উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
সুদর্শনা ভট্টাচার্যের কণ্ঠে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘নিজের কাছে স্বীকারোক্তি’, শঙ্খ ঘোষের ‘যমুনাবতী’, শক্তি চট্টোপাধ্যায়ের ‘দুঃখ’, সুভাষ মুখোপাধ্যায়ের ‘না কি বলেন’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘ভোরবেলার স্বপ্ন’ প্রভৃতি আবৃত্তি শ্রোতাদের মুগ্ধ করে। শেষে ছিল দুটি শ্রুতিনাটক। প্রথমে অমলেন্দু ভট্টাচার্য ও রণিতা দাস মুখোপাধ্যায় ‘লিভ টুগেদার’ নাটকটি পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেন।
দ্বিতীয় নাটকে মিশরের একটি মমিকে কেন্দ্র করে সুন্দর প্রেমের কাহিনী পরে যা ট্র্যাজেডিতে পরিণত হয়। অমলেন্দু ও পাপিয়া অধিকারী তাদের অসাধারণ অভিনয় দিয়ে চরিত্র দুটিকে জীবন্ত করে তোলেন।