দক্ষিণবঙ্গ

শিক্ষক দিবসে ‘মনের জানলা’ খুলল সবংয়ের স্কুল

সংবাদদাতা, মেদিনীপুর: শিক্ষক দিবসের দিন বৃহস্পতিবার সবংয়ের দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষা নিকেতনে খোলা হল ‘মনের জানলা’। প্রধান শিক্ষকের ঘরে ঢোকার মুখেই এই জানলা খোলা হয়েছে। সেখানে লেখা আছে ‘ছাত্র, ছাত্রী, অভিভাবক, অভিভাবিকাগণ তাদের মনের ভাবনা, অভিযোগ অথবা পরামর্শ জানাতে এই জানলা ব্যবহার করুন’। দেওয়া আছে একটি ফোন নম্বর ও একটি হোয়াটসঅ্যাপ নম্বর। এদিন এই পরিষেবার উদ্বোধন করেন অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক উত্তমকুমার মাজী। তিনি এই অভিনব প্রয়াসের প্রশংসা করে বলেন, এরকম অভিজ্ঞতা প্রথম হল। এরকম ব্যবস্থা আগে কোথাও দেখিনি। অন্যান্য স্কুলেও এই অভিজ্ঞতার কথা জানাব। 
প্রধান শিক্ষক যুগল প্রধান বলেন, ছাত্র, ছাত্রী, অভিভাবকরা তাদের কোনও অভিযোগ, মতামত অথবা পরামর্শ থাকলে এই জানলায় তা জানাতে পারবেন। এছাড়াও ফোনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তারা তাদের বক্তব্য জানাতে পারবেন। আমরা তা দেখে ব্যবস্থা নিতে পারব। তিনি বলেন, এছাড়াও স্কুলে প্রবেশের মুখে একটি আয়না লাগানো হয়েছে। ছাত্র, ছাত্রীরা যখন স্কুলে প্রবেশ করবে তারা আয়নায় তাদের অবয়ব বা চেহারা দেখতে পাবে। আয়নায় লেখা আছে ‘আপনি একজন মহামানবকে দেখছেন’। এর মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি তার ভেতরেই মহামানবের সম্ভবনা লুকিয়ে আছে। তাকে বিকশিত ও প্রকাশিত করতে হবে। ছাত্র, ছাত্রীদের এই বার্তা দেওয়ার জন্যই এরকম ব্যবস্থা। এই আয়না লাগানোর আংশিক খরচ তারাই বহন করেছে। প্রধান শিক্ষক বলেন, শিক্ষক দিবস উপলক্ষে তারা সবাই মিলে যে টাকা তুলেছে। তার থেকে তারা আয়না লাগানোর জন্যও টাকা দিয়েছে। 
এদিন সরকারি উদ্যোগেও দিনটি পলান করা হয়। কিষাণমণ্ডিতে সবং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকাদের সংবর্ধনা জানানো হয়। বিডিও মানিক সিংহ মহাপাত্র, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স সহ প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধরা উপস্থিত ছিলেন। -নিজস্ব চিত্র
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা