Bartaman Patrika
গল্পের পাতা
 

পুণ্য ভূমির পুণ্য ধূলোয় 
গিরিতীর্থ হিংলাজ, পর্ব-১৯

এবার গিরিতীর্থ হিংলাজে যাওয়া যাক। ভারতের বিভিন্ন স্থানে বিশেষ করে গুজরাত প্রদেশে হিংলাজ মাতার মন্দির আছে। তবে সে সবের সন্ধান আমার জানা নেই। দৈবকৃপায় আমি যে দুটি স্থানে গিয়ে পড়েছিলাম তারই বর্ণনা দেব।
কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে আমি মরুতীর্থ হিংলাজের লেখক অবধূতের ঘনিষ্ঠ সান্নিধ্যে ছিলাম। তাই স্বাভাবিকভাবেই হিংলাজ দর্শনের সুপ্ত বাসনা আমার মনের মধ্যে ছিল। করাচির নাগনাথ আখড়া থেকে লাসাবেলার মরুপ্রান্তর পার হয়ে হিংলাজ যাত্রা আমার সাধ্যাতীত। তাই অন্যভাবে হিংলাজ দর্শন অপ্রত্যাশিতভাবে হয়েই গেল আমার।
কাথিয়াবাড়ের অন্তর্গত পার্বত্য পলিটানা বা পালিতানার সিদ্ধাচলই হল গিরিতীর্থ হিংলাজ। সমুদ্রতল থেকে এর উচ্চতা ২ হাজার ৮৭৭ ফুট। এই সিদ্ধাচলে আছে এক হাজারটি মন্দির। বর্তমানে মন্দিরের সংখ্যা আরও বেড়েছে।
গুজরাত পরিক্রমায় আমি আমেদাবাদ থেকে ভাবনগরের ট্রেনে চেপে শিহর জংশনে এসেছিলাম। সেখান থেকে দু’বগির একটি ট্রেনে পালিতানা। দারুণ সুন্দর পরিবেশ সেখানকার। থাকার জন্য হোটেল, ধর্মশালা কোনও কিছুরই অভাব নেই। জৈনদের বিশ্বাস, এই পুণ্যভূমিতে মন্দির নির্মাণ করলে মহানির্বাণের পথ সুগম হয়।
১৯৮০ সালের কথা। আমি সিদ্ধাচল শিখরে পৌঁছনোর জন্য খুব সকালে রওনা দিয়ে পর্বতারোহণ শুরু করলাম। বেশ কিছুটা উচ্চস্থানে ওঠার পর এক জায়গায় বাঁকের মুখে একটু নির্জন ও প্রশস্ত স্থান দেখে বসে পড়লাম। পাশেই পাহাড়ের গায়ে পাথরে খোদাই করা একটি মন্দিরে রক্তবস্ত্র পরিহিতা এক দেবীমূর্তি রয়েছে দেখলাম। দেবীর সামনে ধূপ জ্বলছে। কিছু ফুল ছড়ানো আছে। গুজরাতি ভাষায় লেখাও আছে কী যেন।
এমন সময় বিশাল বপু এক কাথিয়াবাড়ি যাত্রী লাঠিতে ভর করে সেখানে এসে বসলে তাঁকে জিজ্ঞেস করলাম, ‘এখানে ইনি কোন দেবী?’
উনি হাঁফাতে হাঁফাতে বললেন, ‘হিংলাজ কি হাদো।’
একটু পরেই একজন পূজারিণী এলেন। তাঁকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, ‘হ্যাঁ। মরুতীর্থের হিংলাজ এখানে গিরিতীর্থে অধিষ্ঠিতা। আমার অন্তর যেন কেঁপে উঠল। হিংলাজে তো সতীর ব্রহ্মরন্ধ্র পড়েছিল। কিন্তু এখানে? পূজারিণীর মুখে যা শুনলাম তা হল এই —
অতি প্রাচীনকালে করাচির এক বনে হিঙ্গল নামে এক রাক্ষস বাস করত। ওই বন পার হয়ে মরুতীর্থে গমনকারী সমস্ত তীর্থযাত্রীকেই বিনাশ করত সে। একবার ওই রাক্ষস এক সাধুকে আক্রমণ করেছিল। সাধু প্রাণভয়ে ভীত হয়ে কাতরকণ্ঠে দেবী অম্বিকার স্তব করতে লাগলেন। সাধুর স্তবে প্রসন্না হয়ে দেবী আবির্ভূতা হলেন এবং ভয়ঙ্করী মূর্তি ধারণ করে বিনাশ করলেন হিঙ্গলকে। মৃত্যুকালে হিঙ্গল দেবীর কাছে বর প্রার্থনা করেছিল, ‘হে মা অম্বিকে! তোমার হাতে মৃত্যুবরণ করে আমি উদ্ধারপ্রাপ্ত হলাম। আমার অন্তিম কামনা এই যে যেখানে কোনও হিংসা নেই সেই স্থানে তুমি আমার নামে অধিষ্ঠিতা হও। দেবী অম্বিকা তখন থেকেই মরুতীর্থে ও অহিংসার পুণ্যভূমি সিদ্ধাচলে হিংলাজ নামে অধিষ্ঠিতা আছেন।
এরপর আর একবার হিংলাজ মাতার দর্শন পেলাম ২০১২ সালে ভুজ থেকে নারায়ণ সরোবরে যাওয়ার পথে মাতা নো মঢ়-এ। এখানে আশাপুরা মাতার মন্দির আছে। সেই মন্দির দর্শন করতে গিয়ে হিংলাজ দর্শন হয়ে গেল। স্থানটি কচ্ছের রন অঞ্চলের মরুময় প্রান্তরে। সুন্দর তোরণ বিশিষ্ট রম্য মন্দির। সিদ্ধাচলের সেই মন্দিরের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়।
ভাবাবেগে আপ্লুত হয়েই আমি মন্দিরে প্রবেশ করলাম। এখানকার যিনি পূজারী তাঁর হাতে যৎসামান্য প্রণামী দিয়ে জিজ্ঞেস করলাম, ‘পণ্ডিতজি, লাসাবেলার মরুভূমির মা কচ্ছের এই মরুভূমিতে এলেন কী করে?’
পণ্ডিতজি বললেন, ‘তাহলে শুনুন, কচ্ছের এক শাসক মহারাও দ্বিতীয় দেশলজি একবার হিংলাজ যাত্রা করবেন বলে লোকজন সহ এখানে এসেছিলেন। তা এখানকার পীঠাধীশ তখন রাজাবাবা। তিনি মহারাওকে বললেন, ‘মহারাজ, বর্তমান সময়ে রাজ্যের পরিস্থিতি কী তা আপনি জানেন। অতএব এই সময় আপনার বিদেশযাত্রা না করাই ভালো।’
দেশলজি পীঠাধীশের কথা অমান্য করলেন না, ব্যথিত হৃদয়ে যাত্রা স্থগিত করে রয়েই গেলেন। সে রাতে মহারাও স্বপ্নে দর্শন পেলেন দেবীর, হিংলাজ মাতা তাঁকে দর্শন দিয়ে বললেন, ‘আমার অদর্শনে তুমি কাতর হয়েছ তা বুঝতেই পারছি। সে জন্য তোমাকে দর্শন দেব বলে আমি এখানকার পাহাড় চূড়ায় অবস্থান করছি।
তুমি কাল প্রত্যুষে গিরিশিখরে এলেই আমার দর্শন পাবে। তোমারই কারণে ওখানে আমি অধিষ্ঠিতা হব। ওই গিরিচূড়ায় এলে তুমি পাশাপাশি দুটি শিলা দেখতে পাবে। সেই শিলা দুটি আমারই শিলাময় রূপ। ওই শিলা দিয়ে তুমি আমার দুটি মূর্তি নির্মাণ করবে। তার একটি প্রতিষ্ঠা করবে ওই পাহাড়ের মাথায়। অন্যটি এখানে আশাপুরা মন্দিরের কাছে, যে সমস্ত যাত্রী পাহাড়ে উঠতে পারবে না তারা নীচেই আমাকে দর্শন করবে। আমি দু’জায়গাতেই স্বমহিমায় বিরাজ করব।’
স্বপ্ন দর্শন করেই মহারাও ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পাহাড়ের মাথায় উঠে পাশাপাশি দুটি শিলা দর্শন করলেন। তাঁর আদেশে ভাস্কররা সেই পাথর কুঁদে তৈরি করলেন হিংলাজ মাতার মূর্তি। দেবীর নির্দেশ মতো সেই পর্বতের উপরে ও নীচে দুটি রম্য মন্দির নির্মাণ করিয়ে হিংলাজ মাতার মূর্তি প্রতিষ্ঠা করলেন। এখন শত শত যাত্রী যাঁরা লাসাবেলার মরুতীর্থে যেতে পারেন না, তাঁরা কচ্ছের মরুতীর্থেই হিংলাজ মাতাকে দর্শন করেন।
কাহিনী শুনে দেবীপ্রণাম সেরে পাহাড়ওয়ালি হিংলাজ মাতাকে দর্শন করতে চললাম। কচ্ছের মরুপ্রান্তরে এ এক অন্য অভিজ্ঞতা। সঙ্গে গাড়ি ছিল, তাই অসুবিধে হল না। না হলে গিরিশিখরে উঠতে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হতো। মন্দিরের দ্বার তখন বন্ধ ছিল। তবে লোহার গরাদের ফাঁক দিয়ে দেবীকে দর্শন করলাম। এরপর এখানকার মরুময় প্রান্তরের রুক্ষ রূপ দেখে এগিয়ে চললাম নারায়ণ সরোবরের দিকে। (ক্রমশ)
14th  July, 2019
পুণ্য ভূমির পুণ্য ধূলোয়
মরুতীর্থের দেবী, পর্ব ২০
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

 আমার বারো বছর বয়সের সময় বাবা-মায়ের সঙ্গে তীর্থযাত্রায় গিয়ে দ্বারকা থেকে ফেরার পথে ভাটিয়া স্টেশনে নেমে সমুদ্রের খাড়ি পার হতে হয়েছিল। ওখান থেকে গন্তব্য ছিল সুদামাপুরী (পোরবন্দর)। পথে যেতে যেতে এক জায়গায় বাসযাত্রীরা সবাই নেমে পড়লেন এক জাগ্রতা দেবীকে দর্শন করবার জন্য।
বিশদ

21st  July, 2019
ছায়া আছে কায়া নেই
অপূর্ব চট্টোপাধ্যায়

 একদিন মিউগেন্স সাহেবকে বললাম, আমি বাড়িতে মাঝে মাঝে মিডিয়াম হয়ে ‘স্পিরিটের’ সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু খুব ভালো পারছি বলে মনে হচ্ছে না। মিউগেন্স সাহেবের গম্ভীর মুখের দিকে তাকিয়ে আবার বললাম, — অথচ বিলেতের কাগজে পড়েছি, এফিসিয়েন্ট মিডিয়ামের সাহায্যে তারা একান্ত আপনজনের স্পিরিট নিয়ে আসছে....
বিশদ

21st  July, 2019
এমনি বরষা ছিল সেদিন
ছন্দা বিশ্বাস

দশ দিন হতে চলল অর্ণব ঠাকুরপোকে পাওয়া যাচ্ছে না। অনিকেতের ছেলেবেলার বন্ধু অর্ণব। আমার বিয়ের পরে বেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেছে। তারপর বহুদিন আর দেখা হয়নি। মাঝখানে হঠাৎ একদিন এসেছিল আমাদের বাড়িতে। সেও বেশ কিছুদিন হতে চলল। অনিকেত শুনলাম থানায় একটা মিসিং ডায়েরি করেছে।
বিশদ

14th  July, 2019
ছায়া আছে কায়া নেই
অপূর্ব চট্টোপাধ্যায়

 প্যারীচাঁদ মিত্র সেইসময় কলিকাতার বেঙ্গল লাইব্রেরির (বর্তমানে জাতীয় গ্রন্থাগার) সম্পাদক ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি পরলোক চর্চা নিয়ে অতিশয় মেতে উঠলেন। লাইব্রেরির সংগ্রহশালায় থাকা পরলোকতত্ত্ব সম্বন্ধীয় বিভিন্ন পুস্তক ও প্রবন্ধাদি পাঠ করতে শুরু করলেন। বিশদ

14th  July, 2019
ছায়া আছে কায়া নেই

অপূর্ব চট্টোপাধ্যায়: জোড়াবাগান থানার বিপরীতে নিমতলার বিখ্যাত মিত্র বাড়ির এই দুপুরের সময়টা বউদের বড়ই ব্যস্ততার মধ্যে কাটে। এই বাড়ির প্রখ্যাত, রাশভারী শ্বশুরমশাই পুজো সেরে এখনই খেতে বসবেন।   বিশদ

07th  July, 2019
পুণ্য ভূমির পুণ্য ধুলোয়
অমরকণ্টক  পর্ব-১৮

ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়: বিন্ধ্যপর্বতের যে অংশটির নাম মেকল বা মৈকল, তীর্থভূমি নর্মদার সেই স্থানই অমরকণ্টক। শুধু তীর্থভূমি নয়, অমরকণ্টক হল সৌন্দর্যের খনি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনাতীত।  বিশদ

07th  July, 2019
শাল-পিয়ালের চুপকথা 

সুপর্ণা সেনগুপ্ত: পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চল বাগমুণ্ডি। আকাশ যেখানে গল্প করে মেঘের সঙ্গে। ঘন জঙ্গল, পাহাড় আর ঝর্ণা ঘেরা ছোট ছোট গ্রাম, আঁকা থাকে নীল আকাশের ক্যানভাসে। বর্ষায় সেখানে নদীর জল ছাপিয়ে যায়।   বিশদ

07th  July, 2019
পুণ্য ভূমির পুণ্য ধুলোয় 

ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়: মধ্যপ্রদেশের গুণা জেলায় সুন্দরী চান্দেরিতে এক বনময় পর্বতের গুহায় দেবী জাগেশ্বরীর অধিষ্ঠান। ইনি শুধু দেবী নন, মহাদেবী। মাত্র ২০০ মিটার উঁচু এই দুর্গ শহরের আকর্ষণ ঐতিহাসিক গুরুত্ব, দেবী মহিমা ও লোভনীয় চান্দেরি শাড়ির জন্য।  বিশদ

30th  June, 2019
ছায়া আছে কায়া নেই 

অপূর্ব চট্টোপাধ্যায়: ঋষি এবং তাঁর স্ত্রী খুব ভালো মিডিয়াম— এই কথাটা শুনে শরৎচন্দ্র হাসতে হাসতে ভাইয়ের কাছে জানতে চাইলেন, তুমি কী করে জানলে তাঁরা খুব ভালো মিডিয়াম?
গিরীন্দ্রনাথ বললেন, আমি এবং আমার বন্ধু রায়সাহেব হরিসাধন মুখোপাধ্যায় তাঁদের সঙ্গে প্ল্যানচেটে বসেছিলাম। বিশদ

30th  June, 2019
মোম জোছনা 

সঞ্জয় রায়: ‘হেই, হ্যাট্‌-হ্যাট্‌-হ্যাট্‌, যাঃ যাঃ-যাঃ। উঃ, দ্যাকো দিকিনি উঠোনটা খালি খালি নোংরা করে। অ্যাই, যাঃ-যাঃ-যাঃ।’ কুসুম সক্কালবেলায় হাঁসের দলটাকে উঠোন থেকে তাড়াচ্ছিল। দীননাথ দাওয়ায় বসে কুসুমের ছলকে পড়া যৌবনটাকে জরিপ করছিল।  বিশদ

30th  June, 2019
পুণ্য ভূমির পুণ্য ধুলোয়
সিদ্ধপীঠ জলপা, পর্ব-১৬
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

 মৈহরপীঠ দর্শনের পর সে রাতটা মৈহরেই কাটালাম। পরদিন সকাল সাড়ে সাতটার ইন্টারসিটি এক্সপ্রেসে ঘণ্টাখানেকের মধ্যেই কাটনিতে। মধ্য রেলওয়ের কাটনি একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। এ যাত্রায় আমি ঘরমুখো হব বলেই কাটনিতে এলাম। কেন না এখানে ট্রেন একটু বেশিক্ষণ দাঁড়ায় তাই।
বিশদ

23rd  June, 2019
ছায়া আছে কায়া নেই
১৬
অপূর্ব চট্টোপাধ্যায়

 গিরীন্দ্রনাথ সরকার। সাহিত্যিক হিসেবে তেমন খ্যাতি অর্জন করতে না পারলেও, তিনি ছিলেন একজন প্রখ্যাত ভূপর্যটক। পৃথিবীর প্রায় সব দেশই তাঁর ঘোরা ছিল। বহুকাল তিনি সরকারি কন্ট্রাক্টর হিসেবে ব্রহ্মদেশে কাজ করেছিলেন। আর এইসময়ই তাঁর সঙ্গে পরিচয় হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
বিশদ

23rd  June, 2019
ছায়া আছে কায়া নেই
অপূর্ব চট্টোপাধ্যায় 

১৫
নিস্তব্ধ নির্জন ঘর, দেবতা বিশ্রাম করছেন খাটে। ঘরের এককোণে চুপ করে বসে আছেন মতিলাল। প্রদীপটা তখনও মিটমিট করে জ্বলছে। সময় যেন আর কাটতেই চাইছে না। মাঝে একটু তন্দ্রাচ্ছন্ন মতো হয়ে পড়েছিলেন মতিলাল। সেই রেশ কাটাতে তিনি ঘরের ভেতর পায়চারি করতে শুরু করলেন।  
বিশদ

16th  June, 2019
পুন্য ভূমির পুন্য ধুলোয়
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় 

মৈহর পীঠ, পর্ব-১৫
মৈহর হল মধ্যপ্রদেশের সাতনা জেলা তহশিলের এক প্রসিদ্ধ দেবীস্থান। একান্ন পীঠের অন্তর্গত পীঠ না হলেও উপপীঠ। এখানে সতীর দেহাংশ নয় কণ্ঠহার পড়েছিল। এই পুণ্যভূমিতেই ত্রিকূট পর্বতের চূড়ায়। সতীমাঈ কি হার। তাই থেকেই মাঈহার, মৈহার ও বর্তমানে মৈহর।  
বিশদ

16th  June, 2019
একনজরে
 ওয়াশিংটন, ২১ জুলাই (পিটিআই): ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে আসার পর থেকেই ক্রমশ ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছিল ওয়াশিংটনের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান কঠোর পদক্ষেপ নিচ্ছে না, মূলত এই অভিযোগে তাদের সামরিক সাহায্য করাও বন্ধ করে দেয় আমেরিকা। ...

সঞ্জয় গঙ্গোপাধ্যায়, কলকাতা: এবার ‘বুথে চলো’। ২০২১-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথস্তর থেকে সংগঠন ঢেলে সাজার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ডাক দিয়েই ক্ষান্ত হননি ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার ছুটির দিন, রাস্তায় যানবাহনও কম। তাই ২১ জুলাইয়ে যান সামলাতে তেমন চ্যালেঞ্জের মুখে পড়তে হল না কলকাতা পুলিসকে। উত্তর থেকে দক্ষিণ, ...

সংবাদদাতা, কালনা: নবম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে রুখলেন স্কুলের শিক্ষিকারা। ঘটনা ঘটেছে কালনার বৈদ্যপুর রাজরাজেশ্বর বালিকা বিদ্যালয়ে। নাবালিকাকে পুলিসের সহযোগিতায় উদ্ধার করা হয়। নাবালিকার পরিবার মেয়ের ১৮বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে মুচলেকা দেয়।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৪: সাহিত্যিক প্যারীচাঁদ মিত্রের জন্ম
১৮৪৭: সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম
১৯১৮: ভারতের প্রথম যুদ্ধবিমানের পাইলট ইন্দ্রলাল রায়ের মৃত্যু প্রথম বিশ্বযুদ্ধে
১৯২৩: সঙ্গীতশিল্পী মুকেশের জন্ম
১৯৪৮: চিত্রশিল্পী হেমেন্দ্র মজুমদারের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৭.৯৫ টাকা ৬৯.৬৪ টাকা
পাউন্ড ৮৪.৭৭ টাকা ৮৭.৯২ টাকা
ইউরো ৭৬.১০ টাকা ৭৯.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
20th  July, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৫,৫২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৩,৭০৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৪,২১০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,৫৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪০,৬৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
21st  July, 2019

দিন পঞ্জিকা

৫ শ্রাবণ ১৪২৬, ২২ জুলাই ২০১৯, সোমবার, পঞ্চমী ২২/২২ দিবা ২/৪। পূর্বভাদ্রপদ ১৩/১৩ দিবা ১০/২৪। সূ উ ৫/৭/১৮, অ ৬/১৮/৩৬, অমৃতযোগ দিবা ৬/৫৩ মধ্যে পুনঃ ১০/২৪ গতে ১/২ মধ্যে। রাত্রি ৭/১ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/২১ গতে ২/১৪ মধ্যে, বারবেলা ৬/৪৬ গতে ৮/২৫ মধ্যে পুনঃ ৩/১ গতে ৪/৪০ মধ্যে, কালরাত্রি ১০/২২ গতে ১১/৪৩ মধ্যে। 
৫ শ্রাবণ ১৪২৬, ২২ জুলাই ২০১৯, সোমবার, পঞ্চমী ১৪/২০/৫৯ দিবা ১০/৫০/২১। পূর্বভাদ্রপদনক্ষত্র ৮/২৮/৩৩ দিবা ৮/২৯/২২, সূ উ ৫/৫/৫৭, অ ৬/২১/৩৯, অমৃতযোগ দিবা ৬/৫৬ মধ্যে ও ১০/২৪ গতে ১/০ মধ্যে এবং রাত্রি ৬/৫৬ গতে ৯/৮ মধ্যে ও ১১/২০ গতে ২/১৬ মধ্যে, বারবেলা ৩/২/৪৩ গতে ৪/৪২/১১ মধ্যে, কালবেলা ৬/৪৫/২৫ গতে ৮/২৪/৫২ মধ্যে, কালরাত্রি ১০/২৩/১৬ গতে ১১/৪৩/৪৮ মধ্যে। 
১৮ জেল্কদ 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে পারেন। বৃষ: বিবাহের সম্ভাবনা আছে। মিথুন: ব্যবসায় ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৪: সাহিত্যিক প্যারীচাঁদ মিত্রের জন্ম১৮৪৭: সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম১৯১৮: ভারতের ...বিশদ

07:03:20 PM

  সল্টলেকের বিএসএনএল-এর অফিসে আগুন
সল্টলেকের ১৩ নম্বর ট্যাঙ্কের বিএসএন এল-এর নোভাল সেন্টারে আগুন লেগেছে। ...বিশদ

09:50:50 PM

বরানগর জুট মিলে আগুন, অকুস্থলে দমকলের ৪টি ইঞ্জিন 

07:18:32 PM

কালিকাপুরে সোনার গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার পরিচারিকা 

06:20:00 PM

মহেশতলায় দুটি গাড়ির সংঘর্ষ, আহত ৬ 
অটো এবং ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ছ’জন। জানা গিয়েছে, ...বিশদ

06:18:00 PM