উত্তরবঙ্গ

৭ দিন ধরে দুর্গন্ধে নাজেহাল মহকুমা হাসপাতাল

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা মহকুমা হাসপাতালের ভ্যাট থেকে আবর্জনা তোলা নিয়ে হাসপাতাল ও পুরসভার টানাপোড়েন চলছে। এক সপ্তাহ ধরে আবর্জনা থেকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। একইসঙ্গে ভ্যাট থেকে আবর্জনার প্যাকেট টেনে জরুরি বিভাগের দিকে নিয়ে আসছে কুকুর। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সপ্তাহে দু’দিন ভ্যাট থেকে আবর্জনা তোলা হয়। এই সপ্তাহে দু’দিনই পুরসভার সাফাই কর্মীরা আসেননি। পুরসভা জানিয়েছে, দু’একদিনের মধ্যে হাসপাতালের ভ্যাট থেকে আবর্জনা তুলে নেওয়া হবে। মাথাভাঙা মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের উত্তরদিকে কিছুটা দূরেই রয়েছে আবর্জনার ভ্যাট। সেটার কাছে রয়েছে সুলভ মূল্যের ওষুধের দোকান। একইসঙ্গে অ্যাম্বুলেন্স চালকরা কাছাকাছি জায়গায় গাড়ি পার্কিং করেন। হাসপাতাল চত্বরের আবর্জনা তুলে নিয়ে যায় পুরসভার বর্জ্য পরিবহনকারী গাড়ি। পুরসভার সাফাই কর্মীরা এসে এই আবর্জনাগুলো গাড়িতে তুলে নেন। প্রতি শনিবার ও মঙ্গলবার আবর্জনা তোলা হলেও গত সপ্তাহের দু’দিন আবর্জনা তোলেনি পুরসভার সাফাই কর্মীরা। যার ফলে ভ্যাট উপচে আবর্জনা যত্রতত্র ছড়িয়ে পড়ছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। মাথাভাঙা মহকুমা হাসপাতালের সুপার মাসুদ হাসান বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে আবর্জনা তোলা হচ্ছে না। প্রথমদিকে আমরা খেয়াল করিনি। স্বাস্থ্যকর্মীরা বিষয়টি জানানোর পর পুরসভার চেয়ারম্যানকে জানিয়েছি। উনি আশ্বাস দিয়েছেন দ্রুত আবর্জনা তুলে নেওয়া হবে।মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, মাঝে বিশ্বকর্মা পুজোর জন্য আমাদের সাফাই কর্মীরা হাসপাতালের আবর্জনা তুলতে পারেনি। গাড়িগুলো পরিস্কার করতে হয়েছে। আমরা দু’একদিনের মধ্যে আবর্জনা তুলে নেব। 
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা