পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) জোকা’র বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল। গত ৭ ও ৮ ডিসেম্বর দু’দিন ব্যাপী স্কুল ক্যাম্পাসেই অনুষ্ঠানটি হয়েছিল। বার্ষিক অনুষ্ঠানের নাম ছিল ‘ক্রিজালিস ২০১৯’। প্রথম দিন নার্সারি থেকে চতুর্থ শ্রেণী এবং দ্বিতীয় দিন পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নিয়েছিল। ছাত্র-ছাত্রীরা নাচ, গান, নাটক প্রভৃতিতে অংশ নেয়। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগের কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়। এবার বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাভারতী ফাউন্ডেশন শিলিগুড়ির প্রতিষ্ঠাতা রামবিলাস আগরওয়াল, ডিপিএস জোকা’র প্রো ভাইস চেয়ারপার্সন পবনকুমার আগরওয়াল, ডিপিএস জোকা’র ডিরেক্টর বেলা আগরওয়াল, ডিপিএস ফুলবাড়ি’র প্রো ভাইস চেয়ারপার্সন শরদ আগরওয়াল, ডিপিএস জোকার প্রিন্সিপাল ঋতুপর্ণা চট্টোপাধ্যায় প্রমুখ।
ইয়াং রাস্কিন বন্ড প্রতিযোগিতা
পার্ক স্ট্রিটের অ্যাপিজে স্কুলের আদৃত বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের দেবাঞ্জন রায় ও তৃথী বসু জয়ী হল ‘সার্চ ফর ইয়াং রাস্কিন বন্ড’ প্রতিযোগিতায়। আদৃত পেয়েছে সিনিয়র ক্যাটিগরিতে, দেবাঞ্জন ইন্টারমিডিয়েট ক্যাটিগরিতে এবং তৃথী প্রাথমিক বিভাগে জয়ীর সম্মান। গত ২৯ নভেম্বর অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া এই পুরস্কার বিতরণ করেন। ছিলেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের সভাপতি মহুয়া দাস। ৮৪টি বিদ্যালয়ের চার হাজারেরও বেশি ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। চূড়ান্ত বিভাগের লেখাগুলি মনোনীত করেন রাস্কিন বন্ড স্বয়ং।
গুরবচন সিং সোন্ধি গার্লস স্কুল
গুরবচন সিং সোন্ধি গার্লস স্কুল উদযাপন করল ‘এস পি এস সোন্ধি দ্বাদশতম কো-ফাউন্ডার্স ডে’। চেতলার অহীন্দ্র মঞ্চে অনুষ্ঠানটি হয়েছিল গত ৭ ডিসেম্বর শনিবার। শুরু হয়েছিল সকাল ১০টা থেকে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কলকাতার প্রাক্তন শেরিফ উৎপল চট্টোপাধ্যায়। এদিন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলেরই ছাত্রীরা। ক্যুইজ, বিতর্কসভা, অভিনয় প্রভৃতি প্রতিযোগিতা উপস্থিত দর্শকদের নজর কাড়ে। এছাড়াও এআইএসএসই-তে উল্লেখযোগ্য ফল করা ছাত্রীদের পুরস্কৃত করা হয়। ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন স্কুলের প্রিন্সিপাল মানবিন রাজপাল। ছবি: সুফল ভট্টাচার্য