বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
এই বিষয়ে আরও একটু আলোকপাত করে তিনি জানান, এক সেলেব্রিটির সঙ্গে তাঁর এক সময়ে সম্পর্ক ছিল। এই বিষয়ে তো কেউ কিছুই জানত না। কিন্তু এই কে সেই সেলেব্রিটি, তিনি স্পষ্ট জানিয়েছেন নাম তো বলবেনই না এমনকী এই সম্পর্কের বিষয়ে কোনও বিস্তারিত কথাও বলবেন না। বিয়ের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, অভিনেত্রীর বাবা-মা তাঁদের জামাই হিসেবে একজন ‘সুশীল লড়কা’-কে পছন্দ করবেন। কিন্তু ইন্ডাস্ট্রি থেকে এই তকমা পাওয়ার মতো কেউ নেই, এমনটাই দাবি অভিনেত্রীর। সম্পর্ক হলে কিন্তু সম্পর্ক ভাঙার গল্পও থাকবে। সোনাক্ষী তো আগেই বলেছেন, এই সম্পর্ক নিয়ে তিনি কিছু বলবেন না। তবে তিনি বলেছেন, তাঁর প্রেমিক যদি কোনওদিন তাঁর সঙ্গে চিটিং করেন তাহলে পরের দিনের সূর্যটা তাঁর আর দেখা হবে না।