বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থ উপার্জনের সুযোগ। ... বিশদ
পাখি ও ইমন দুটোই খুব প্রিয় চরিত্র মধুমিতার। দুটোর মধ্যে ফারাক করতে নারাজ তিনি। মধুমিতা বলছেন, ‘ইমন অনেক বাস্তববাদী। এটার সঙ্গে আমার মিল রয়েছে। পাখি অবশ্য ভালোবাসার চরিত্র।’ মডেলিং থেকে অভিনয় জগতে এসেছেন মধুমিতা। পরিচালক রাজ চক্রবর্তীও একসময় মধুমিতাকে বড় পর্দায় নামানোর কথা ভেবেছিলেন। কিন্তু বোঝে না’র জন্য সেই অফার ফিরিয়ে দিতে হয় মধুমিতাকে।
তবে এবার নিজেকে একটু ঘষেমেজে অন্যরকমভাবে গড়ে তুলতে চাইছেন মধুমিতা। এর জন্য ইমন বা পাখির চরিত্র থেকে বেরিয়ে আসতে চাইছেন তিনি। মধুমিতা বলছেন, ‘চরিত্রের প্রয়োজনে নিজেকে গড়ে তুলতে হবে। আমি সবসময়ই চাইব লোকে যেন না বলে একই ধরনের চরিত্র করছি। চরিত্র ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারলে ভালোবাসা ঠিকই পাব।’ ওয়েবসিরিজে চরিত্রের প্রয়োজনে বোল্ড দৃশ্যে অভিনয় করতে হলেও আপত্তি নেই মধুমিতার। তাঁর কথায়, ‘আমি চরিত্রকে তুলে ধরব। নিজেকে নয়।’
এখনও পর্যন্ত টেলি ধারাবাহিকে সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছেন মধুমিতা। এবার নতুন মাধ্যমেও ভালোভাবে চরিত্র ফুটিয়ে তোলার মাধ্যমে একই ভালোবাসা পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
প্রীতম দাশগুপ্ত