Bartaman Patrika
সম্পাদকীয়
 

ডবল ইঞ্জিন রহস্য

মোদির পার্টি দেশজুড়ে সরকার চালাতে চায় না, গাড়ি চালাতে চায়। কিন্তু একটি ইঞ্জিনে তারা ভরসা রাখতে পারছে না। তাই তারা ডবল ইঞ্জিন রাখার উপর অগ্রাধিকার দিয়েছে। আমদানি করেছে ডবল ইঞ্জিন তত্ত্ব। বিজেপির এই তত্ত্বের বক্তব্য হল, এতে গাড়ি জোরে ছুটবে। যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছবে দেবেন ড্রাইভার। সাধারণভাবে সব গাড়িই একটি ইঞ্জিনের ভরসায় রাস্তায় বেরয়। ইঞ্জিন বিকল নাহলে এবং পর্যাপ্ত জ্বালানি থাকলে সব গাড়িই যথাসময়ে গন্তব্যে পৌঁছে যায়। একমাত্র ইঞ্জিনের কার্যকারিতা এবং দক্ষতা নিয়ে উদ্বেগ থাকলেই ব্যাকআপ ইঞ্জিনের কথা ড্রাইভারের মাথায় ভর করে। তাই ডবল ইঞ্জিন তত্ত্বের মাহাত্ম্যটি ঘুরিয়ে বিজেপিকেই বিঁধছে না কি! 
মোদির নেতৃত্ব সাতবছর যাবৎ যেন এই তত্ত্বটিকেই প্রতিষ্ঠা দিয়ে চলেছে। কেন্দ্রে মোদি সরকার তৈরি হওয়ার পর থেকে অর্থনীতি ক্রমে পিছনের দিকে হাঁটছে। কোভিড পরিস্থিতিতে বেরিয়ে পড়েছে হাঁড়ির হাল! নোটবন্দি থেকে ত্রুটিপূর্ণ জিএসটির জোড়া ধাক্কায় গরিব মানুষ আরও গরিব হয়েছে। ধনী হয়েছে আরও ধনী। বেড়েছে কালো টাকার কারবার। কালো টাকার কারবারিদের অবাধ লুটপাটে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নাভিশ্বাস ছুটেছে। বড় মাপের কয়েকজন লুটেরা দেশ থেকে 
কেটে পড়েছে সরকারি প্রশাসনের চোখের সামনে। এটাকে কী বলা হবে—চোখে ধুলো দেওয়া নাকি সেফ প্যাসেজ করে দেওয়া? পাঁচ-ছ’বছর ধরে যারা লুটেরাদের দেশে ফেরানোর নিম্নমানের নাটক করে চলেছে, জবাবটা তাদের দিতে হবে। তেল এবং গ্যাসের দামে রেকর্ড বৃদ্ধির ফলে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে কর্পোরেটরা। নতুন কৃষি আইনগুলিরও লক্ষ্য যে কর্পোরেটদের পেট মোটা করা, তাও দিনে দিনে পরিষ্কার হয়ে গিয়েছে। ওই আইনে কীসের এত আঠা যে বিজেপির মুরুব্বিরা আইনগুলি সংশোধনে কোনওভাবেই রাজি হচ্ছেন না! আন্দোলন করে, প্রতিবাদ করে কৃষকরা মরে গেলেও সরকার তাঁদের পাশে থাকতে পারছে না। রহস্যটা কী? কেরোসিন এবং রান্নার গ্যাসের ভর্তুকি প্রায় তুলে দেওয়া হয়েছে। তাতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দারিদ্রসীমার নীচের মানুষজন, এমনকী অনেক মধ্যবিত্ত পরিবারও। মোদি জমানায় নতুন সরকারি চাকরি কী হয়েছে, সাধারণ মানুষ জানে না, সবটাই সংখ্যাতত্ত্বের কারসাজি মাত্র। বেসরকারি চাকরি এবং এমএসএমই মারফত কর্মসংস্থানের সুযোগ ক্রমশ সংকুচিত হয়েছে। লকডাউন তথা করোনা পরিস্থিতিতে কত গরিব মানুষ যে নতুন করে বেকার হয়ে পড়েছেন তার হিসেব সরকারও দিচ্ছে না। বেসরকারি গবেষণার 
রিপোর্ট কিন্তু ভয়ানক। করোনা সংক্রমণ মাঝে নিয়ন্ত্রণে এলেও চাকরিবাকরির পরিস্থিতিতে যে খুব একটা ইতিবাচক পরিবর্তন ঘটেছে এমনটা নয়। অথচ এই মুহূর্তে ছোটবড় মিলিয়ে ১৭টি রাজ্যে মোদির ক্ষমতা জারি রয়েছে। এগুলির মধ্যে ১২টি রাজ্যে যোগী আদিত্য নাথ, বিজয় রুপানি, শিবরাজ সিং চৌহান, বি এস ইয়েদুরাপ্পা, মনোহরলাল খট্টর, সর্বানন্দ সোনোয়াল, বিপ্লবকুমার দেব প্রমুখ বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছেন। আরও পাঁচটি রাজ্যে চলছে এনডিএ সরকার। তামিলনাড়ুতে এআইএডিএমকে সরকারে বিজেপির মন্ত্রী না-থাকলেও সেটিকেও এনডিএ সরকার হিসেবেই গণ্য করতে হবে। জম্মু ও কাশ্মীরে চলছে রাষ্ট্রপতির শাসন। মানে ওখানেও সরকারি কর্তৃত্ব পুরোপুরি কেন্দ্রের। সব মিলিয়ে ভারতের বেশিরভাগ জায়গায় বিজেপির ডবল ইঞ্জিন চালু রয়েছে। তাহলে দেশজুড়ে এই হতশ্রী দশার ‘কৃতিত্ব’ বিজেপি পার্টি এবং নরেন্দ্র মোদি-অমিত শাহরা নেবেন না কেন? 
উল্টো দিকে, পশ্চিমবঙ্গে দশবছর যাবৎ চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। করোনা পরিস্থিতি মোকাবিলায় সারা দেশের ভিতরে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বাংলা। এই পর্বে আর্থিক বৃদ্ধি, কর্মসংস্থান, স্বাস্থ্যরক্ষা, নারীর সুরক্ষাসহ শান্তিশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখা প্রভৃতি ক্ষেত্রে বাংলা দৃষ্টান্তমূলক ভূমিকা নিতে পেরেছে। ডবল ইঞ্জিনের মোহভঙ্গ হয়েছে মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের মতো অনেকগুলি গুরুত্বপূর্ণ রাজ্যে। পাঞ্জাব ও মহারাষ্ট্রে এনডিএ ত্যাগ করতে বাধ্য হয়েছে যথাক্রমে অকালি দল এবং শিব সেনা। রাজস্থান, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়েও সরকার পুনর্দখল করতে ব্যর্থ হয়েছে বিজেপি। অসম এবং ত্রিপুরার মানুষের মোহভঙ্গের খবর এখন দেশময়। তার জবরদস্ত প্রকাশের জন্য মানুষ আপাতত শুধু সুযোগের অপেক্ষায়। বুধবার বাংলার মাটিতে দাঁড়িয়ে মোক্ষম কথাটি বলে গিয়েছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিজেপি দেশজুড়ে লুটের কারবার মজবুত করার জন্যই ডবল ইঞ্জিন তত্ত্ব বাজারে ছেড়েছে। তিনি বাংলার মানুষকে শুনিয়েছেন, ঝাড়খণ্ডের মানুষ কীভাবে বিজেপিকে আছাড় মেরেছেন। অথচ লোকসভার ভোটে ১৪টির মধ্যে ১৩টি আসনে জয়ী হয়েছিল এই বিজেপি। তাহলে বিজেপির জন্য দেশজুড়ে কি এই ভাষাতেই দেওয়াল লিখন এগিয়ে চলেছে? ডবল ইঞ্জিন তত্ত্ব নস্যাৎ হওয়া শুধু সময়ের অপেক্ষা নয় কি?
26th  March, 2021
দায় এড়াতে আর কত? 

