Bartaman Patrika
রাজ্য
 
 

 নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে কম-বেশি অগ্নিগর্ভ গোটা রাজ্যই। শনিবার রামপুরহাটে তোলা বলরাম দত্তবণিকের ছবি

  অশান্তি মোকাবিলায় রাজ্যকে
কড়া হতে বললেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করতে বললেন রাজ্যপাল জগদীপ ধনকার। শনিবার সায়েন্স সিটিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ, আপনারা সক্রিয় হন। পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তাদের চিহ্নিত করুন। রাজ্যপাল আরও বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন এখন চালু হয়ে গিয়েছে। এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সারা দেশে এটা কার্যকরী হয়েছে। সাংবিধানিক পদে থেকে কেউ এখন বলতে পারেন না, যে তিনি এই আইন মানেন না। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, সংশোধিত নাগরিকত্ব আইন এরাজ্যে কার্যকর হবে না। মধ্যপ্রদেশ, কেরল, পাঞ্জাব সহ কয়েকটি অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীও ইতিমধ্যে ঘোষণা করেছেন, তাঁদের রা঩জ্যে এই আইন কার্যকর করা হবে না। কয়েকটি রাজ্য সরকার এই আইন মানবে না বলে ঘোষণা করায় বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানিয়েও দেওয়া হয়েছে, এই আইন মানা রাজ্যের পক্ষে বাধ্যতামূলক। কারণ সংবিধান অনুযায়ী নাগরিকত্ব বিষয়টি কেন্দ্রীয় সরকারের তালিকায় রয়েছে।
বিকেলে এই অনুষ্ঠানে আসার আগেই রাজ্যের পরিস্থিতি নিয়ে জগদীপ ধনকার ট্যুইট করেন। তাতে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীকে সংবিধানের প্রতি সত্যিকারের নিষ্ঠা ও বিশ্বাস দেখাতে হবে। তিনি এরই শপথ নিয়েছেন। একই সঙ্গে রাজ্যপাল জানিয়ে দিয়েছেন, আমার যথাসাধ্য সংবিধানকে রক্ষা করব। রাজ্যে বর্তমান অশান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি যে সক্রিয় থাকবেন, রাজ্যপাল এই বক্তব্যের মাধ্যমে সেটাই বুঝিয়ে দিতে চেয়েছেন বলে রাজনৈতিক মহল মনে করছে। রাজ্যপাল ট্যুইটবার্তায় আরও বলেন, রাজ্যে যা ঘটছে, তাতে তিনি হতাশ ও ব্যথিত।
সায়েন্স সিটি সংলগ্ন মাঠে বেঙ্গল চেম্বার অব অব কমার্স আয়োজিত ১৮ তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারের উদ্বোধন করেন রাজ্যপাল। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের বলেন, তিনি কিছু বলতে চান। ট্রেড ফেয়ার ঘুরে দেখার পর তা বলবেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিবৃতি দেন জগদীপ ধনকার। যেহেতু পরিস্থিতি খুব স্পর্শকাতর, তাই তাঁকে কোনও প্রশ্ন না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন রাজ্যপাল। তিনি বলেন, এখানে যেভাবে জনগণের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, তা খুবই দুঃখজনক। আমি কাল থেকে খুবই ব্যথিত। যেখন মহাত্মা গান্ধীর জন্মের দেড়শো বছর পালন করা হচ্ছে, তখন এই ধরনের ধ্বংসাত্মক ঘটনা ঘটা কখনই উচিত নয়। হিংসা কখনই সমস্যার সমাধান করতে পারে না।
রাজ্যপাল বলেন, আগে কী করা উচিত ছিল, সেটা নিয়ে আলোচনা করার সময় এখন নেই। আমাদের এখন পিছন ফিরে দেখার সময় নেই। আমাদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। যে দুষ্কৃতীরা সরকারি সম্পত্তি নষ্ট করছে, তাদের চিহ্নিত করতে হবে। রাস্তায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় যেভাবে অপপ্রচার চলছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল।
মেগা ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে ভূটানের মন্ত্রী, কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ও থাইল্যান্ডের ডেপুটি হাইকমিশনার, দিল্লির আফগানিস্থান ও শ্রীলঙ্কার দূতাবাসের আধিকারিকরা থাকলেও রাজ্য সরকারের তরফে কোনও প্রতিনিধি ছিলেন না। বেঙ্গল চেম্বারের প্রেসিডেন্ট বি বি চট্টোপাধ্যায়ের কাছে এব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না। তবে চেম্বার সূত্রে জানা গিয়েছে, গতবারে এই ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র এসেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে রাজ্যপাল অবশ্য শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে বাংলার সম্ভাবনার কথা তুলে ধরেন। এই ট্রেড ফেয়ার ২৫ ডিসেম্বর পর্যন্ত চলছে। ১৫টি দেশ মেলায় যোগ দিয়েছে। দেশের বিভিন্ন রাজ্যও এসেছে মেলায়।

বিধায়কের দাঁতের রুট ক্যানেল চিকিৎসার
খরচ ১ লক্ষ ৫৬ হাজার! স্তম্ভিত স্পিকার

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের এক বিধায়ক বিধানসভায় দাঁতের চিকিৎসার জন্য ১ লক্ষ ৫৬ হাজার টাকার বিল পেশ করেছেন। কয়েকটি দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে নাকি এত খরচ পড়েছে! শুক্রবার শিয়ালদহের আর আহমেদ ডেন্টাল কলেজে ছিল সেই কলেজ তথা ভারতে দন্ত চিকিৎসার শতবর্ষ উদ্‌যাপন সমারোহ এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের (আইডিএ) বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান।
বিশদ

  অ্যাসিড হামলায় আক্রান্ত গৃহবধূ ও সন্তানরা ক্ষতিপূরণ পেলেও প্রহর গুনছেন বিচারের

 সুকান্ত বসু, কলকাতা: অ্যাসিড হামলায় জ্বলে গিয়েছিল শরীর। শুধু মা’ই অ্যাসিডে দগ্ধ হননি, পুড়ে গিয়েছিল তাঁর দুই শিশুকন্যাও। চলতি বছরের জানুয়ারিতে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে স্বামীর নেতৃত্বেই আরও দুই অভিযুক্ত অ্যাসিড ছুঁড়ে দিয়েছিল তাঁদের গায়ে, অভিযোগ এমনটাই। এনিয়ে বর্তমানে কাঁথি জেলা আদালতে মামলা চলছে।
বিশদ

  নাগরিকত্ব আইনের প্রতিবাদ মিছিল ঘিরে আমডাঙায় উত্তেজনা

 বিএনএ, বারাসত: আমডাঙায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিলকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়ায়। রাস্তার ধারের চপের দোকানে জল খাওয়াকে কেন্দ্র করে মিছিলে হাঁটা যুবকেদের সঙ্গে দোকানদারের বচসা শুরু হয়। বিশদ

  প্রধানমন্ত্রীকে বাংলার অশান্ত পরিস্থিতির রিপোর্ট দিতে আজ অন্ডালে বিজেপি নেতারা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় শুক্রবার থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার উত্তপ্ত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রিপোর্ট দেবে বঙ্গ বিজেপি। আজ, রবিবারই খনিকের জন্য বাংলায় পা রাখছেন প্রধানমন্ত্রী।
বিশদ

১০০ দিনের কাজে
ফের শীর্ষে বাংলা
টানা চারবার মিলল সাফল্য

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গ ফের এক নম্বর স্থানে। কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক এই ঘোষণা করেছে। এ নিয়ে পরপর চারবার এই সাফল্য পেল বাংলা। ফেসবুকে এই তথ্য জানিয়ে এই কাজের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশদ

 ট্রেনে, বাসে আগুন, তাণ্ডব অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা এবং বিএনএ: নাগরিকত্ব আইন এবং এনআরসি ইস্যুতে হিংসা অব্যাহত। শনিবার অগ্নিগর্ভ হল দুই ২৪ পরগনা, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গণ্ডগোল ছড়ায় উত্তরবঙ্গের একাধিক প্রান্তেও। রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে অবরোধ, বাস ও গাড়িতে ব্যাপক ভাঙচুর, ট্রেনলাইন এমনকী স্টেশনে আগুন দেওয়ার মতো ভয়ানক ঘটনাও ঘটেছে। এদিন সকালে কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে সময়ে পৌঁছতে না পেরে যেমন চরম নাকাল হন নিত্যযাত্রীরা, তেমনই গণ্ডগোলের খবর পেয়ে স্কুল-কলেজে ছেলেমেয়েদের পাঠাননি অনেকে।
বিশদ

হিংসা বরদাস্ত করব না: মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাগরিকত্ব আইন ইস্যুকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন অংশে যেভাবে হিংসা ছড়ানো হচ্ছে, তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাস-ট্রেনে আগুন লাগিয়ে, পাথর ছুঁড়ে যে বা যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিস-প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 
বিশদ

পেঙ্গুইনদের মস্তিষ্ক নিয়েও গবেষণা আরেক প্রবাসীর
মাইক্রোপ্লাস্টিকের দূষণের খোঁজে আজ কুমেরু পাড়ি দিচ্ছেন বাঙালি অধ্যাপক

অর্পণ সেনগুপ্ত, কলকাতা: তুষারশুভ্র মেরু প্রান্তর। গুটি গুটি পায়ে হেঁটে চলেছে পেঙ্গুইনের দল। আম বাঙালির এই দৃশ্য ডিসকভারি চ্যানেলেই দেখা। কিন্তু সেখানে গিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা? হ্যাঁ, তাতেও বাঙালি পিছিয়ে নেই। কুমেরুতে মাইক্রোপ্লাস্টিকের কু-প্রভাব কতটা পড়েছে? বিশদ

রাজ্যের বহু কোর্টে এখনও জমে পুরনো
পাঁচশো ও হাজার টাকার নোট
হাইকোর্টকে জানাল রাজ্য

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নোটবন্দির ফাঁদে রাজ্যের বহু আদালত। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আদালতে জমা থাকা পুরনো ৫০০ বা ১০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা না করায় এমনই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্যার সমাধানে কলকাতা হাইকোর্ট প্রশাসন এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মধ্যে আলাপ আলোচনা চলছে।
বিশদ

সোমবার থেকে টানা
৩ দিন মিছিলে মমতা

দেবাঞ্জন দাস, দীঘা: নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) সংসদে পাশ হওয়ার পর এখন তা নাগরিকত্ব আইন। এই আইন এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এ রাজ্যে কোনওভাবেই কার্যকর হবে না, কাউকে তাড়াতেও দেব না। ফের দ্ব্যর্থহীন ভাবে এই ঘোষণার সঙ্গেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি নিজে এবার পথে নামছেন কেন্দ্রীয় সরকারের ওই দুই নীতির প্রতিবাদে।
বিশদ

14th  December, 2019
নাগরিকত্ব ইস্যুতে
উত্তাল বাংলা
বেলডাঙা-উলুবেড়িয়ায় স্টেশন ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি এবং বিএনএ: নাগরিকত্ব আইন ইস্যুতে উত্তাল হয়ে উঠল বাংলা। এই আইন বিরোধী আন্দোলনের উত্তাপ যে এ রাজ্যেও ক্রমশ বাড়ছে, তা শুক্রবার প্রত্যক্ষ করল রাজ্য। এই আন্দোলনকে ঘিরে তেতে ওঠে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা ও হাওড়ার উলুবেড়িয়া। বিক্ষোভকারীরা কোথাও রেললাইনে, কোথাও জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। প্রায় প্রতিটি জেলায় অবরোধের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বেলডাঙায় পুলিসকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। নামাতে হয় র‌্যাফ ও কমব্যাট ফোর্স। বিডিও অফিসের সামনে ভাঙচুর হয় দু’টি গাড়ি। হাওড়ার উলুবেড়িয়ায় এনআরসি এবং নাগরিকত্ব আইন বিরোধীদের টার্গেট ছিল রেল। বিক্ষোভকারীরা ট্রেন ও রেলের কেবিন লক্ষ্য করে পাথর ছোঁড়ে। বিক্ষোভ ও অবরোধের জেরে ব্যাহত হয় রেল ও সড়ক যোগাযোগ। পার্ক সার্কাসে দু’ঘণ্টা অবরোধ চলায় অবরুদ্ধ হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। মা উড়ালপুলে তীব্র যানজট হয়। নাগরিকত্ব আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ অসমের সঙ্গে উত্তরবঙ্গের সড়ক ও রেল যোগাযোগও কার্যত বিচ্ছিন্ন হয়েছে।
বিশদ

14th  December, 2019
দুর্ভোগের দায় তাঁদের নয়, দাবি সিদ্দিকুল্লার
নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে শহরে অবরোধ, মানুষের ভোগান্তি 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরাসরি উল্লেখ না থাকলেও সদ্য সংশোধিত নাগরিকত্ব বিল যে দেশের মুসলমান সম্প্রদায়কে আতঙ্কিত করে তুলেছে, শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের নানা জায়গায় বিক্ষোভে তারই প্রতিফলন ঘটল। এদিন মহানগরের বিভিন্ন জায়গায় অবরোধ ও বিক্ষোভে জেরবার শহরবাসী। 
বিশদ

14th  December, 2019
নয়া নাগরিকত্ব আইনের ইস্যুতে রাজ্যজুড়ে টানা প্রতিবাদে কং, জোট ধর্ম পালনে ডাক বামেদেরও 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইনের ইস্যুতে দলের তরফে প্রতিবাদ জানাতে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও পথে নেমেছে কংগ্রেস। ইতিমধ্যেই যুব কংগ্রেস সহ দলের বিভিন্ন গণসংগঠন এই অস্ত্রকে হাতিয়ার করে বিজেপি ও কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে মিটিং-মিছিল করেছে। 
বিশদ

14th  December, 2019
শিনজো আবে’র ভারত সফরের প্রাক্কালে চাপ বাড়াল বসু পরিবার
রেনকোজি মন্দিরের চিতাভস্মের ডিএনএ পরীক্ষা করান, প্রধানমন্ত্রীকে চিঠি সুভাষ-কন্যা অনিতার 

জীবানন্দ বসু, কলকাতা: তাইহোকু (অধুনা তাইপে) বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু নিয়ে দীর্ঘ ৭৫ বছর ধরে চলা বিতর্কের অবসানে এবার রেনকোজি মন্দিরে রক্ষিত তথাকথিত চিতাভস্মের ডিএনএ পরীক্ষার জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন সুভাষচন্দ্রের কন্যা অনিতা বসু পাফ।  
বিশদ

14th  December, 2019

Pages: 12345

একনজরে
 কল্যাণী থেকে নিজস্ব প্রতিনিধি: ট্রাউকে হারিয়ে ২২ ডিসেম্বর ডার্বি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিলেন ইস্ট বেঙ্গল কোচ আলেজান্দ্রো। শনিবার কল্যাণী স্টেডিয়ামে ম্যাচের পর স্প্যানিশ কোচ বলেন, ‘এরপর আমরা সল্টলেক স্টেডিয়ামে খেলব। এই মাঠ আমার খুবই পছন্দের। ...

সংবাদদাতা, কাঁথি: জমির রেকর্ড নিজের নামে না থাকায় চাষিদের অনেকেই বুলবুলের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন। এনিয়ে কৃষক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাজ্যের কৃষিমন্ত্রীর কাছে চিঠি দিল পূর্ব মেদিনীপুর জেলা কৃষক সংগ্রাম পরিষদ।   ...

 শিলং, ১৪ ডিসেম্বর: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল উত্তর-পূর্ব ভারত। আন্দোলন চলছে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যেও। এরমধ্যে নতুন বিতর্ক তৈরি করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। শুক্রবার ট্যুইটারে তাঁর বার্তা, আপনি যদি বিভেদকামী গণতন্ত্র না চান, তাহলে আপনার উত্তর কোরিয়া ...

 নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্রের চেহারা নিল কোনা এক্সপ্রেসওয়ে। গড়ফার কাছে সকাল থেকে অবরোধের পর আগুন জ্বালিয়ে দেওয়া হল অন্তত ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক চা দিবস
১৮৭৭- টমাস এডিসন ফোনোগ্রাফের পেটেন্ট নিলেন,
১৯০৮- রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী রঙ্গনাথানন্দের জন্ম,
১৯৫০- সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যু,
১৯৭৬- ফুটবলার বাইচুং ভুটিয়ার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৮০ টাকা ৭১.৪৯ টাকা
পাউন্ড ৯৩.৪৩ টাকা ৯৬.৮০ টাকা
ইউরো ৭৭.৪৪ টাকা ৮০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
14th  December, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮, ৪৫৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬, ৪৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭, ০৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪, ০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪, ১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ অগ্রহায়ণ ১৪২৬, ১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, তৃতীয়া ২/৪৫ দিবা ৭/১৮ পরে চতুর্থী ৫৮/২৫ শেষরাত্রি ৫/৩৫। পুষ্যা ৫৪/৩০ রাত্রি ৪/১। সূ উ ৬/১২/৩৫, অ ৪/৫০/১৭, অমৃতযোগ দিবা ৬/৫৪ গতে ৯/১ মধ্যে পুনঃ ১১/৫২ গতে ২/৪২ মধ্যে। রাত্রি ৭/৩০ গতে ৯/১৭ মধ্যে পুনঃ ১১/৫৮ গতে ১/৪৪ মধ্যে পুনঃ ২/৩৮ গতে উদয়াবধি, বারবেলা ১০/১২ গতে ১২/৫১ মধ্যে, কালরাত্রি ১/১১ গতে ২/৫১ মধ্যে। 
২৮ অগ্রহায়ণ ১৪২৬, ১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, তৃতীয়া ৫/৩৫/৫৭ দিবা ৮/২৮/৫০। পুনর্বসু ১/১৯/৩২ প্রাতঃ ৬/৪৬/১৬ পরে পুষ্যা ৫৮/৫৩/৩৭ শেষরাত্রি ৫/৪৭/৫৪, সূ উ ৬/১৪/২৭, অ ৪/৫০/২৪, অমৃতযোগ দিবা ৭/৪ গতে ৯/১১ মধ্যে ও ১২/১ গতে ২/৫১ মধ্যে এবং রাত্রি ৭/৩৯ গতে ৯/২৬ মধ্যে ও ১২/৭ গতে ১/৫৪ মধ্যে ও ২/৪৭ গতে ৬/১৫ মধ্যে, কালবেলা ১১/৩২/২৬ গতে ১২/৫১/৫৫ মধ্যে, কালরাত্রি ১/১১/৫৬ গতে ২/৫৩/২৬ মধ্যে। 
মোসলেম: ১৭ রবিয়স সানি 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা মিলবে। বৃষ: ব্যবসা শুরু করলে ভালো হবে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
 আন্তর্জাতিক চা দিবস১৮৭৭- টমাস এডিসন ফোনোগ্রাফের পেটেন্ট নিলেন,১৯০৮- রামকৃষ্ণ মঠ ...বিশদ

07:03:20 PM

প্রথম একদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জিতল 

09:55:39 PM

প্রথম একদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ ২৩২/২ (৪০ ওভার) 

09:12:17 PM

প্রথম একদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ ১৬১/১ (৩০ ওভার) 

08:23:30 PM

মাথাভাঙায় জলাশয় থেকে পচাগলা দেহ উদ্ধার 

08:10:00 PM