বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থ উপার্জনের সুযোগ। ... বিশদ
শালবনী থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চকতারিণীতে ওই রাতে পিকনিক করছিল হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা। পিকনিকের পাশাপাশি চলছিল তারস্বরে ডিজে-মাইকও। এরপর স্থানীয় কিছু লোক তাতে বাধা দিলে তাঁরা আরও রুষ্ট হন। অভিযোগ, এরপর তৃণমূল পার্টি অফিসে হামলা চালানো হয়। ব্লক যুব তৃণমূল নেতা সন্দীপ সিংহ বলেন, ওদের অনেকেই তৃণমূলের পার্টি অফিসের পাশাপাশি একটি শিশু শিক্ষা কেন্দ্র এবং কিছু দোকানও ভাঙচুর করে। আমরা প্রতিবাদ করলে ওরা আরও তাণ্ডব চালায়। অভিযোগ, সেখান থেকে ওই কর্মীরা শালবনী হাসপাতালের গেটে থাকা মুরলী বেজ নামে এক এনভিএফ কর্মীকেও মারধর করে। কারণ, তিনি তাদের লাঠি হাতে হাসপাতালে ঢুকতে বাধা দিচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, এনভিএফ কর্মীকে মারধরের ঘটনাতেই ১৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই হামলার প্রতিবাদে শুক্রবার চকতারিণীতে একবেলা দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। হিন্দু জাগরণ মঞ্চের জেলা সভাপতি পারিজাত চক্রবর্তী বলেন, ওরা পিকনিক করে ফিরছিল। সেখানে তৃণমূলের লোকজন বাধা দেয়। পার্টি অফিস থেকে এসে তৃণমূলের লোকেরাই প্রথম আমাদের কর্মীদের গায়ে হাত তোলে।