Bartaman Patrika
সম্পাদকীয়
 

দেউলিয়া হয়ে গিয়েছেন ইমরান! 

একান্ত ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্মান দেখানোর অংশ হিসেবে সৌদি সরকার সাধারণত কাবা শরিফের দরজা খুলে দেয়। এটাই নাকি রীতি। আর পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য সৌদি ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন এবার সেই কাবা শরিফের দরজা খুলে দিয়েছিলেন। শুধু কাবাঘরে ঢুকতে দেওয়াই নয়, যখন সৌদি কর্তৃপক্ষ জেনেছে যে ইমরান খান এবং তাঁর সঙ্গে আসা ব্যবসায়ী প্রতিনিধিরা আমেরিকায় যেতে চান, তখন ক্রাউন প্রিন্স তাঁদের কমার্শিয়াল ফ্লাইটে না পাঠিয়ে নিজের বিমানে পাঠিয়েছিলেন। পাক সংবাদমাধ্যম ডন বলছে, পাকিস্তান সফরের সময় ইমরান যে তাঁকে আতিথেয়তা দিয়েছিলেন, সেই কথা সৌদি ক্রাউন প্রিন্স ভুলতে পারেননি। সেই আতিথেয়তার প্রতিদানেই এই আদর–আপ্যায়ন। তবে এসব নতুন কিছু নয়। বহু বছর ধরেই পাকিস্তানের শাসকরা সৌদি সরকারের আদর–আপ্যায়ন পেয়ে থাকেন। অপহরণ, ছিনতাই ও দুর্নীতির অভিযোগে প্রায় দু’দশক আগে তৎকালীন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পাকিস্তানের আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তিনি ২০০০ সালের ডিসেম্বরে আট্টক ফোর্টের জেলখানা থেকে মুক্ত হন। এরপরই সৌদি রাজকীয় পরিবারের প্রাইভেট জেটে চড়ে সপরিবার তিনি সৌদি আরবে পাড়ি জমান। মক্কায় পৌঁছেই নওয়াজ ও তাঁর পরিবার ওমরাহ পালন করে সৌদি সরকারের জন্য বিশেষ দোয়া করেছিলেন। ২০০৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ সৌদি আরব সফর করেন। ওইসময় মোশারফের তথ্যমন্ত্রী ছিলেন শেখ রশিদ, যিনি আজ ইমরান খানের সরকারের রেলমন্ত্রী। এই রশিদের কথায়, ২০০৪-এ সফরের সময় মোশারফকে নিয়ে তৎকালীন বাদশাহ আবদুল্লা একান্ত বৈঠক করেন। কাশ্মীর, প্যালেস্তাইন, ইরাক ও আফগানিস্তান নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। রশিদের ভাষায়, ‘‘মোশারফই পাকিস্তানের প্রথম নেতা, ওমরাহ শেষে যাঁকে কাবাঘরের ছাদে উঠতে দেওয়া হয়েছিল।’’ ২০০৬-এ মোশারফ এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান ছাড়ার পর সৌদিতে ওমরাহ করতে যাওয়ার পর বাদশাহ জানতে চান, তিনি কোথায় বসবাস করতে চান। মোশারফ বলেন, বাদশাহ তাঁকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন এবং তিনি নিজে উদ্যোগী হয়ে লন্ডনে মোশারফের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেখানে প্রচুর টাকা জমা করে দেন।
ডন লিখছে, পাকিস্তানের রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখার জন্য দেশটির রাজনীতিক ও সেনাকর্তাদের বিশেষ সুবিধা ও ‘স্নেহের চোখে’ দেখা সৌদির পুরনো রেওয়াজ। সেই হিসেবে ইমরানকে সৌদি সরকার বিশেষ সমাদর করেছে। তবে এটার স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে। পাকিস্তানে এখন টালমাটাল পরিস্থিতি। ৭৩ বছরের ইতিহাসে সবচেয়ে নোংরা নির্বাচনে জিতে আসা ইমরান খানের নির্বাচনী প্রচারের স্লোগান ছিল ‘নয়া পাকিস্তান’, কিন্তু প্রধানমন্ত্রিত্বের এক বছর পেরলেও তাঁর নতুন পাকিস্তান গড়ার স্বপ্ন অধরাই। অনেক প্রতিশ্রুতি থেকে সরে গিয়েছেন তিনি। এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা কী? পাক সাংবাদিক তাহা সিদ্দিকি আল-জাজিরায় এক নিবন্ধে লিখছেন, গত এক বছরে পাকিস্তানের অর্থনীতির বারোটা বেজে গিয়েছে। মুদ্রার মান ক্রমশ নামছে এবং এক বছরে ৩৫ শতাংশ নেমেছে। এজন্য ইমরানকে মন্ত্রিপরিষদও রদবদল করতে হয়েছে। অর্থসঙ্কটের সমাধানে তিনি বারবার যাঁর প্রশংসা করেছেন, সেই অর্থমন্ত্রীকেও বরখাস্ত করেছেন! ইমরান নির্বাচনী প্রচারে বিদেশি ঋণ ছাড়াই অর্থনীতির উত্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ, তাঁর সরকার মাত্র এক বছরে ১ হাজার ৬০০ কোটি ডলার ঋণ নিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। কোনও একটি অর্থবর্ষে বিদেশি ঋণ নেওয়ার এটাই সর্বোচ্চ রেকর্ড। গত এক বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও অর্ধেকে নেমে এসেছে। ৩.৩ শতাংশ। ৯ বছরের মধ্যে সর্বনিম্ন। রেকর্ড তো বটেই। অন্যদিকে দ্বিতীয়বার জেলে যাওয়া নওয়াজ শরিফের সমর্থকরা সংগঠিত হয়ে উঠছেন। সেনাবাহিনীর একটি অংশও ইমরান-বিরোধী অবস্থান নিয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে, সৌদি কর্তৃপক্ষ গোপনে গোপনে শরিফকে আবার মুক্ত করার জন্য কাজ করছে। ইমরান সহজে নওয়াজকে জেল থেকে বেরতে দেবেন না বলে একরকম শপথ নিয়েছেন। কিন্তু তাঁর আগের রেকর্ড বলছে, নিজের শপথ ভাঙতে তাঁর বেশি সময় লাগে না। দেশে ইমরান-বিরোধী জনমত গড়ে উঠেছে এবং নওয়াজের প্রতি সমবেদনা বাড়ছে। এর পিছনে সেনা বাহিনীর একাংশের হাত আছে বলে কেউ কেউ সন্দেহ করছে। আর সেনা বাহিনীর সেই অংশের পিছনে কি সৌদি আরব? তাই ইমরানকে সৌদি আনুষ্ঠানিক সমাদর করলেও তাঁকে তারা আদৌ কতটুকু সমর্থন করছে, তা নিয়ে প্রশ্ন তুলছে খোদ পাক মিডিয়াই। ফলে ইমরানের পতন কবে, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সত্যিই ইমরান দেউলিয়া হয়ে গিয়েছেন!
 
30th  September, 2019
উৎসব যেন দূষণ বৃদ্ধি না-করে  

মঙ্গলবার চলে গেল বিজয়া দশমী। মা দুর্গা সপরিবারে ফিরে গেলেন কৈলাসে। রয়ে গেল মণ্ডপে মণ্ডপে মাটির প্রতিমাগুলি। নিষ্প্রাণ! আর রয়ে গেল নিভে যাওয়া আলোকসজ্জা, হঠাৎ গ্রাস করা নিস্তব্ধতা। আঁধারে ডুবে যাওয়া মণ্ডপগুলি আমাদের আকর্ষণ করে না, দৃশ্যত সুসজ্জিত থেকেও।
বিশদ

শুভশক্তি জেগে উঠুক 

দুর্গা পুজো ভালো কাটুক। মঙ্গল হোক জীবকুলের প্রতিটি প্রাণের। অক্ষয় হোক মানবজীবনের কল্যাণব্রতের। আজ, বঙ্গজীবন তথা ভারতীয় জাতির মন ও মননে উৎসবের আনন্দ। দেবীর আগমনের শুভালোকে প্রজ্জ্বলিত হবে সমগ্র সভ্যতার বর্তিকা। শারদীয়া উৎসবের এই সূচনালগ্নে দূর হয়ে যাক জীবনের যত অশুভ চিন্তা। ধ্বংস পাক চরিত্রের যত অসুরশক্তি। বিনাশ হোক পাপের। 
বিশদ

05th  October, 2019
দুর্গোৎসব আর বাংলা সমার্থক 

কলকাতায় সর্বজনীন দুর্গাপুজোর আয়োজন হয়েছে প্রায় ২৬০০ মণ্ডপে। পুজোর আয়োজন মহানগরের পাড়ায় পাড়ায় বললে অত্যুক্তি হবে না। সপ্তাহব্যাপী দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে কলকাতা সবরকমে সেজে উঠেছে। সেজে উঠেছে ছোট বড় সব শহর, এমনকী প্রান্তিক গ্রামগুলিও। 
বিশদ

04th  October, 2019
বাঙালি যেন টার্গেট না-হয়  

শরৎ হল প্রধান উৎসবের ঋতু, বিশেষত বাঙালির জন্য। বাঙালি এমনিতেই এক আমুদে জাতি। এইসময় তার আনন্দ যেন বাঁধাভাঙা হয়ে ওঠে। আনন্দ-উপভোগ বহু কৌণিক করে তুলতে বাঙালি তার সবটুকু উজাড় করে দেয় শরতে। বহির্বঙ্গে, এমনকী বহির্ভারতে প্রবাসী বাঙালি চেষ্টা করে বাংলায় তার ঘরে ফিরে আসতে, সারা বছর সম্ভব না-হলে অন্তত এই একটি বার। 
বিশদ

03rd  October, 2019
দরকার স্বাস্থ্য সচেতনতা 

যতদিন যাচ্ছে, আমরা ততই উন্নত হচ্ছি। বিজ্ঞানে, সভ্যতায় ও সংস্কৃতিতে। কিন্তু আমরা অনেকে ক্রমেই হারিয়ে ফেলছি আমাদের স্বাস্থ্য সচেতনতা। সম্প্রতি ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে প্রকাশিত এক রিপোর্টে দেখা যাচ্ছে, প্রতি বছরে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের বলি হচ্ছেন দেড় কোটি মানুষ। 
বিশদ

02nd  October, 2019
লক্ষ্মীলাভের সম্ভাবনা 

দেবীপক্ষ চলছে। পুজোও এসে গেল। বাঙালির মহাপুজোর মহোৎসব শুরু হচ্ছে রাজ্যজুড়ে। মনে প্রাণে উৎসবে আবেগে উচ্ছ্বাসে মানুষ এই সময় গা ভাসাতে চাইলেও খুব একটা স্বস্তিতে নেই আম জনতা।   বিশদ

01st  October, 2019
অস্ত্র পাচার ও পাক দ্বিচারিতা 

একদিকে ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র পাচার, অন্যদিকে রীতিমতো জঙ্গিবাহিনীকে অনুপ্রবেশের জন্য সীমান্তের ওপারে তৈরি রাখা। রাষ্ট্রসঙ্ঘে নানা অজুহাত খাড়া করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিংবা তাঁর বিদেশমন্ত্রী যতই ভারত বিরোধিতার জিগির তোলার চেষ্টা করুন না কেন, ইসলামাবাদের দ্বিচারিতা বেআব্রু হতে বেশি সময় লাগে না। এই দু’টি ঘটনা তারই প্রমাণ। 
বিশদ

29th  September, 2019
শুভ চেতনা উঠুক জ্বলে

 আজ মহালয়া। ভোররাতে আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্রপাঠের সঙ্গে সঙ্গে বুকের মাঝে যেন বেজে ওঠে আগমনির সুর। নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের কোলে শিউলি আর কাশ ফুলের শোভায় গ্রামবাংলার রূপ যেন ফেটে পড়ে।
বিশদ

28th  September, 2019
বিরাট যুদ্ধজয়ের লক্ষ্যে ভারত

 যক্ষ্মা একটি অত্যন্ত পুরনো রোগ। মানুষের নানা অঙ্গ প্রত্যঙ্গে এই রোগ বাসা বাঁধতে সক্ষম। তবে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয় ফুসফুস। যক্ষ্মার জীবাণু যে-প্রত্যঙ্গে বাসা বাঁধে তাকে কুরে কুরে খেয়ে ফেলে। অর্থাৎ ওই প্রত্যঙ্গের ক্ষয়সাধন করে। তাই এটি ক্ষয়রোগ নামেও চিহ্নিত হয়। বিশদ

27th  September, 2019
আমেরিকার অকৃত্রিম দ্বিচারিতা 

পাকিস্তান সন্ত্রাসের আঁতুড়ঘর। পাকিস্তান সন্ত্রাসের জন্মদাতা। পাকিস্তানের রপ্তানিযোগ্য সেরা পণ্যের নাম জঙ্গি। একথা ভারত বার বার বলেছে। শুধু দায়সারা মুখে বলেনি, সব বার উপযুক্ত প্রমাণও দাখিল করেছে। প্রমাণ দেওয়া হয়েছে পাকিস্তান প্রশাসনকে, রাষ্ট্রসঙ্ঘসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক মহলের কাছেও।  
বিশদ

26th  September, 2019
  পুজোর আগে সুখবর

 রাজ্যের প্রশাসনিক কাজকর্ম ঠিকমতো চালাতে সরকারি কর্মীদের অবদান অস্বীকার করার উপায় নেই। সেই কর্মীরা অসন্তোষে থাকলে কাজকর্মেও তার প্রভাব পড়তে বাধ্য। দেখা দিতে পারে বিরূপ প্রতিক্রিয়া। ক্ষমতাসীন তৃণমূল সরকার রাজ্য সরকারি কর্মীদের অসন্তুষ্ট রাখতে চায় না। বিশদ

25th  September, 2019
ডেঙ্গু প্রতিরোধে দরকার
আরও সমন্বয় ও সচেতনতা

একই দিনে কলকাতা ও শহরতলিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে দু’জনের। একজন রিজেন্ট পার্ক এলাকার। অন্যজন কামারহাটির ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। খবরটি নিঃসন্দেহে উদ্বেগের। কারণ, সরকারি স্তরে ডেঙ্গুর প্রভাব এবং এর মারণঘাতী আক্রমণের হাত থেকে রাজ্যবাসীকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী।
বিশদ

24th  September, 2019
দ্বিশতজন্মবর্ষে শ্রদ্ধা 

১৮২০ সালে মোট বাঙালির সংখ্যা নাকি ছিল চার কোটি। রবীন্দ্রনাথের মতে, তার মধ্যে একজনই মনুষ্যপদবাচ্য—তাঁর নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যাঁর জন্ম ওই সালের ২৬ সেপ্টেম্বর। তাই এই সেপ্টেম্বর বাঙালির আত্মপরিচয় গঠনের ইতিহাসে অবিস্মরণীয়। 
বিশদ

23rd  September, 2019
কর্পোরেট এবং করকাঠামো

 অর্থনীতিকে চাঙ্গা করার আশায় সুয়োরানি কর্পোরেট। শুক্রবার সকালে কর্পোরেট ট্যাক্সকে প্রায় ৩৫ শতাংশ থেকে ২৫.২ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব এনেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে যুক্ত রয়েছে সেস এবং সারচার্জ। অর্থাৎ কোনও কোম্পানির বাৎসরিক টার্নওভার যাই হোক না কেন, তাকে ওই ২৫.২ শতাংশই ট্যাক্স দিতে হবে।
বিশদ

22nd  September, 2019
নবজাতকের কাছে অঙ্গীকার

জলের আর এক নাম যে জীবন—তা একটু একটু করে উপলব্ধিও করা যাচ্ছে। খাণ্ডব দহন করে যে ইন্দ্রপ্রস্থ গড়ে তুলেছে মানুষ, তার কড়ায় গণ্ডায় হিসেব চুকিয়ে নিতে চাইছে প্রকৃতি। বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ মাটি খুঁড়ে ভূগর্ভস্থ জল বের করে নিতে শিখেছে।
বিশদ

21st  September, 2019
 হে করুণানিধান

 হে করুণানিধান! তোমার নির্দ্দেশ অবহেলা ক’রে, অহংকার অভিমানে মত্ত হ’য়ে যখন বিপথে ছুটে গিয়েছি, তখন তুমিই তো ব্যস্ত হ’য়ে ত্রস্ত পদে এগিয়ে গিয়ে আমায় ফিরিয়ে নিয়ে এসেছ। আবিলতা, পঙ্কিলতা যখন আমায় চারিদিক থেকে ঘিরে ধরেছে, স্তূপীকৃত পাপতাপ, পুজ্ঞীভূত জজ্ঞাল-জাল যখন জীবনকে দুর্ব্বহ ক’রে তুলেছে, তখন হে আমার প্রিয়তম! বিশদ

20th  September, 2019
একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজো যত এগিয়েছে, ততই কমেছে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা। সিইএসসি সূত্রের খবর, মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি থাকায় এবং মাঝে-মধ্যে বৃষ্টির জেরে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ক্রমশ কমেছে।  ...

সংবাদদাতা, কাঁথি: বুধবার দীঘায় সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিশালাকৃতি ‘চিলমাছ’। এদিন মোহনার আড়তে মৃত এই মাছটি নিয়ে আসা হয়। অচেনা এই মাছ দেখতে উৎসুক মানুষজন ভিড় জমান। পাশাপাশি দীঘায় বেড়াতে আসা পর্যটকরাও ভিড় জমান।   ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদম-বাগুইআটি-নারায়ণপুর এলাকার বেশিরভাগ প্রতিমার বিসর্জন হল দশমীতে। সল্টলেকের অনেকগুলো পুজোর বিসর্জন হয়েছে দশমীতেই। এছাড়া বুধবার একাদশীর দিনও বিসর্জন চলেছে। নিউটাউনে অ্যাকশন এরিয়া ১-এ বিসর্জন ঘাট, দমদমের ধোবিঘাট, ভিআইপি রোডের ধারে দেবীঘাটে দিনরাত ছিল চরম ব্যস্ততা।  ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হঠাৎ হাজির হলেন ম্যাথু স্যামুয়েল। বুধবার সকালে তিনি নিজেই চলে আসেন এখানে। তাঁর দাবি, আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই জন্যই তিনি এসেছেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

মানসিক স্বাস্থ্য দিবস
১৯৫৪: অভিনেত্রী রেখার জন্ম
১৯৬৪: অভিনেতা ও পরিচালক গুরু দত্তের মৃত্যু
২০১১: গজল গায়ক জগজিৎ সিংয়ের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৪ টাকা ৭২.০৪ টাকা
পাউন্ড ৮৫.৩৯ টাকা ৮৮.৫৪ টাকা
ইউরো ৭৬.৬০ টাকা ৭৯.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭৭৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৩৪০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, দ্বাদশী ৩৫/৪৩ রাত্রি ৭/৫২। শতভিষা ৫১/৩৮ রাত্রি ২/১৪। সূ উ ৫/৩৪/৩৩, অ ৫/১৩/১৭, অমৃতযোগ দিবা ৭/৮ মধ্যে পুনঃ ১/২২ গতে ২/৫৪ মধ্যে। রাত্রি ৬/৩ গতে ৯/২১ মধ্যে পুনঃ ১১/৪৮ গতে ৩/৬ মধ্যে পুনঃ ৩/৫৫ গতে উদয়াবধি, বারবেলা ২/১৯ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/২৪ গতে ১২/৫৭ মধ্যে। 
২২ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, দ্বাদশী ৩৫/৪৭/৪২ রাত্রি ৭/৫৩/৫২। শতভিষা ৫৪/১৮/১৬ রাত্রি ৩/১৮/৫, সূ উ ৫/৩৪/৪৭, অ ৫/১৪/৪৭, অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে ও ১/১৩ গতে ২/৪৪ মধ্যে এবং রাত্রি ৫/৫০ গতে ৯/১৩ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৫ মধ্যে ও ৪/১ গতে ৫/৩৫ মধ্যে, বারবেলা ৩/৪৭/১৭ গতে ৫/১৪/৪৭ মধ্যে, কালবেলা ২/১৯/৪৭ গতে ৩/৪৭/১৭ মধ্যে, কালরাত্রি ১১/২৪/৪৭ গতে ১২/৫৭/১৭ মধ্যে। 
মোসলেম: ১০ শফর 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: ব্যবসায় যুক্ত হলে ভালো। বৃষ: বিবাহের সম্ভাবনা আছে। মিথুন: ব্যবসায় বেশি বিনিয়োগ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
মানসিক স্বাস্থ্য দিবস১৯৫৪: অভিনেত্রী রেখার জন্ম১৯৬৪: অভিনেতা ও পরিচালক গুরু ...বিশদ

07:03:20 PM

২০১৮ সালে সাহিত্যে নোবেল পাচ্ছেন পোল্যান্ডের ওলগা তোকারজুক এবং ২০১৯ সালে সাহিত্যে নোবেল পাবেন অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকা

05:15:00 PM

দ্বিতীয় টেস্ট, প্রথম দিন: ভারত ২৭৩/৩ 

04:43:00 PM

সিউড়ি বাজারপাড়ায় পরিত্যক্ত দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ল, চাঞ্চল্য 

04:27:12 PM

মুর্শিদাবাদে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী বৃদ্ধ 
রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে ...বিশদ

03:34:00 PM