উত্তরবঙ্গ

স্বাস্থ্যকেন্দ্রের বিপজ্জনক ভবনের নীচে পড়ে ভবঘুরে বৃদ্ধা, প্রশ্ন নিরাপত্তায়

সংবাদদাতা, বাগডোগরা: বাইরে বোর্ডে লেখা রয়েছে, জরাজীর্ণ ভবন থেকে  নিরাপদ দূরত্ব বজায় রাখুন। তবুও প্রাণের ঝুঁকি নিয়ে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সেই জরাজীর্ণ ভবনের নীচে ঠাই নিয়েছেন এক ভবঘুরে। বিষয়টি দেখেও না দেখার ভান অনেকের। সীতা চিকবড়াইক নামের বছর ৬০-এর ওই মহিলা জানান, প্রায় একবছর ধরে এখানে পড়ে রয়েছি। হাঁটতে পারি না। থাকার জায়গা না থাকায় রাতে স্বাস্থ্যকেন্দ্রে ঘুমাই। তবে মাথার ওপর থাকা ভাঙা চাল পড়তে পারে। 
বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভবন বর্তমানে জরাজীর্ণ। টিনের চাল ভেঙে ঝুলে রয়েছে। ঘরের দেওয়ালে ফাটল রয়েছে। যেকোনও সময় ভেঙে পড়তে পারে ঘরটি। সেই ঘর থেকে রোগী ও পরিজনদের দূরত্ব বজায় রাখতে বাইরে বোর্ড লাগানো রয়েছে। প্রতিদিন ওই কেন্দ্রে শতাধিক মানুষের আনাগোনা লেগে থাকে। একজন বৃদ্ধা এভাবে পড়ে থাকায় তাদের মনেও প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে নকশালবাড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ কুন্তল ঘোষ বলেন, আগেও ওই বৃদ্ধাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পুলিসের সাহায্য নিয়ে তাকে অন্যত্র সরানোর জন্য চেষ্টা করা হয়েছিল। তবে তিনি পুনরায় ফিরে আসেন। বৃদ্ধারই সুরক্ষার ক্ষেত্রে আবারও পুলিসের সাহায্য নেওয়া হবে। আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা বলেন, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরাও বহুবার তাকে সরানো চেষ্টা করেছি।ওই বৃদ্ধা মহিলা পুনরায় সেখানে ফিরে আসে। তবে বর্তমানে ওই জায়গাটি সুরক্ষিত নয়। তাই স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিয়ে ফের চেষ্টা করব।
1h 1m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা