উত্তরবঙ্গ

পুজোয় বুদ্ধের শন্তির বার্তাকে এবার থিম করেছে ডালখোলার বাঘাযতীন ক্লাব

কাজল মণ্ডল, ইসলামপুর: ডালখোলা শহরের বিগবাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম বাঘাযতীন ক্লাবের পুজো। তবে করোনা ও পরবর্তী সময়ে বাজেটে কাটছাঁট করে পুজো করতে হয়েছে উদ্যোক্তাদের। তবে এবার তাঁরা ঝাঁপিয়ে পড়েছেন বিগবাজেটের পুজোর প্রস্তুতি নিয়ে। তাই এবার তাঁদের ট্যাগ লাইন ‘আসছে ফিরে বাঘাযতীন পুরনো রূপে।’ হাতে আর বেশি সময় নেই, তাই ক্লাব সদস্যরা নাওয়া খাওয়া ভুলে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।
পুজো কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস বলেন, এবার আমাদের পুজোর ৪০তম বর্ষ। থিম ‘বুদ্ধের শান্তির বার্তা’। বিশেষ আকর্ষণ চন্দননগরের আলকসজ্জা, কৃষ্ণনগরের মৃৎশিল্পীর তৈরি প্রতিমা। প্রতিমাতেও থাকছে নতুনত্ব। প্রশাসনও আন্তরিকতার সঙ্গে আমাদের সহযোগিতা করছে। তবে চাঁদা সংগ্রহে হিমশিম খেতে হচ্ছে। তাই বাজেট মেলাতে একটু চিন্তিত আছি। সকলের কাছে সহযোগিতা কামনা করছি। পুজো কমিটির সম্পাদক অভিজিৎ সাহা বলেন, মণ্ডপে ঢোকার মুখে দেখা মিলবে ধ্যানমগ্ন ভগবান গৌতম বুদ্ধের। ভিতরে প্রবেশ করার পরে দেবী দশভূজার দর্শন করতে পারবেন ভক্তরা। গোটা মণ্ডপ রঙিন আলোয় আলোকিত থাকবে। এছাড়াও আলোকসজ্জার মাধ্যমে দু’টি গেট তৈরি হবে। পুজো কমিটির সহ সম্পাদক রাজা পাল, কোষাধ্যক্ষ গৌতম দে, সহ কোষাধ্যক্ষ সুমিত দাস বলেন, পুজোকে কেন্দ্র করে আমরা নানা ধরনের সচেতনতা মূলক কর্মসূচি নিয়েছি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেয়েদের নিরাপত্তা নিয়ে নাটক পরিবেশিত হবে। মণ্ডপের সামনে বিভিন্ন ধরনের গাছ থাকছে। এর মাধ্যমে বৃক্ষরোপণের বার্তা দেওয়া হবে। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে হেলমেট প্রদর্শন থাকবে। পুজো কমিটির অন্যতম সদস্য সুবল দাস ও পরিতোষ সাহা বলেন, আমাদের পুজোর একটি গৌবর আছে। সেই গৌরব অক্ষুন্ন রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিবারের মতো এবারও আমাদের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে। বাসিন্দারা বলছেন, শহরের পুজোগুলির মধ্যে বাঘাযতীন ক্লাবের পুজো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চল থেকে বহু মানুষ পুজোর দিনগুলিতে ডালখোলা শহরে ভিড় করে।
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা