বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

জল সরবরাহ বন্ধ, রাজ্য সড়ক অবরোধ চাঁচলে

সংবাদদাতা, চাঁচল: হঠাৎ পানীয় জল সরবরাহ বন্ধ এলাকায়। তারপরেই গ্রামজুড়ে পানীয় জলের হাহাকার শুরু হওয়ায় পথে নামলেন বাসিন্দারা। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাঁরা। মঙ্গলবার বিকেলে মালদহের চাঁচল-২ ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েতের হরিশপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জালালপুর-মালতীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভের জেরে আটকে পড়ে শতাধিক যানবাহন। পরে চাঁচল থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা পর বিক্ষোভ তুলে দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশপাড়ায় প্রায় ৫০ টি পরিবার রয়েছে। গভীর নলকূপ নেই সেখানে। পঞ্চায়েতের তরফে দু’টি সাবমার্সিবল বসানো হলেও একটি বিকল ও অন্যটি এক বাসিন্দার দখলে রয়েছে বলে অভিযোগ। পানীয় জলের ভরসা বলতে সেই পিএইচই’র সংযোগ। অভিযোগ, গত সোমবার বিকেলে জল সরবরাহ হয়নি। মঙ্গলবার সকালে জল এলেও দুপুর থেকে আর দেওয়া হয়নি। জল সঙ্কট শুরু হতেই এদিন এলাকায় পিএইচই’র তরফে মাইকিং করে সমস্যার কথা জানানো হয়। এদিন আকস্মিক জল সরবরাহ বন্ধ হওয়ায় ক্ষোভ ছড়ায় এলাকায়। আগাম কেন জানানো হল না, সেই প্রশ্নও তুলেছেন বিক্ষোভকারীরা। রাস্তায় বাঁশ ফেলে বিক্ষোভ দেখান এলাকাবাসী। বিক্ষোভকারী জয়দেব দাসের অভিযোগ, দু’দিন ধরে জল সঙ্কটে সমস্যা হচ্ছে। পঞ্চায়েত প্রধান ও সদস্যের নাগাল পাওয়া যাচ্ছে না। জলের অভাবে মকর সংক্রান্তিতে স্নানও করা যায়নি। বাধ্য হয়ে বাসিন্দারা মিলে পথে নেমেছি। রিয়া দাসের কথায়, পিএইচইর জলই আমাদের ভরসা।  কিনে আনা জল দিয়ে রান্না করতে হয়েছে। বিকল্প হিসেবে এলাকায় আরও সাবমার্সিবল বসানো হোক। একাধিকবার ফোন করেও চাঁচল মহকুমা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমিত ঘোষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এপ্রসঙ্গে চাঁচল-২ এর বিডিও শান্তনু চক্রবর্তী বলেন, পিএইচই’র পাইপলাইন মেরামতি চলার জল সরবরাহ বন্ধ রয়েছে। সেখানে দ্রুত যাতে ড্রামে করে জল পৌঁছে দেওয়া হয়, সেজন্য পিএইচইকে জানানো হয়েছে। 
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা