দেশ

সেনা আধিকারিকের বান্ধবীকে থানায় মারধর ও যৌন হেনস্তার অভিযোগ, সাসপেন্ড ৫ পুলিস কর্মী

ভুবনেশ্বর, ২০ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি এবং সেনা আধিকারিকের বান্ধবীকে থানায় মারধর, যৌন হেনস্তার অভিযোগে ওড়িশায় সাসপেন্ড ৫ জন পুলিসকর্মী। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও উঠেছে। বিষয়টিতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছে জাতীয় মহিলা কমিশন। পুলিসের কাছে এই বিষয়ে রিপোর্ট চেয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলাও করা হয়েছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, ভুবনেশ্বরে নিজের একটি রেস্তরাঁ রয়েছে সেনা আধিকারিকের বান্ধবীর। অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর রেস্তরাঁ বন্ধ করে রাত ১টা নাগাদ বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। সেই সময় তাঁদের উপর আচমকাই হামলা চালায় একদল যুবক। তারপরই ওই মহিলা ও তাঁর বন্ধু ভরতপুর থানায় অভিযোগ দায়ের করতে যান। সেখানে তখন এক মহিলা কনস্টেবল ছিলেন। অদ্ভূতভাবেই তিনি তাঁদের কোনওরকম সাহায্য না করেই গালিগালাজ করতে শুরু করেন। থানা থেকে চলে যেতেও বলেন। তখনই ওই থানায় কয়েকজন পুরুষ পুলিসকর্মী আসেন। সেনা আধিকারিকের বান্ধবীর সঙ্গে থাকা বন্ধুকে লিখিত অভিযোগ দিতে বলা হয়। সেটি দেওয়ার পর তাঁর বন্ধুকেই লক আপে আটকে রাখা হয়। ঘটনার প্রতিবাদ জানান ওই মহিলা। এরপরই তাঁকে বেধড়ক মারধর শুরু করেন ৫ পুলিস কর্মী। তাঁকে যৌন হেনস্তাও করা হয় বলে অভিযোগ। ওই মহিলার বুকে লাথি মারা হয়, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আক্রান্ত মহিলা। পরে তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়। তাঁদের দু’জনের বিরুদ্ধে থানায় মদ্যপ অবস্থায় ঢুকে হামলা চালানোর অভিযোগ দায়ের করে পুলিস। গত বুধবার জামিন পান ওই মহিলা এবং তাঁর বন্ধু। এরপরই পুলিস কর্মীদের বিরুদ্ধে তিনি মারধর এবং যৌন হেনস্তার অভিযোগ তোলেন। বিষয়টি সামনে আসার পরই অভিযুক্ত ৫ পুলিসকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা