বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
শুধু দেখা গিয়েছে বললে ভুল বলা হবে, এক চিত্রগ্রাহক তো ছবিও তুলেছেন। সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে পরিচালকের বাড়ির সামনে গাড়িতে বসে রয়েছেন রণবীর ও দীপিকা। লাভ ফিল্মসের শেষ ছবি ছিল অজয় দেবগণ, রকুল প্রীত সিং এবং টাবু অভিনীত ‘দে দে পেয়ার দে’। ছবিটি বাণিজ্যিকভাবে বেশ সফল। আবার বিভিন্ন রকমের মজার ছবি যেমন, ‘সনু কে টিটু কি সুইটি’ কিংবা ‘পেয়ার কা পঞ্চনামা’ও এই সংস্থার ব্যানারেই তৈরি।
একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, একটি ছবিতে রণবীর এবং দীপিকার সঙ্গে অজয় দেবগণও থাকবেন। সেখানে রণবীরের বাবার চরিত্রে অজয় অভিনয় করতে চলেছেন। চলতি বছরের শেষের দিকে এই ছবির শ্যুটিং শুরু হবে বলে খবর। প্রযোজনা সংস্থার সোশ্যাল সাইটে বেশ কিছুদিন আগে জানানো হয়েছিল এই ছবি আগামী বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে।