বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

প্রশাসনের সঙ্গে পুজো কমিটিগুলির বৈঠকে বেহাল রাস্তা সংস্কারের দাবি 

সংবাদদাতা, চাঁচল: দুর্গাপুজা উপলক্ষ্যে প্রস্তুতি বৈঠক করল চাঁচল থানার পুলিস ও প্রশাসন। বৈঠকে নিজেদের সমস্যার কথা জানাল পুজো কমিটিগুলি। 
গ্রামের পুজো কমিটিগুলিকে উৎসাহ জোগানোর আর্জি জানানো হয় পুলিসের কাছে। বৃহস্পতিবার মালদহের চাঁচল থানার উদ্যোগে প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন চাঁচল থানার ১৫ টি গ্রাম পঞ্চায়েতের ৮১ টি পুজো কমিটির কর্মকর্তারা। বৈঠকে উঠে আসে বেহাল রাস্তার প্রসঙ্গ। 
কমিটির সদস্যদের কাছে সরকারি নির্দেশ ও নিয়ামবলী তুলে ধরেন মালদহ জেলা পরিষদের সহকারি সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা, চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু, চাঁচল দমকল কেন্দ্রের ইনচার্জ রতনকুমার সিংহ সহ স্বাস্থ্য কর্তারা।
চাঁচল থানা এলাকায় ৮১ টি ও গোটা মহকুমায় ২২২ টি কমিটি দুর্গাপুজো করে। তবে এবছর এই সংখ্যা আরও বাড়তে পারে।
আগামী সপ্তাহে রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া শুরু হবে। বৈঠকে চাঁচল অগ্নিনির্বাপণ কেন্দ্রের তরফে সচেতন করে কমিটিগুলিকে জানানো হয়, মণ্ডপে আলোকসজ্জা সহ বৈদ্যুতিক বিভিন্ন কাজ যাতে ভালো করে হয়। যাতে দমকলের ইঞ্জিনে সহজে ঢুকতে পারে। 
পুজোর আর মাত্র সপ্তাহ তিনেক বাকি। এখনও চাঁচলের বিভিন্ন প্রান্তে বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি। কলিগ্রাম কাঁসারিপাড়া বারোয়ারি দুর্গোৎসব সমিতির মামনি দত্ত বলেন, গ্রামে ১১ টি জায়গায় দুর্গাপুজো হয়। গ্রামের প্রতিটি রাস্তা বেহাল। দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।
চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা বলেন, পুজো উদ্যোক্তাদের সমস্যার কথা নোট করা হয়েছে। তাদের সরকারি বিধিগুলি জানানো হয়েছে। পুজোয় বাড়তি নিরাপত্তা থাকছে।
পুজো কমিটির সঙ্গে প্রশাসনের বৈঠক। নিজস্ব চিত্র
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা