বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
কোল্লাম জেলা থেকে তামিলনাড়ুর নিখোঁজ মৎস্যজীবীদের মধ্যে সহায়রাজু নামে ৫৫ বছর বয়সি একজনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই মৎস্যজীবী এখনো নিখোঁজ। তাঁরা সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছতে পেরেছেন বলেই মনে করছে উপকূলীয় থানার পুলিস। তাঁদের খোঁজে তল্লাশি জারি রেখেছে উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ এবং মেরিন এনফোর্সমেন্টের দু’টি নৌকা। কোট্টায়ামের মীনাচিল নদী থেকে নিখোঁজ মানেশ সেবাস্টিয়ানের দেহ উদ্ধার করেছে নৌবাহিনী। তিরুভাল্লায় মাছ ধরতে গিয়ে পিছলে মনিমালা নদীতে পড়ে মৃত্যু হয়েছে কোশ ভার্গেস (৫৩) নামে এক ব্যক্তির। শুক্রবার কোল্লামে নারকেল গাছ পড়ে মারা গিয়েছেন ৫৪ বছর বয়সি দিলীপ কুমার। এছাড়া ফোর্ট কোচি সমুদ্রসৈকতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছেন একজন।