পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিনহাটা শহরে আগামী সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় উদয়নবাবু মশাল মিছিলের ডাক দিয়েছেন। এনিয়ে তিনি নিজের ফেসবুক ওয়ালেও পোস্ট করেন। নিজের ওই পোস্টে উদয়ন গুহ লিখেছিলেন এনআরসি ও ক্যাবের প্রতিবাদে আগামী সোমবার বিশাল মশাল মিছিল। হেমন্ত বসু কর্নার থেকে বিকাল সাড়ে ৫টায় এই মিছিল শুরু হবে। তাঁর ওই পোস্টটি অনেকেই শেয়ার ও কমেন্ট করেন। সেখানেই এক ব্যক্তি হুমকি দিয়ে কমেন্ট করে লেখে ‘দিনহাটায় তোকে সুযোগ মতো হাতে পেলে গলার নলী কেটে দেব।’
শাসক দলের বিধায়ক ও দিনহাটা পুরসভার চেয়ারম্যানকে প্রকাশ্যে এভাবে হুমকির ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। উদয়নবাবু গোটা বিষয়টি জেলার পুলিশ সুপারকে ফোনে জানিয়েছেন। উদয়নবাবু বলেন, যে বা যারা এমনটা করছে তারা এসব করে সাধারণ কর্মী ও মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে। প্রশাসনের এসব গুরুত্ব দিয়ে দেখা উচিত। আমি কলকাতায় আছি। এখান থেকেই টেলিফোন করে কোচবিহারের পুলিস সুপারকে বিষয়টি জানিয়েছি। তবে আমি এসব হুমকিতে মোটেই ভীত নই। আমি ভীত অন্য কারণে। এটা দেখে আমার যাঁরা সহকর্মী আছেন তাঁরা উত্তেজিত হয়ে কিছু ঘটিয়ে না ফেলেন। পুলিসকে এর দ্রুত তদন্ত করতে হবে। কোচবিহারের অতিরিক্ত পুলিস সুপার মহম্মদ সানা আক্তার বলেন, বিধায়ককে হুমকি দেওয়ার একটা অভিযোগ হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।
অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে শনিবার আইসিকে স্মারকলিপি দেওয়ার পর দিনহাটা পুরসভার প্রধান হিসাবরক্ষক জগদীশ সেন বলেন, পুরসভার চেয়ারম্যানকে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দেওয়া হয়েছে। আমরা পুরসভার কর্মীরা ওই হুমকির প্রতিবাদ জানিয়ে মিছিল করে দিনহাটা থানার আইসিকে স্মারকলিপি দিলাম। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। পুলিস দ্রুত পদক্ষেপের ব্যাপারে আশ্বাস দিয়েছে।