বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
ডন লিখছে, পাকিস্তানের রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখার জন্য দেশটির রাজনীতিক ও সেনাকর্তাদের বিশেষ সুবিধা ও ‘স্নেহের চোখে’ দেখা সৌদির পুরনো রেওয়াজ। সেই হিসেবে ইমরানকে সৌদি সরকার বিশেষ সমাদর করেছে। তবে এটার স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে। পাকিস্তানে এখন টালমাটাল পরিস্থিতি। ৭৩ বছরের ইতিহাসে সবচেয়ে নোংরা নির্বাচনে জিতে আসা ইমরান খানের নির্বাচনী প্রচারের স্লোগান ছিল ‘নয়া পাকিস্তান’, কিন্তু প্রধানমন্ত্রিত্বের এক বছর পেরলেও তাঁর নতুন পাকিস্তান গড়ার স্বপ্ন অধরাই। অনেক প্রতিশ্রুতি থেকে সরে গিয়েছেন তিনি। এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা কী? পাক সাংবাদিক তাহা সিদ্দিকি আল-জাজিরায় এক নিবন্ধে লিখছেন, গত এক বছরে পাকিস্তানের অর্থনীতির বারোটা বেজে গিয়েছে। মুদ্রার মান ক্রমশ নামছে এবং এক বছরে ৩৫ শতাংশ নেমেছে। এজন্য ইমরানকে মন্ত্রিপরিষদও রদবদল করতে হয়েছে। অর্থসঙ্কটের সমাধানে তিনি বারবার যাঁর প্রশংসা করেছেন, সেই অর্থমন্ত্রীকেও বরখাস্ত করেছেন! ইমরান নির্বাচনী প্রচারে বিদেশি ঋণ ছাড়াই অর্থনীতির উত্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ, তাঁর সরকার মাত্র এক বছরে ১ হাজার ৬০০ কোটি ডলার ঋণ নিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। কোনও একটি অর্থবর্ষে বিদেশি ঋণ নেওয়ার এটাই সর্বোচ্চ রেকর্ড। গত এক বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও অর্ধেকে নেমে এসেছে। ৩.৩ শতাংশ। ৯ বছরের মধ্যে সর্বনিম্ন। রেকর্ড তো বটেই। অন্যদিকে দ্বিতীয়বার জেলে যাওয়া নওয়াজ শরিফের সমর্থকরা সংগঠিত হয়ে উঠছেন। সেনাবাহিনীর একটি অংশও ইমরান-বিরোধী অবস্থান নিয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে, সৌদি কর্তৃপক্ষ গোপনে গোপনে শরিফকে আবার মুক্ত করার জন্য কাজ করছে। ইমরান সহজে নওয়াজকে জেল থেকে বেরতে দেবেন না বলে একরকম শপথ নিয়েছেন। কিন্তু তাঁর আগের রেকর্ড বলছে, নিজের শপথ ভাঙতে তাঁর বেশি সময় লাগে না। দেশে ইমরান-বিরোধী জনমত গড়ে উঠেছে এবং নওয়াজের প্রতি সমবেদনা বাড়ছে। এর পিছনে সেনা বাহিনীর একাংশের হাত আছে বলে কেউ কেউ সন্দেহ করছে। আর সেনা বাহিনীর সেই অংশের পিছনে কি সৌদি আরব? তাই ইমরানকে সৌদি আনুষ্ঠানিক সমাদর করলেও তাঁকে তারা আদৌ কতটুকু সমর্থন করছে, তা নিয়ে প্রশ্ন তুলছে খোদ পাক মিডিয়াই। ফলে ইমরানের পতন কবে, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সত্যিই ইমরান দেউলিয়া হয়ে গিয়েছেন!