বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থ উপার্জনের সুযোগ। ... বিশদ
সূত্রের খবর, এদিন থেকে যে ‘স্পেশাল’ বাস পরিষেবা চালু হয়েছে, তা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। মেলার বাকি দিনগুলিতে ডব্লুবিটিসি বাস দেবে যথাক্রমে ৪১, ১২৫, ২৬০, ২৫৭, ২২১ এবং ৮১টি। আজ মেলার জন্য এসবিএসটিসি ৫০টি বাস চালিয়েছে। ১৩ থেকে ১৬ জানুয়ারি তারা ১২০টি করে বাস চালাবে। শেষ দিন অর্থাৎ ১৭ জানুয়ারি তারা ওই পথে ৫৫টি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। নিগমগুলির কর্তারা জানিয়েছেন, পুণ্যার্থীদের সুবিধার জন্য গত বছরের তুলনায় এবার বেশি বাস চালানো হচ্ছে।
জানা গিয়েছিল, কয়েক মাস আগে বাস সহ অন্যান্য পরিবহণের যে ভাড়া বৃদ্ধি হয়েছে, সেই হারেই ভাড়া নেওয়া হবে মেলার ‘স্পেশাল’ বাসে। সরকারি বিজ্ঞপ্তি মেনে সেইমতো ভাড়ার তালিকাও তৈরি করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে, গত বছরের তুলনায় গঙ্গাসাগরমুখী বাসের ভাড়া কিছুটা বদল হয়েছে। আগে বলা হয়েছিল, হাওড়া থেকে লট নং ৮-এর ভাড়া হবে ৭৫ টাকা এবং বাবুঘাট বা আউটরাম ঘাট থেকে লট নং ৮-এর ভাড়া হবে ৭০ টাকা। একইভাবে বাবুঘাট বা আউটরাম ঘাট থেকে নামখানার ভাড়া ধার্য হয়েছিল ৭৫ টাকা। হাওড়া থেকে নামখানার ভাড়া ধরা হয়েছিল পাঁচ টাকা বেশি অর্থাৎ ৮০ টাকা। কিন্তু, পুণ্যার্থীদের স্বার্থে সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। পরে এই সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
নিগমগুলি সূত্রের খবর, সরকারি সিদ্ধান্ত মেনেই গঙ্গাসাগর মেলার জন্য ‘স্পেশাল’ বাসের ভাড়া আগের বছরগুলির মতোই থাকছে। তাতে হাওড়া থেকে লট নং ৮ পর্যন্ত ভাড়া হচ্ছে ৬৫ টাকা। হাওড়া থেকে নামখানার ভাড়া ৭০ টাকা। বাবুঘাট থেকে নামখানার ভাড়া হবে ৬৫ টাকা এবং বাবুঘাট থেকে লট নং ৮ পর্যন্ত বাসভাড়া হবে ৬০ টাকা। মেলার জন্য এদিন থেকেই বাবুঘাট, হাওড়া সহ বিভিন্ন জায়গায় অফিসার এবং কর্মীরা পরিষেবা দিতে শুরু করেছেন। চলছে কন্ট্রোল রুম থেকে নজরদারিও। নিগমগুলির কর্তাদের বক্তব্য, ১৫ এবং ১৬ জানুয়ারি ভিড় বাড়লে যাতে আরও বেশি বাস নামানো যায়, তার জন্য অতিরিক্ত বাস মজুত রাখা হয়েছে। প্রয়োজনে তা রাস্তায় নামানো হবে।