বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থ উপার্জনের সুযোগ। ... বিশদ
মুখ্যমন্ত্রী ব্রিগেডে ভিন রাজ্যের যে নেতাদের আসার কথা জানিয়েছেন, তাঁদের মধ্যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী জেডি (এস)-এর কুমারস্বামী, দিল্লির মুখ্যমন্ত্রী আপ-এর অরবিন্দ কেজরিওয়াল ও অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী তেলুগু দেশমের চন্দ্রবাবু নাইডু আছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী কর্ণাটকের জেডি (এস) নেতা দেবগৌড়াও থাকছেন ব্রিগেডে। নবান্নে এসে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দু’বার দেখা করে গেলেও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস নেতা চন্দ্রশেখর রাওয়ের আসার কথা উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের নাম তালিকায় থাকলেও ব্রিগেডে আসা সম্ভাব্য নেতাদের তালিকায় ওই রাজ্যের বিএসপি-র কর্ণধার মায়াবতী অনুপস্থিত। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশানল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা, তামিলনাড়ুর ডিএমকে-র কর্ণধার স্ট্যালিন ও বিহারের আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের ব্রিগেডে আসার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ব্রিগেডের সভায় আমন্ত্রিত হলেও কংগ্রেসের পক্ষে কে আসছেন, তা এদিন মুখ্যমন্ত্রী জানাননি। এখনও ১৯ তারিখের সমাবেশে বিজেপি বিরোধী প্রধান রাজনৈতিক দলের মধ্যে কংগ্রেসের কোনও নেতার যোগদানের অনিশ্চয়তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।