পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
সম্প্রতি মোদি বিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করতে জোট বেঁধেছে দেশের প্রায় সবকটি অবিজেপি দলের ছাত্র সংগঠনগুলি। আগামী ৮ জানুয়ারি একযোগে সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে তারা। অন্যদিকে আগামী ২৬ জানুয়ারি দেশজুড়ে যৌথভাবে মানববন্ধন কর্মসূচিও গ্রহণ করেছে বিজেপি বিরোধী দলের ছাত্র সংগঠনগুলি। এরই পাশাপাশি দেশের ছাত্রস্বার্থ বিঘ্নিত হচ্ছে, এই অভিযোগ তুলে আরও বড় আন্দোলনের পরিকল্পনা করছে তারা। পাশাপাশি, এর সঙ্গেই মিশিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীর সমস্যাকে। এসএফআই আজ কেন্দ্রীয় সরকারের কাছে দাবিও জানিয়েছে, কাশ্মীরের সাধারণ মানুষকে যাতে কোনওরকম পুলিসি হেনস্থার মুখে পড়তে না হয়, তা অবিলম্বে নিশ্চিত করতে হবে।
গত এক মাসেরও বেশি সময় ধরে কার্যত অচলাবস্থা চলছে জেএনইউতে। বর্ধিত হস্টেল ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন পড়ুয়ারা। এমনকী, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও বয়কট করেন ছাত্রছাত্রীদের একাংশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের পক্ষ থেকে ক্লাসে ফেরার একাধিক আবেদনেও কর্ণপাত করেননি বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরিবর্তে তা ছড়িয়েছে দেশের অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয়েও। এই পরিস্থিতিতে সাধারণ ধর্মঘট কিংবা মানববন্ধনের পাশাপাশি ছাত্র সংগঠনগুলির আরও বড় আন্দোলনের প্রস্তুতি নেওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।