বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
অন্যদিকে সঞ্জয় মারাঠি ছবি প্রযোজনার সঙ্গেও জড়িয়েছেন। কিছুদিন আগেই নিজের প্রযোজিত মারাঠি ছবি ‘বাবা’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ছিলেন সস্ত্রীক সঞ্জয়। সেখানে এক সাংবাদিক তাঁকে বয়স বাড়ার সঙ্গে ছবি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন। মেলে সঞ্জয়সুলভ উত্তর। সঞ্জু বলেন, ‘দাড়ি সাদা হয়েছে। এখন নায়িকা বা গাছের সঙ্গে নাচতে পারব না। কিন্তু মেল গিবসন বা ডেঞ্জেল ওয়াশিংটনের মতো অভিনয় করতে চাই।’