Bartaman Patrika
হ য ব র ল
 

মার্কশিট 

তোমাদের জন্য শুরু হয়েছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় জীবনবিজ্ঞান। পরিবেশ সম্বন্ধীয় প্রশ্নের উত্তরে নিজের ভাবনাকে গুরুত্ব দাও। পরামর্শে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের শিক্ষক অরণ্যজিৎ সামন্ত।

মাধ্যমিক জীবনবিজ্ঞান পাঠ্যক্রমে পরিবেশ ও সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে জীববৈচিত্র্য, দূষণ, বাস্তুতন্ত্র থেকে নানারকম প্রশ্ন প্রতিবছর আসে। সাম্প্রতিক প্রবণতায় দেখা যাচ্ছে, পরিবেশ বিষয়টি নিয়ে পরীক্ষার্থী নিজে কী ভাবছে প্রশ্নে সেটা জানতে চাওয়া হচ্ছে। যেমন ধরা যাক, মাধ্যমিক ২০১৯-এ সুন্দরবন বাস্তুতন্ত্রের ওপর একটি প্রশ্ন ছিল এরকম, ‘সুন্দরবনে একটি গবেষণা করতে গিয়ে তুমি নিম্নলিখিত তিনটি সমস্যা শনাক্ত করলে – খাদ্য-খাদক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত, নগরায়ণের জন্য লবণাম্বু উদ্ভিদ ধবংস, উষ্ণতা বৃদ্ধির ফলে দ্বীপভূমির নিমজ্জন। জীববৈচিত্র্যের উপর এদের প্রভাব কী কী হতে পারে তা বিশ্লেষণ করো’। খাদ্য-খাদক সম্পর্ক ভেঙে পড়া সুন্দরবনের প্রধান সমস্যা। এর মূলে আছে বাঘের সংখ্যা কমে যাওয়া। এটা আমাদের জানা। কিন্তু বাঘ না থাকলে পরিবেশে কী কী ঘটতে পারে সেটাকে বিজ্ঞানের ধারণা কাজে লাগিয়ে লেখাটাই এই প্রশ্নের উত্তর হবে। একইভাবে শহরকেন্দ্রিক আধুনিক জীবন সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলের ক্ষতি করছে। এতে জীবজন্তুদের ক্ষতি হচ্ছে। কাদের কী ক্ষতি হচ্ছে সেটাই এখানে লিখতে হবে, কারণ জীববৈচিত্র্যের ওপর প্রভাবটাই প্রশ্নের মূল বিষয়। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে ওঠার মানে ‘গ্লোবাল ওয়ার্মিং’। সুন্দরবনে জীববৈচিত্র্যের ওপর এর কী প্রভাব এখানে সেটা বলতে হবে। আর বলতে হবে নিজের মতো করে। কাজেই এই ধরনের প্রশ্নের উত্তর লেখার জন্য পড়ার বইয়ের বাইরে একটু ভাবার অভ্যাস থাকা দরকার।
আর একটি প্রশ্ন, ‘বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে। এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হল। বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবনসংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখ।’ বুঝতেই পারছ, এই ধরনের প্রশ্নের উত্তর গতানুগতিকভাবে বইতে নিশ্চয় লেখা থাকে না। অনেকেই প্রশ্নে ‘জীবনসংগ্রাম’ শব্দটি পেয়েই তাকে ডারউইনের তত্ত্বে ‘স্ট্রাগল ফর এগজিস্টেন্স’ এর সমতুল ধরে নিয়ে লিখতে শুরু করতে পারে। তবে সেভাবে লেখার আগে ভাবা দরকার। যেকোনও জীবের কাছেই নতুন পরিবেশের মানে কী। তার সম্ভাব্য বিপদ কী, সুবিধা কী ইত্যাদি। কাজেই এখানেও ভেবে লিখতে হবে। ডারউইনের কথা যদি লিখতেও হয়, সেটাও প্রশ্নানুযায়ী প্রাসঙ্গিক করে নিতে হবে। মনে রাখা উচিত ডারউইনের তত্ত্ব দীর্ঘকালব্যাপী বিবর্তনকে ব্যাখ্যা করে। এখানে কিন্তু প্রশ্নটা তাৎক্ষণিক মানিয়ে নেওয়ার।
প্রশ্নপত্রে এম সি কিউ ও অবজেকটিভের জন্য ৩৬ নম্বর থাকে। এর পুরোটাই পাওয়া সম্ভব। এখানে পরীক্ষার্থীর বিশেষ ভাবনারও কোনও অবকাশ নেই। বই খুঁটিয়ে পড়া থাকলে উত্তর করা যায়।
জীবনবিজ্ঞান পাঠ্যক্রমের প্রতিটি অধ্যায় সমান গুরুত্বপূর্ণ। বারবার অভ্যাসের মধ্যে দিয়ে ও নানা ধরনের প্রশ্ন সমাধানের মাধ্যমে একই বিষয়ের ওপর নানারকম উত্তর লেখার ধারণা তৈরি হয়। যেমন ধরা যাক, নাইট্রোজেন চক্র। এর চক্রাকার পথটি যেমন জানতে হবে, তেমনই নাইট্রোজেন স্থিতিকরণ, ব্যাকটিরিয়ার ভূমিকা, নাইট্রোজেন বাতাসে মুক্ত হওয়ার প্রতিটি ধাপ উদাহরণসহ আলাদাভাবেও প্রশ্নে আসতে পারে। ঠিক যেমন বংশগতি অধ্যায়ে সরাসরি মেন্ডেলের পরীক্ষার প্রশ্নের পাশাপাশি মেন্ডেলের সাফল্যের কারণ, ব্যাকক্রস, টেস্টক্রস, জিনোটাইপ ফিনোটাইপের পার্থক্য এইধরনের নানা প্রশ্নও আসতে পারে।
স্নায়ুতন্ত্র উদ্দীপনায় সাড়া দেয় একটি নির্দিষ্ট পথে। গ্রাহক উদ্দীপনা নেয়। স্নায়ুপথে তা মস্তিস্কে যায়। মগজে সেই উদ্দীপনা ‘প্রসেসিং’ হয়। সেখান থেকে উদ্দীপনার প্রতিক্রিয়া আবার স্নায়ুপথে যায় কারকে। এভাবে উদ্দীপনায় সাড়া দেওয়া সম্ভব হয়। মানুষ তো বটেই, অন্য অনেকেই এভাবে সাড়া দিয়ে থাকে। প্রশ্নে বলা হল, ‘দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও।’ প্রশ্নের সঙ্গে জুড়ে গেল একটি অনুষঙ্গ। গল্পের মতো। মাধ্যমিকের প্রশ্নে এই ধারা লক্ষণীয়। মূল প্রশ্নটিকে বের করে আনতে পারলেই উত্তরের অনেকটা সমাধান হয়ে যাবে।
ভাবমূল অনুসারে কতকগুলি অংশ উল্লেখযোগ্য। গুরুত্বপূর্ণ হিসেবে এগুলি দেখা যেতে পারে।
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদ ও প্রাণী হরমোনের নাম কাজ উৎস প্রভাব। উদ্ভিদ চলনের প্রকারভেদ ও তার উদাহরণ। স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ, স্নায়ুর ও স্নায়ুকোষের গঠন, প্রতিবর্ত ক্রিয়া, পাভলভের পর্যবেক্ষণ, মানব মস্তিস্কের বিভিন্ন অংশ ও তার কাজ। বিভিন্ন প্রাণীর গমন পদ্ধতি। চোখের লম্বচ্ছেদের ছবি ও তার গঠন, প্রতিবর্ত চাপের ছবি ও গঠনগত উপাদান।
জীবনের প্রবহমানতা - ক্রোমোজোমের গঠন ও ছবি (আদর্শ ক্রোমোজোম)। অটোজোম ও সেক্স ক্রোমোজোম। ডি এন এ অণুর গঠন উপাদান। মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের ছবি, ঘটনাবলি এবং গুরুত্ব। কোষচক্র ও ক্যান্সারের কারণ। উদাহরণসহ অঙ্গজজনন ও যৌনজনন। জনুক্রম। সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া।
বংশগতি ও সাধারণ জিনগত রোগ - বংশগতি সম্বন্ধীয় মেন্ডেলের পরীক্ষা, পর্যবেক্ষণ সিদ্ধান্ত। বংশগতির সূত্র। পরীক্ষা মাধ্যম হিসেবে মটরগাছ নেওয়ার সুবিধা। মটরগাছের সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। অসম্পূর্ণ প্রকটতা। সমপ্রকটতা। ক্রোমোজোমের সাপেক্ষে মানব শিশুর লিঙ্গ নির্ধারণ। থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, হিমোফিলিয়া রোগের কারণ ও প্রভাব।
বিবর্তন ও অভিযোজন - প্রাণের উৎপত্তির রাসায়নিক ভিত্তি। ইউরে ও মিলারের পরীক্ষা। চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব (প্রাকৃতিক নির্বাচন)। ঘোড়ার বিবর্তন। জীবন্ত জীবাশ্ম। সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ। বিবর্তনের প্রমাণসমূহ। উদ্ভিদ ও প্রাণীর অভিযোজনের উদাহরণসমূহ। আচরণগত অভিযোজনে শিম্পাঞ্জী ও মৌমাছির বিশেষ অভিযোজন।
পরিবেশ, সম্পদ ও সংরক্ষণ - নাইট্রোজেন চক্র। বায়ু জল ও শব্দদূষণের কারণ, ফলাফল ও প্রতিকার। জনসংখ্যার বৃদ্ধি ও তার সমস্যা। পরিবেশের প্রভাবজনিত নানা রোগব্যাধি। জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাঞ্চল ও অভয়ারণ্য। বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা। ইনসিটু ও এক্সসিটু সংরক্ষণ।
জে এফ এম, পি বি আর। ভারতের বিপন্ন প্রাণীরা।
পরীক্ষা ব্যাপারটার অর্ধেক হল উত্তর, আর বাকিটা উত্তরপত্র। ভালো পরীক্ষার বৈশিষ্ট্য পরিচ্ছন্ন ও রুচিশীল ঝকঝকে খাতা। মুক্তোর মতো হাতের লেখা সবার হয় না। সেটা হওয়া খুব জরুরিও নয়। লেখা যেন পড়ে বোঝা যায়, যাকে ‘বোধগম্য’ বলে, তা যেন হয়। খাতায় যেন যত্নের ছাপ থাকে। কিছু একটা লিখে দিলাম, বুঝে নেওয়ার দায় যিনি খাতা দেখবেন তার—এই ভাবনা নিয়ে পরীক্ষা দেওয়া ঠিক নয়। খাতায় অযথা নোংরা করে কাটাকুটি না থাকে, অপ্রাসঙ্গিক কথা না থাকে। একটি প্রশ্নের উত্তর যেন সারা খাতাজুড়ে ছড়িয়েছিটিয়ে না থাকে। একজায়গায় যেন পরপর থাকে। প্রশ্নের ক্রম অনুসারে খাতায় উত্তর লেখবার চেষ্টা করা উচিত। ভুল বানান এড়াতে সতর্ক থাকতে হবে। অবশ্য এর জন্য বইটি ঘেঁটে পড়া থাকলে ভালো হয়। উত্তর হবে ছোট ছোট বাক্যে। প্রশ্নের নির্দেশ মেনে। অনেক সময় প্রশ্নের ভাষা বুঝতে অসুবিধা হয়। সেখানে ইংরাজি ভার্সনের প্রশ্ন দেখে নিতে পারা যায়। ছবি অবশ্যই পেন্সিলে আঁকতে হবে। চিহ্নিত করতে হবে পেন্সিল দিয়েই। স্তম্ভ মিলের প্রশ্নে দাগ টেনে না মিলিয়ে পাশাপাশি মিলিয়ে লিখে মিল দেখানো সবচাইতে ভালো। আর কি। পরীক্ষা খুব ভালো হোক। শুভেচ্ছা রইল। 
ব্ল্যাকবোর্ড 

ডিপিএস জোকা’র বার্ষিক অনুষ্ঠান
দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) জোকা’র বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল। গত ৭ ও ৮ ডিসেম্বর দু’দিন ব্যাপী স্কুল ক্যাম্পাসেই অনুষ্ঠানটি হয়েছিল। বার্ষিক অনুষ্ঠানের নাম ছিল ‘ক্রিজালিস ২০১৯’। প্রথম দিন নার্সারি থেকে চতুর্থ শ্রেণী এবং দ্বিতীয় দিন পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নিয়েছিল। 
বিশদ

শীতের রোদ গায়ে মেখে খেলার মাঠে 

শীতের সময় জমিয়ে ক্রিকেট
আমার সবচেয়ে প্রিয় খেলা হল ঩নিঃসন্দেহে ক্রিকেট। শীতের সময় ক্রিকেট খেলার মধ্যে যে এক অন্যরকম আমেজ থাকে, এটা সবারই জানা। আমি স্কুলের মাঠে তো ক্রিকেট খেলিই। আমার বাড়ির পাশে ছোট্ট খেলার মাঠ আছে। 
বিশদ

বিনয় বাদল দীনেশ 

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার বিনয়, বাদল ও দীনেশ। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়। 
বিশদ

08th  December, 2019
মার্কশিট 

তোমাদের জন্য শুরু হয়েছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ইতিহাস।এবার মাধ্যমিকের জন্য প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়টি ভালো করে পড়ো। পরামর্শে মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল আলিপুর-এর ইতিহাসের শিক্ষিকা তপতী নায়েক।
 
বিশদ

08th  December, 2019
লাশঘর এবং দুটি পিপে
দেবল দেববর্মা 

ওকালতি পরীক্ষায় পাশ করার পর কোর্ট চত্বরে বছরখানেক ঘোরাঘুরি করে তেমন ফললাভ হয়নি। শেষ পর্যন্ত একটা পরীক্ষা দিয়ে মুন্সেফের চাকরি পেলাম। অল্প কিছুদিন শিক্ষানবিশীর পর আমাকে পাঠানো হল বাঁকুড়ায় থার্ড মুন্সেফের পদে। ছোটখাট একটা কোয়ার্টার ছিল আমার। পরে শুনলাম ওটা নাকি থার্ড মুন্সেফের জন্যই নির্দিষ্ট, কোর্টের একজন পিওনই আমার দেখভাল করত।  
বিশদ

08th  December, 2019
‘চিন্তার জগৎকে বড় করে পৃথিবীটা বদলে দিন...’ 

আর্নল্ড শোয়ার্জেনেগারকে পৃথিবী চেনে ‘টার্মিনেটর’ হিসেবে। তিনি একজন অভিনেতা, পেশাদার বডিবিল্ডার। রাজনীতিও করেছেন। ছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। এসব পরিচয় ছাপিয়েও তরুণদের কাছে তিনি একজন অনুপ্রেরণাদায়ী বক্তা। সম্প্রতি স্পিকোলা ডটকম-এ প্রকাশিত হয় অস্ট্রেলিয়ার সিডনিতে দেওয়া তাঁর এক বক্তৃতা। সেই বক্তৃতা তোমাদের জন্য তুলে দিলেন মৃণালকান্তি দাস। 
বিশদ

24th  November, 2019
সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন
করেছে ইনস্টিটিউট অব ফিজিক্যাল কালচার 

আজ তোমাদের একটা ভালো খবর দিই। তোমরা যারা ছবি আঁকতে ভালোবাসো তাদের কথা মাথায় রেখে সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ইনস্টিটিউট অব ফিজিক্যাল কালচার। আগামী ১৫ ডিসেম্বর সংস্থার নির্দিষ্ট জায়গায় এই বিশেষ প্রতিযোগিতাটি হবে। 
বিশদ

24th  November, 2019
মার্কশিট

তোমাদের জন্য শুরু হয়েছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ইংরেজি।
  বিশদ

24th  November, 2019
নোলকপুরের গোলকরাজা
প্রদীপ আচার্য

নোলকপুরের রাজার কান্না আর থামছে না। দিনরাত ভেউ ভেউ করে কেঁদেই চলেছে। ঘুম থেকে উঠেই রাজা কাঁদতে শুরু করে। আবার কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে। তারই ফাঁকে ব্রেকফাস্টে গোটা দুয়েক আস্ত চিকেন রোস্ট, দিস্তা দিস্তা বাটার টোস্ট, কাটলেট, ওমলেট ভরপেট খাচ্ছে। 
বিশদ

24th  November, 2019
গোলাপি বিপ্লবের সন্ধিক্ষণে ইডেন

ছোট্টবন্ধুরা! তোমরা যারা ক্রিকেট খেলা দেখতে ভালোবাসো, বা যারা ক্রিকেটের খোঁজখবর একটু আধটু রাখো, তারা নিশ্চয়ই ইডেনে দিন-রাতের টেস্ট ম্যাচ হওয়ার খবর জানো। ভারত তাদের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচটি খেলতে নামছে ২২ নভেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে। 
বিশদ

17th  November, 2019
অরণ্যে অ্যাডভেঞ্চার

গা ছমছমে গহিন অরণ্য। দূর থেকে শোনা যাচ্ছে জলপ্রপাতের গর্জন। পথে বন্য পশুর ভয়। কোথাও ভয়ঙ্কর নদী পেরতে হবে। এমনই কয়েকটি অরণ্যের কথা তোমাদের শুনিয়েছেন সায়ন নস্কর। 
বিশদ

17th  November, 2019
ছোটদের রান্নাঘর 

তোমাদের জন্য চলছে একটি আকর্ষণীয় বিভাগ ছোটদের রান্নাঘর। এই বিভাগ পড়ে তোমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে লোভনীয় খাবারদাবার। বাবা-মাকেও চিন্তায় পড়তে হবে না। কারণ আগুনের সাহায্য ছাড়া তৈরি করা যায় এমন রেসিপিই থাকবে তোমাদের জন্য। এবার সেরকমই দুটি জিভে জল আনা রেসিপি দিয়েছেন দ্য পার্কিং লট রেস্তোরাঁর এক্সিকিউটিভ শেফ সুমিত রঘুবংশী। 
বিশদ

10th  November, 2019
জওহরলাল নেহরুর ছেলেবেলা 

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার পণ্ডিত জওহরলাল নেহরু। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়। 
বিশদ

10th  November, 2019
ছোটদের ভালোবাসতেন চাচা নেহেরু 

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। শিশুদের কাছে তিনি চাচা নেহরু হিসেবে বেশি জনপ্রিয়। নেহরু ছোটদের খুব ভালোবাসতেন বলে তাঁর জন্মদিনটি অর্থাৎ ১৪ নভেম্বর দেশজুড়ে শিশুদিবস পালিত হয়। প্রিয় চাচা নেহরুকে নিয়ে লিখেছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।  
বিশদ

10th  November, 2019
একনজরে
 শিলং, ১৪ ডিসেম্বর: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল উত্তর-পূর্ব ভারত। আন্দোলন চলছে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যেও। এরমধ্যে নতুন বিতর্ক তৈরি করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। শুক্রবার ট্যুইটারে তাঁর বার্তা, আপনি যদি বিভেদকামী গণতন্ত্র না চান, তাহলে আপনার উত্তর কোরিয়া ...

 কল্যাণী থেকে নিজস্ব প্রতিনিধি: ট্রাউকে হারিয়ে ২২ ডিসেম্বর ডার্বি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিলেন ইস্ট বেঙ্গল কোচ আলেজান্দ্রো। শনিবার কল্যাণী স্টেডিয়ামে ম্যাচের পর স্প্যানিশ কোচ বলেন, ‘এরপর আমরা সল্টলেক স্টেডিয়ামে খেলব। এই মাঠ আমার খুবই পছন্দের। ...

সংবাদদাতা, কাঁথি: জমির রেকর্ড নিজের নামে না থাকায় চাষিদের অনেকেই বুলবুলের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন। এনিয়ে কৃষক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাজ্যের কৃষিমন্ত্রীর কাছে চিঠি দিল পূর্ব মেদিনীপুর জেলা কৃষক সংগ্রাম পরিষদ।   ...

 ওয়াশিংটন, ১৪ ডিসেম্বর (পিটিআই): ‘আমার কোনও দোষ নেই। তবু আমাকে ইমপিচ করা হচ্ছে। এটা অন্যায়।’ শুক্রবার ট্যুইটারে এভাবেই ইমপিচমেন্ট বিতর্কে ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের জুডিশিয়ারি কমিটি ট্রাম্পের ‘অপসারণ’ অনুমোদন করে দেওয়ায় তা এখন হাউস অব ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক চা দিবস
১৮৭৭- টমাস এডিসন ফোনোগ্রাফের পেটেন্ট নিলেন,
১৯০৮- রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী রঙ্গনাথানন্দের জন্ম,
১৯৫০- সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যু,
১৯৭৬- ফুটবলার বাইচুং ভুটিয়ার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৮০ টাকা ৭১.৪৯ টাকা
পাউন্ড ৯৩.৪৩ টাকা ৯৬.৮০ টাকা
ইউরো ৭৭.৪৪ টাকা ৮০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
14th  December, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮, ৪৫৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬, ৪৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭, ০৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪, ০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪, ১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ অগ্রহায়ণ ১৪২৬, ১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, তৃতীয়া ২/৪৫ দিবা ৭/১৮ পরে চতুর্থী ৫৮/২৫ শেষরাত্রি ৫/৩৫। পুষ্যা ৫৪/৩০ রাত্রি ৪/১। সূ উ ৬/১২/৩৫, অ ৪/৫০/১৭, অমৃতযোগ দিবা ৬/৫৪ গতে ৯/১ মধ্যে পুনঃ ১১/৫২ গতে ২/৪২ মধ্যে। রাত্রি ৭/৩০ গতে ৯/১৭ মধ্যে পুনঃ ১১/৫৮ গতে ১/৪৪ মধ্যে পুনঃ ২/৩৮ গতে উদয়াবধি, বারবেলা ১০/১২ গতে ১২/৫১ মধ্যে, কালরাত্রি ১/১১ গতে ২/৫১ মধ্যে। 
২৮ অগ্রহায়ণ ১৪২৬, ১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, তৃতীয়া ৫/৩৫/৫৭ দিবা ৮/২৮/৫০। পুনর্বসু ১/১৯/৩২ প্রাতঃ ৬/৪৬/১৬ পরে পুষ্যা ৫৮/৫৩/৩৭ শেষরাত্রি ৫/৪৭/৫৪, সূ উ ৬/১৪/২৭, অ ৪/৫০/২৪, অমৃতযোগ দিবা ৭/৪ গতে ৯/১১ মধ্যে ও ১২/১ গতে ২/৫১ মধ্যে এবং রাত্রি ৭/৩৯ গতে ৯/২৬ মধ্যে ও ১২/৭ গতে ১/৫৪ মধ্যে ও ২/৪৭ গতে ৬/১৫ মধ্যে, কালবেলা ১১/৩২/২৬ গতে ১২/৫১/৫৫ মধ্যে, কালরাত্রি ১/১১/৫৬ গতে ২/৫৩/২৬ মধ্যে। 
মোসলেম: ১৭ রবিয়স সানি 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা মিলবে। বৃষ: ব্যবসা শুরু করলে ভালো হবে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
 আন্তর্জাতিক চা দিবস১৮৭৭- টমাস এডিসন ফোনোগ্রাফের পেটেন্ট নিলেন,১৯০৮- রামকৃষ্ণ মঠ ...বিশদ

07:03:20 PM

প্রথম একদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জিতল 

09:55:39 PM

প্রথম একদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ ২৩২/২ (৪০ ওভার) 

09:12:17 PM

প্রথম একদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ ১৬১/১ (৩০ ওভার) 

08:23:30 PM

মাথাভাঙায় জলাশয় থেকে পচাগলা দেহ উদ্ধার 

08:10:00 PM