পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে পরমাণু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় উত্তর কোরিয়ার উপর আর্থিক অবরোধ জারি করেছে আমেরিকা। এই অবস্থায় অবরোধ তোলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। তিনটি বৈঠকের পরেও নিষেধাজ্ঞা তোলা নিয়ে কোনও ইতিবাচক সাড়া পাননি কিম। এই অবস্থায় পিয়ংইয়ংয়ের সঙ্গে পরবর্তী ধাপের আলোচনা সারতে দক্ষিণ কোরিয়া আসতে চলেছেন উত্তর কোরিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন প্রতিনিধি স্টিফেন বেইগুন। ওয়াকিবহাল মহলের ধারণা, সেই বৈঠকের আগে আমেরিকার উপর চাপ বাড়াতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সেরেছে উত্তর কোরিয়া।