পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
ভারত-প্রশান্ত মহাসাগর এমন একটি ভৌগোলিক অঞ্চল যেখানে রয়েছে ভারত মহাসাগর, দক্ষিণ-চীন সাগর সহ পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগর। এই গোটা অঞ্চলে আধিপত্য বিস্তার করছে চীন। কখনও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে নিজেদের বলে দাবি করেছে তারা। কখনও আবার নিজেদের জলসীমা লঙ্ঘন করে রণতরী পাঠিয়ে বিতর্ক উস্কে দিয়েছে। এই পরিস্থিতিতে চীনকে বাগে রাখতে সংশ্লিষ্ট অঞ্চলের তিন দেশ ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াকে কাছে চাইছে আমেরিকা। তাদের সঙ্গে গোয়েন্দা তথ্য আদানপ্রদান করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের সদস্য অ্যাডাম চিফ হলেন গোয়েন্দা সম্পর্কিত হাউস পার্মানেন্ট সিলেক্ট কমিটির চেয়ারম্যান। বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের পক্ষে জোর সওয়াল করেন তিনি। সেখানে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এই তিন দেশকে ‘ফাইভ আইস’-এর সঙ্গে আনার কথা বলেন অ্যাডাম। প্রসঙ্গত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, গ্রেট ব্রিটেন ও আমেরিকাকে নিয়ে তৈরি ‘ফাইভ আইস’ হল এমন একটি গোষ্ঠী যেখানে আন্তর্জাতিক চুক্তি মেনে নিজেদের মধ্যে গোয়েন্দা, সামরিক তথ্য আদানপ্রদান করা হয়।
অন্যদিকে, চীন ও রাশিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতকে গুরুত্বপূর্ণ সঙ্গী বলে উল্লেখ করেছে ওয়াশিংটন। শুক্রবার কাউন্সিল ফর ফরেন রিলেশনস-এর বৈঠকে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। সেই মর্মে আগামী সপ্তাহে ভারতের সঙ্গে মন্ত্রী পর্যায়ের ‘টু-প্লাস-টু’ বৈঠকে বসছে আমেরিকা। আগামী ১৮ ডিসেম্বর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে পেন্টাগনে বৈঠকে বসবেন এসপার। তারপর রাজনাথকে নিয়ে বিদেশ দপ্তরের হেডকোয়ার্টার ফগি বটম-এ যাবেন তিনি। সেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওকে নিয়ে রাজনাথের সঙ্গে টু-প্লাস-টু বৈঠকে বসবেন এসপার। এই নিয়ে দ্বিতীয়বার আমেরিকার সঙ্গে টু-প্লাস-টু বৈঠকে বসছে ভারত।