বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
এদিন নিগমবোধ ঘাটে রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হয় শীলা দীক্ষিতের (৮১)। তাঁকে নিজের দিদি তুল্য জানিয়ে সোনিয়া বলেন, ‘শীলার মৃত্যু কংগ্রেসের কাছে বড় ক্ষতি।’ এর আগে তাঁর বাসভবন নিজামুদ্দিনে গিয়ে শীলাকে শ্রদ্ধা জানান এল কে আদবানি, সুষমা স্বরাজ। শনিবার দিল্লি বিজেপি প্রধান মনোজ তিওয়ারিকে নিয়ে নিজামুদ্দিনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, শনিবার দুপুর ৩টে ৫৫ মিনিট নাগাদ দিল্লির এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন শীলা দীক্ষিত। ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ১৫ বছর মুখ্যমন্ত্রী ছিলেন শীলা।