বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থ উপার্জনের সুযোগ। ... বিশদ
১৯৭৩ সালে রাজেশ খান্না অভিনীত ‘দাগ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে তাঁর আত্মপ্রকাশ। এরপর একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল ‘মেরি আওয়াজ শুনো’, ‘কালিয়া’, ‘সাত্তে পে সাত্তা’, ‘সনম তেরি কসম’, ‘হিম্মতওয়ালা’, ‘কুলি’, ‘খুন ভরি মাঙ্গ’, ‘ঘর হো তো অ্যায়সা’, ‘সাজন’, ‘বোল রাধা বোল’, ‘রাজা বাবু’, ‘ইয়ারানা’, ‘জুদাই’, ‘জুড়ওয়া’, ‘হিরো নম্বর ওয়ান’, ‘দিওয়ানা মস্তানা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’, ‘আন্টি নম্বর ওয়ান’, ‘লাকি’, ‘মুঝসে শাদি করোগি’ ইত্যাদি। প্রায় তিনশোটির বেশি ছবিতে অভিনয় করেছেন কাদের খান। সেরা কমেডিয়ানের জন্য বহু পুরস্কারও পেয়েছিলেন তিনি। ১৯৮২, ৯১ এবং ৯৩ সালে পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। অভিনয়ের পাশাপাশি পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। ২৫০টির বেশি ছবিতে সংলাপ লিখেছেন তিনি। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে বলি টাউনে শোকের ছায়া।