বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
‘রাজি’ ছবির পরে মেঘনার ইচ্ছে ছিল একটি পুরুষকেন্দ্রিক ছবি তৈরি করবেন। তিনি ফিল্ড মার্শাল শাম ম্যানেকশর বায়োপিক করবেন বলে ঠিক করেছিলেন। সেই চরিত্রে রণবীরের অভিনয় করার কথা ছিল। সূত্রের খবর, এই বিষয়ে মেঘনার চিত্রনাট্য থেকে শুরু করে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। তাঁরা এই বিষয়ে কথা বলার জন্য দেখাও করেছিলেন। রণবীর এই প্রজেক্ট নিয়ে মারাত্মক রকমের আগ্রহী ছিলেন। তাহলে সমস্যা কোথায়? চিত্রনাট্য পড়ার দিন যখন ঠিক হল, রণবীরের হাতে আর সময় নেই। ওদিকে মেঘনাও আর অপেক্ষা করতে পারবেন না। সময় নষ্ট না করেই মেঘনা তাঁর পরের কাজ শুরু করে দেন। সেই কাজই হল দীপিকার ‘ছপাক’।
এই ছবির শ্যুটিং এখনও বেশ খানিকটা বাকি রয়েছে। তার কারণ দীপিকা তো লন্ডনে গিয়েছেন ‘৮৩’ ছবিতে কপিল দেবের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করবেন বলে। আর এদিকে রণবীরের কপালে আর শাম মানেকশর চরিত্রে অভিনয় করা হল না। সেই জায়গায় মেঘনা ভিকি কৌশলকে বেছে নিয়েছেন। মেঘনার পরিচালনায় ভিকি ‘রাজি’ ছবিতে আলিয়া ভাটের পাকিস্তানি স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন। রণবীরের সময় না থাকায় মেঘনা ‘ছপাক’ শুরু করলেন। সেই ছবির শ্যুটিংও প্রায় শেষের পথে। কিন্তু রণবীরের আর মানেকশর চরিত্রে অভিনয় করা হল না। একেই বোধহয় ভবিতব্য বলে।