পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
অধিবেশনের সময় সকাল ১১টা থেকে যতক্ষণ সংসদ চলে ততক্ষণ দু’টি টিভি চ্যানেলেই সরাসরি সম্প্রচার হয়। দেশবাসীকে সংসদের কাজ চাক্ষুস করাতেই ওই ব্যবস্থা। কিন্তু ইদানিং অনেক সময়ই সংসদে এমন কিছু ঘটছে, যাতে সরকার পক্ষকে অস্বস্তিতে পড়তে হচ্ছে। তাছাড়া ভারতীয় সংসদের ওই ছবির ফলে গোটা বিশ্বেও দেশের ভাবমূর্তিতে প্রভাব পড়তে পারে বলেই ওয়াকিবহাল মহলের মত। তাই এ ব্যাপারে একটি বিশেষ কমিটি গড়া হয়েছে।
প্রাথমিকভাবে চর্চা চলছে, কেবলমাত্র প্রশ্নোত্তর পর্বই সরাসরি সম্প্রচার করা যেতে পারে। লোকসভা এবং রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বের সময় যেহেতু আলাদা সময়ে, তাই একটি চ্যানেল হলেও সেখানে দু’টি সভারই কার্যবিবরণী সরাসরি সম্প্রচারে কোনও সমস্যা নেই বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, সংসদ সদস্যদের নিয়মাবলিতেও বদল আনতে চলেছে লোকসভা। প্রাইভেট মেম্বার বিল আনার ক্ষেত্রে ইতিমধ্যেই নিয়ন্ত্রণের নিয়ম চালু হয়ে গিয়েছে। কোনও সদস্য একটি অধিবেশনে তিনটির বেশি প্রাইভেট মেম্বার বিল আনতে পারবেন না বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনেও দশটির বেশি সংশোধনী বা কাটমোশন আনা যাবে না বলেই জানিয়ে দিয়েছে লোকসভার সচিবালয়। এভাবে নতুন নতুন নিয়ম এনে এমপিদের অধিকার খর্ব করা হচ্ছে বলেই অভিযোগ করেছেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী।