সংবাদদাতা, দার্জিলিং: রবিবার ভোরে বনদপ্তর মিরিকের কাছে নেপাল সীমান্তে চিতাবাঘের চামড়া সহ দুই যুবককে গ্রেপ্তার করে। বনদপ্তর জানিয়েছে, ধৃত দুই যুবকের নাম প্রাণেশ সুব্বা ও আনন্দ তামাং। এদিন বনদপ্তরের সিংঘালিলা রেঞ্জের কর্মীরা চিতাবাঘের চামড়া সহ ওই দু’জনকে হাতেনাতে ধরে। মিরিকের রংভাংবস্তি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দার্জিলিং শহর থেকে ৩৫ কিমি দূরে জায়গাটি নেপাল সীমান্তে অবস্থিত। বিট অফিসার স্বপন হিংম্যাং বলেন, ধৃত প্রাণেশ চিতাবাঘ মেরে সেটির চামড়া তার এক বন্ধুর বাড়িতে লুকিয়ে রেখেছিল। রংভাংবস্তি থেকে ধৃত প্রাণেশের বন্ধু আনন্দ তামাংয়ের বাড়ি ২২ কিমি দূরে রামজিতে। পরে রামজিতে গিয়ে চামড়া সহ আনন্দ তামাংকেও বনকর্মীরা গ্রেপ্তার করে।
রবিবার বনদপ্তর ধৃত দুই যুবককে দার্জিলিং সদর থানার হাতে তুলে দেয়। আজ, সোমবার ধৃতদের আদালতে পাঠানো হবে। বনদপ্তরের ওই বিট অফিসার জানান, ঘটনার সবিস্তার তদন্তের স্বার্থে আদালতের কাছে ধৃতদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে।