বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
প্রসঙ্গত, গত বছর দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনে দুই ছাত্র গুলিতে নিহত হয়। তাপস বর্মন ও রাজেশ সরকার নামে ওই দুই ছাত্রের মৃত্যুতে গোটা রাজ্যে তোলপাড় হয়েছে। অন্যদিকে দুই বছর আগে ৮ জুলাই চোপড়ার মাঝিয়ালি পঞ্চায়েতের চাতরাগছ প্রাইমারি স্কুলের মাঠে বিজেপির বিস্তারক যোজনার সভা চলছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। হামলার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজেপি কর্মী অরেন সিংহের। এই তিন পরিবারের লোকেরাই রবিবার সন্ধ্যায় একসঙ্গে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন।