বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থ উপার্জনের সুযোগ। ... বিশদ
আর সেখানে চিকিৎসকরা অস্ত্রোপচার করতে গিয়েই গোটা ঘটনা সামনে চলে আসে। চিকিৎসকরা দেখেন যে সদ্যোজাতর মাথা ওই মহিলার গর্ভে রয়েছে। এই ঘটনার পর মহিলার স্বামী রামগড় হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেন।
জয়সলমিরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. বি এল বাঙ্কার বলেন, ‘রামগড় স্বাস্থ্যকেন্দ্রের দুই পুরুষ নার্স অমৃতলাল এবং ঝুঝর সিংকে সাসপেন্ড করা হয়েছে। এবং চিকিৎসক নিখিল শর্মাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে।’ স্বভাবতই স্বাস্থ্য বিভাগের এহেন গাফিলতির খবর সামনে আসায় রাজ্য সরকার নড়েচড়ে বসেছে। রাজ্য প্রশাসনের তরফে এক সপ্তাহের মধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট পেশের জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, যোধপুরের হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলার অবস্থা এখন স্থিতিশীল।