উত্তরবঙ্গ

পাঁচ পড়ুয়া সাসপেন্ড তিন হাউস স্টাফ বহিষ্কৃত

সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে থ্রেট কালচার ও পরীক্ষায় কারচুপির অভিযোগে পাঁচ পড়ুয়াকে সাসপেন্ড এবং ইন্টার্ন সোহম মণ্ডল ও সাহিন সরকার সহ তিনজন হাউস স্টাফকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন অধ্যক্ষ ডাঃ ইন্দ্রজিৎ সাহা। পাশাপাশি ডাঃ সন্দীপ সেনগুপ্ত, ডাঃ সুদীপ্ত শীল ও ডাঃ নিলাব্জ ঘোষকে ছুটিতে যাওয়ার প্রস্তাবও কলেজ কাউন্সিল দিয়েছে বলে অধ্যক্ষ জানিয়েছেন। ডাঃ সন্দীপ সেনগুপ্ত বলেন, তদন্ত কমিটি আমায় ডাকেনি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই কীভাবে দোষী সাব্যস্ত করা হল, জানি না। অধ্যক্ষের চিঠি পেলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। প্রাক্তন সহকারী ডিন সুদীপ্ত শীলের কোনও বক্তব্য পাওয়া  না গেলেও জাঃ নীলাব্জ ঘোষ বলেন, আমার বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়েছে এরকম কেউ জানায়নি। তদন্ত কমিটিও আমায় ডাকেনি। সহকর্মীদের মুখে ওই সিদ্ধান্তের কথা শুনলাম। এ ব্যাপারে আমি বিভাগীয় প্রধানের পরামর্শ নেব।  এদিকে শাস্তিপ্রাপ্ত দুই চিকিৎসক সোহম মণ্ডল ও সাহিন সরকারকে ফোন করা হলে ধরেননি। মেসেজেরও জবাব মেলেনি।  প্রসঙ্গত, এদিন নতুন ডিন হলেন ডাঃ অনুপমনাথ গুপ্ত। 
পরীক্ষায় কারচুপি, থ্রেট কালচারের অভিযোগে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামেন। সেই আন্দোলনের চাপে ডাঃ সেনগুপ্ত ও ডাঃ শীল যথাক্রমে ডিন ও অ্যাসিস্ট্যান্ট ডিন নিজস্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন। এদিন কাউন্সিলের বৈঠকে ওই পদত্যাগপত্র গৃহীত হয়। নতুন ডিন করা হলেও অ্যাসিস্ট্যান্ট ডিনের পদ পূরণ হয়নি। অধ্যক্ষ বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বিষয়টি চিকিৎসা শিক্ষা অধিকর্তাকে জানানো হবে। আমার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে খতিয়ে দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে। যাদের খাতায় নম্বর কারচুপির অভিযোগ রয়েছে তাঁদের খাতা পুনর্মূল্যায়ন করা হবে। অভিযুক্ত জুনিয়র ডাক্তার সাহিন সরকারের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করার জন্য ডিএমই’র অনুমতিও চাওয়া হবে। এদিনই  তদন্ত কমিটির রিপোর্টও জমা পড়েছে। 
এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তাঁর ঘরের সামনে অবস্থানে বসেন কলেজের হেডক্লার্ক উৎপল সরকার। তাঁর অভিযোগ, মূলত তিনজন কর্মচারীর কথামতো অধ্যক্ষ ক্লার্কদের নিষ্ক্রিয় করে রেখেছেন। তাঁর সমর্থন পেয়ে ওই তিন কর্মী চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারীদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন। এই প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, কাউন্সিলের বৈঠকে উৎপল সরকারকে ডেকে তাঁর অভিযোগ শোনা হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে, বিষয়টিকে যথাযথভাবে খতিয়ে দেখা হবে। তারপরই তিনি বিক্ষোভ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। 
আন্দোলনকারীদের তরফে ডাঃ শাহরিয়ার আলম বলেন, পরীক্ষায় কারচুপি, থ্রেট কালচার নিয়ে অধ্যক্ষ, ডিন ও অ্যাসিস্ট্যান্ট ডিনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিলাম। কিছু দাবি ইতিমধ্যেই পূরণ হয়েছে, তবে অধ্যক্ষের পদত্যাগের দাবি থেকে কোনওমতেই সরে আসছি না। 
 বৈঠকে উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রজিৎ সাহা। - নিজস্ব চিত্র।
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা