বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
এদিন আলি রেজা বলেন, বামের মানুষ সরে রামে এসেছে। লোকসভা ভোট সেটা জানান দিয়েছে। এখন নেতারাও সরতে চাইছেন। তাছাড়া এই মুহূর্তে তৃণমূলকে হটাতে পারে একমাত্র বিজেপি। তাই সিপিএম ছেড়ে বিজেপিতে আসা। এব্যাপারে সিপিএমের জেলা কমিটির সদস্য দুকড়ি রাজবংশী বলেন, কিছুদিন আগে থেকেই উনি বিজেপি করেছেন। পঁচিশ দিন আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওঁকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। পদের মোহ থেকেই আলি রেজা সাম্প্রদায়িক দলে নাম লেখালেন।
অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায় বলেন, দলে আতিউল্লা শেখের তেমন কোনও ভূমিকা ছিল না। কিছু পাওয়ার আশাতেই তিনি দলবদল করলেন। তৃণমূলের মুরারই-২ ব্লক সভাপতি আবতাবউদ্দিন মল্লিক বলেন, এদিন আমাদের একজন কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। তবে তিনি কোনও পদে ছিলেন না। এর আগেও তিনি বিভিন্ন দল করেছেন। তাঁর চলে যাওয়ায় দলের কোনও ক্ষতি হবে না।