উত্তরবঙ্গ

পুরাতন মালদহে বিসর্জনে মহানন্দায় নামতে নিষেধাজ্ঞা জারি, সব ব্যবস্থা করবে পুরসভা

সংবাদদাতা, পুরাতন মালদহ: উৎসবের মাঝে দুর্ঘটনা এড়াতে সতর্ক পুলিস প্রশাসন। বিসর্জনে পুরাতন মালদহের মহানন্দা নদীতে নামতে নিষেধাজ্ঞা জারি করা হল। কোনও ক্লাব কর্তাদের নদীর ঘাটে নামতে দেওয়া হবে না। শহরের সমস্ত ক্লাব এবং বাড়ির প্রতিমাগুলি দায়িত্ব নিয়ে বিসর্জন করাবে পুরাতন মালদহ পুরসভা। এজন্য পুর কর্তৃপক্ষ নদীর ঘাটে তাঁবু করবে। সেখানে পুরসভার কর্মীরা সব সময় প্রস্তুত থাকবেন। রাতে লাইট দিয়ে নদীর পাড় মুড়ে ফেলা হবে। পুর কর্মীদের হাতেই ফুল, বেলপাতা সহ বিভিন্ন সামগ্রী দিতে হবে। নদী দূষণ রুখতে সেগুলি একত্রে জমা করে অন্যত্র ফেলে দেবেন। 
পুরসভা জানিয়েছে, বিসর্জন সুষ্ঠুভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ নদী ঘাট চত্বরে বাঁশের ব্যারিকেড দেওয়া হবে। তার ভিতরে সাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। শহরের পুজো উদ্যোক্তারা পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পুরাতন মালদহ শহর এলাকায় ৮৪টি পুজো হয়। এছাড়াও বির্সজন করাতে ইংলিশবাজার থেকেও ৩০টির বেশি প্রতিমা পুরাতন মালদহে আসে। সমস্ত প্রতিমা শহরের বিভিন্ন ঘাট ও স্থানীয় পুকুরে বির্সজন হয়। তবে শহরের জনবহুল ঘাট মঙ্গলবাড়ির স্কুলপাড়ায় ৯০টির বেশি প্রতিমা নিরঞ্জন হয়। সেখানে ব্যাপক লোক সমাগম হয়। সেজন্য দুর্ঘটনা এড়াতে পুরসভার উদ্যোগে বির্সজনের ব্যবস্থা করা হবে। পুলিস সেখানে তদারকিতে থাকবে।  বৃহস্পতিবার শহরের স্কুলপাড়া সহ বিভিন্ন ঘাটে গিয়ে দেখা গেল নতুন সিঁড়ি ঘাট হয়েছে। কিন্তু বিসর্জন ঘাটে প্রতিমার অনেক কাঠামো পড়ে রয়েছে। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, পুজোর আগে সব ঘাট পরিষ্কার করে দেওয়া হবে। গত বছর পুজোতেও এমন ব্যবস্থা করা হয়েছিল। পুরসভার পক্ষ থেকে মহানন্দা নদীর ঘাটে আমরা সুষ্ঠুভাবে বিসর্জনের ব্যবস্থা করছি। সেখানে পুর কর্মীরা সমস্ত কাজ করবে। সেখানে আমরা সহ পুলিস প্রশাসন থাকবে। মালদহ থানার এক আধিকারিক বলেন, সুষ্ঠুভাবে বিসর্জন করতে আমাদের আগামী দিনে আলোচনা করা হবে। পুরাতন মালদহের কিশোর সঙ্ঘের সভাপতি গদাধর ঘোষ বলেন, এটা ভালো উদ্যোগ। আমাদের দায়িত্ব কম। নদীতে নামতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এই সিদ্ধান্ত স্বাগত জানাই।
1h 1m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা