পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
এই ছবির মাধ্যমে ভারতীয় বায়ু সেনার অসীম সাহসিকতার উদযাপন করা হবে। তারা যেভাবে দেশের জন্য নিজেদের জীবন বাজি রাখে, এই ছবি সেই গল্পই বলবে। ছবির বিষয়ে সঞ্জয়লীলা বনসালি বলছিলেন, ‘এটা সাহসিকতা, দেশাত্মবোধ এবং দেশের প্রতি ভালোবাসার ছবি। এই ছবির মাধ্যমে অসীম সাহসী দেশনায়কদের শ্রদ্ধা জানাতে চাই। আমরা চাই, তাঁদের সাহসিকতার গল্প সমস্ত দেশবাসীর কাছে পৌঁছে যাক।’ ভূষণকুমারের কথায়, ‘আগামী বছরের জন্য এটা আমাদের অন্যতম বড় প্রজেক্ট হতে চলেছে। উইং কমান্ডার অভিনন্দন বর্তমান আমাদের দেশের গর্ব। বালাকোট স্টাইক ২০১৯ আমাদের দেশের জন্য বিরাট গর্বের বিষয়।’ পরিচালক অভিষেক কাপুরের বললেন, ‘দেশের অন্যতম সাহসিকতার একটি ঘটনার সঙ্গে এইভাবে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমার মনে আছে সেই সময় সারা দেশ আবেগের মধ্যে ভেসে গিয়েছিল। বড়পর্দায় এই গল্পটির প্রতি সুবিচার করতে আমি যথাসম্ভব চেষ্টা করব।’