বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

সর্বক্ষণের জন্য পুলিসি প্রহরা শুরু, ক্যাম্পাস পরিদর্শনে সিপি

সংবাদদাতা, শিলিগুড়ি: অবশেষে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরিবিভাগে সর্বক্ষণের জন্য পুলিস মোতায়েন হল। আর জি কর কাণ্ডের পর রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তা জোরদার করার দাবিতে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তার এবং পিজিটিরা। সেইমতো জরুরি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুলিস মোতায়েনের সিদ্ধান্ত হয়। কিন্তু, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সহ অনেক জায়গায় পুলিস পাওয়া যাচ্ছে না বলে বুধবার অভিযোগ করেছিলেন হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক।
সুপারের অভিযোগ, জরুরি বিভাগে পুলিসের বসার জন্য আলাদা করে চেয়ার রাখা হয়েছে। অথচ সেখানে পুলিস কর্মীদের দেখা যায় না। গার্লস হস্টেল ছাড়া অন্যান্য জায়গায় পুলিস চোখে পড়ছে না। বৃহস্পতিবার সে খবর বর্তমানে প্রকাশিত হয়।
এদিন সকালে দেখা যায় জরুরি বিভাগের সামনে দু’জন মহিলা পুলিস কর্মী মোতায়েন রয়েছেন। এখানেই শেষ নয়, বিকেলে শিলিগুড়ি পুলিস কমিশনার সি সুধাকর, ডিসিপি (ওয়েস্ট) বিশ্বচাঁদ ঠাকুর সহ পুলিসের অন্য আধিকারিকরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন। জরুরিবিভাগ থেকে শুরু করে মেডিকেল কলেজ ও হাসপাতালের গোটা এলাকা তাঁরা ঘুরে দেখেন। তারপর প্রিন্সিপাল ডাঃ ইন্দ্রজিৎ সাহার অফিসে যান। কিছুক্ষণ আলোচনা করেন পুলিস কমিশনার। এই বৈঠক সেড়ে বেড়িয়ে যাওয়ার সময় পুলিস কমিশনার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পরিদর্শন নিয়ে কোনও কথা বলতে চাননি। 
কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা জোরদার করতে সিদ্ধান্তমতো পর্যাপ্ত পুলিস উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মোতায়েন করার আশ্বাস দিয়েছেন পুলিস কমিশনার। 
উত্তরবঙ্গ মেডিক্যাল পরিদর্শনে শিলিগুড়ির পুলিস কমিশনার। - নিজস্ব চিত্র।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা