তলিয়ে গিয়েছে। তিন পড়ুয়ার তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বীরনগরের বাসিন্দা তথা প্রাক্তন বিধায়ক স্বাধীনকুমার সরকার জানান, এর আগেও ওই এলাকার দুই ছাত্র তলিয়ে গিয়েছিল। আবারও একই ঘটনা ঘটল। ছাত্রদের সতর্ক করার প্রয়োজন। বাবা-মাকেও সচেতন রয়েছে। বীরনগর হাইস্কুলের প্রধান শিক্ষক সায়নকুমার সাহা বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা স্কুলের তরফে ছাত্রছাত্রীদের সচেতন করব।  নিজস্ব চিত্র।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা