বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
এই ছবির কাস্টিং চূড়ান্ত হওয়া এখনও বাকি। তবে জ্যাকলিনের ঘনিষ্ঠ মহলের কথা অনুসারে নিজের প্রথম প্রযোজিত ছবিতে অভিনেত্রী নিজেই একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন। অ্যাকশনদৃশ্যে চ্যালেঞ্জিং অবতারেই দেখা যাবে তাঁকে। আর সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলসে গিয়ে অভিনয়ের ওয়ার্কশপের পাশাপশি জ্যাকলিন যে মার্শাল আর্টস ও অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছেন সে কথা তিনি নিজেও স্বীকার করেছেন। তাই অনকেইে মনে করছেন এই ছবির জন্যই জ্যাকলিনের এহেন প্রস্তুতি। ছবিটি নিয়ে অভিনেত্রীর মুখ খোলার অপেক্ষায় রয়েছেন সবাই। এখন প্রযোজকের ভূমিকায় জ্যাকলিন কতটা সফল হবেন তার জন্য অপেক্ষা করতেই হবে।