উপরে চাকনচিকন ভিতরে ছুঁচোর কেত্তন। একটা কোমর ভাঙা সরকার তার দৈন্যদশা ঢাকতে দেশের সম্পদ বেচে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। দেশবাসীকে জীবনযন্ত্রণার হাত থেকে রেহাই দেওয়ার পরিবর্তে এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যা উদ্বেগ আরও বাড়াচ্ছে। 
বিশদ

বিজেপির দ্বিচারিতা

যস্মিন দেশে যদাচার। সোজা বাংলায় এর ব্যাখ্যা করা যায়, যেখানে যেমনটা সুবিধে তেমনটাই। ভোটের বাজারে প্রতিশ্রুতির ঝাঁকা মাথায় বিজেপি ঠিক এটাই করছে। এই পর্বে বিধানসভার ভোট নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। বিশদ

25th  March, 2021
কলুষিত প্রধানমন্ত্রীর পদ

ক্ষমতার লড়াই হল পৃথিবীর আদিমতম প্রবৃত্তি। কারণ কোনও কিছু অধিকার করতে হলে ক্ষমতার লড়াইতে জিততে হয়। ক্ষমতার সর্বোচ্চ আসনের নাম রাষ্ট্র। রাষ্ট্রক্ষমতা দখলের হাতিয়ার হল রাজনীতি। ভারতের মতো বহু দলীয় গণতন্ত্রের দেশে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়া আবশ্যক। বিশদ

24th  March, 2021
নয়া মোড়কে ঢালাও প্রতিশ্রুতি

দিদি বিনে গতি নাই। প্রথমে দিদির দল ভাঙিয়ে দলবদলুদের নিয়ে ঘর সাজানো, তারপর দিদিরই জনমোহিনী নীতির অনুকরণের চেষ্টা করে ইস্তাহার প্রকাশ। ২৯৪টি আসনে প্রার্থী দিতে যে দল হিমশিম খাচ্ছে, প্রতিটি বুথে কর্মী বসাতে পারবে কি না সন্দেহ, সেই দলটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়ে যে ইস্তাহার প্রকাশ করল তা অনেকটা সোনার পাথরবাটি। বিশদ

23rd  March, 2021
অসুখী ভারতবাসী

বিজেপিকে কেন জেতাতে হবে, ক্ষমতায় আনতে হবে? তার ব্যাখ্যা অটলবিহারী বাজপেয়ি, লালকৃষ্ণ আদবানি প্রমুখ অনেক আগেই দিয়েছিলেন। এই প্রসঙ্গে তাঁদের আক্রমণের মূল লক্ষ্য ছিল কংগ্রেস। বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল, স্বাধীনতার পর থেকে কংগ্রেস শুধু ক্ষমতা ভোগ করেছে। বিশদ

22nd  March, 2021
বিপদ কড়া নাড়ছে

গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তার চোখরাঙানি। সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে ভোটের রাজ্যগুলিতে চলছে অসংখ্য মানুষের দাপাদাপি। যাবতীয় সুরক্ষাবিধি শিকেয়। লক্ষণীয় যে, দেশ তথা রাজ্যে করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। বিশদ

21st  March, 2021
ডাবল ইঞ্জিনে এনআরসি ভূত!

পাশাপাশি দুই রাজ্য। পশ্চিমবঙ্গ ও অসম। দু’রাজ্যেই নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হটিয়ে পদ্ম ফোটাতে মরিয়া হয়ে উঠেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। স্বাধীনতার পরবর্তী সময়ে কংগ্রেসের দীর্ঘ শাসনের পর এরাজ্যে ৩৪ বছরের বাম রাজত্ব চলেছিল। বিশদ

20th  March, 2021
অমার্জনীয় অপরাধ 

সুখ এবং শোক—দু’টিরই বর্ষপূর্তি হয়। সুখের উদযাপনের সময় লক্ষ্য থাকে তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। কারণ বিবর্ধিত সুখই বাসযোগ্য পৃথিবী গড়তে পারে। অন্যদিকে, শোকের স্মরণকালে তার পুনরাবৃত্তি রোধের প্রতিজ্ঞা নেয় মানুষ। বিশদ

19th  March, 2021
গণতন্ত্রের পবিত্রতা ও কমিশন

কেন্দ্র এবং রাজ্যগুলির সুসমন্বয়ের ভিতর দিয়েই এগিয়ে চলবে শক্তিশালী ভারত রাষ্ট্র। এটাই হল ভারতের ফেডারেল ব্যবস্থার মাহাত্ম্য ও বৈশিষ্ট্য। একটি দেশ তখনই শক্তিশালী হওয়া সম্ভব যখন সেই রাষ্ট্র মানুষের স্বার্থে, মানুষের জন্যে পরিচালিত হবে। বিশদ

18th  March, 2021
স্বখাত-সলিলে বিজেপি

দিবাস্বপ্ন এক ধরনের ব্যাধি। মানুষকে এমন ঘোরের মধ্যে নিয়ে চলে যায় যে মানুষ মাটির বাস্তবকে ভুলে যায়। কিছু কিছু অসম্ভব মানুষ সম্ভব করে ফেলে, কিন্তু সব অসম্ভবকে সম্ভবে রূপান্তরিত করতে পারে না। দিবাস্বপ্নের কাছে অসম্ভবের কোনও জায়গা নেই। বিশদ

17th  March, 2021
এই ছিল ঝুলিতে!

গেরুয়া নেতারা প্রচার করেন, বিশ্বের সর্ববৃহৎ দল বিজেপি। গত লোকসভা ভোটেও বিরোধীদের কার্যত দশ গোল দিয়ে বিজেপি একাই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দলে কত মুখ! তাই বঙ্গের নির্বাচনেও দেখা যাচ্ছে কত সেনা চলেছে সমরে। বিশদ

16th  March, 2021
জবাবদিহি করতে হবে কমিশনকে 

ভারতের গর্ব পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। সবচেয়ে বেশি মানুষের প্রত্যক্ষ ভোটে এদেশের কেন্দ্রে পাঁচ বছর অন্তর একটি সরকার তৈরি হয়। একই পদ্ধতিতে সরকার তৈরি হয় প্রতিটি রাজ্যেও। শুধু লোকসভা এবং বিধানসভার ভোটেই গণতন্ত্রের অনুশীলন শেষ হয়ে যায় না।
বিশদ

15th  March, 2021
ফের মূল্যবৃদ্ধির ছ্যাঁকা

এ যেন আমজনতার ভবিতব্য, ললাট লিখন। দেশে সেভাবে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। যাঁরা কাজ করতেন তাঁদের অনেকের কাজ গিয়েছে লকডাউনের কারণে। আবার যাঁদের কাজ এখনও টিকে আছে, তাদের অনেকের রোজগারে কোপ পড়েছে। বিশদ

14th  March, 2021
কদর্য মানসিকতা

তিনি রাস্তায় মানেই মানুষের ঢল। যখন বিরোধী নেত্রী ছিলেন, বা এই দশ বছরের মুখ্যমন্ত্রিত্বের সময়েও সেই আসল ছবিটা এতটুকু বদলায়নি। তাঁকে কাছ থেকে এক পলক দেখার জন্য, একটু ছোঁয়ার জন্য বাংলার মানুষের আকুতি প্রায় ‘মিথ’-এ পরিণত হয়েছে। আটপৌরে জীবনযাত্রায় অভ্যস্ত একজন পাশের ঘরের মেয়ের এমন শিখরসমান জনপ্রিয়তার কাছাকাছি কে আসতে পারেন তা নিয়ে চর্চার অন্ত নেই। বিশদ

13th  March, 2021
ব্যর্থতার পরিচয় দিল কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায় টানা দু’টি টার্মের মুখ্যমন্ত্রী। তৃতীয়বারের জন্য বাংলার মানুষের সমর্থন ও আশীর্বাদ চান। ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ভোট নেওয়া হবে নজিরবিহীনভাবে আট দফায়। বহু মানুষের বক্তব্য, এটা একটা প্রেশার পলিটিক্স। মমতার সরকারকে ‘ম্যালাইন’ করার জন্য রাজনৈতিক দল হিসেবে বিজেপি গত কয়েক বছর যাবৎ বিশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশদ

12th  March, 2021
ফেক নিউজের দায়

নির্ভয়া কাণ্ডের পর কেন্দ্রীয় সরকার ধর্ষণসহ মহিলাদের উপর যাবতীয় অত্যাচার বন্ধ করার ব্যাপারে অনেক বড় বড় কথা বলেছিল। রাজ্য সরকারগুলিও ঘোষণা করেছিল নিজ নিজ রাজ্যে কঠিন কঠোর অবস্থানের কথা। কিন্তু দেশের একটা বড় অংশই যে কথা রাখেনি তার প্রমাণ দেয় এনসিআরবি। বিশদ

11th  March, 2021
একনজরে
বড় জয় দিয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করল ইংল্যান্ড। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২১০তম স্থানে থাকা সান মারিনোকে পাঁচ গোলের মালা পরাল গ্যারেথ সাউথগেটের দল। ...

একদিকে স্লোগান উঠল, চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা। অন্যদিকে উঠল, বিজেমুল ভোগে যাবে, লালে লাল বাংলা হবে। ব্যারিকেডের একপাশে সবুজ, অন্যপাশে লাল। শুক্রবার স্লোগানে মুখরিত ...

বছর ঘুরে ফের বিশ্বের দুয়ারে করোনা-কম্পন শুরু। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ব্রাজিলে। চড়চড় করে বাড়ছে সংক্রমণ। একদিনে লক্ষ পেরিয়েছে আক্রান্তের সংখ্যা। আর করোনার ঠেলায় ফের কাঠগড়ায় প্রেসিডেন্ট জে বলসোনারো। ...

মর্মান্তিক পথ দুর্ঘটনায় কর্মরত অবস্থায় একইসঙ্গে মৃত্যু হল তিন সিভিক ভলান্টিয়ারের। আহত হয়েছেন তাঁদেরই আরও ছয় সহকর্মী। শুক্রবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে কালিয়াচক থানার জালালপুরে ৩৪ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব থিয়েটার দিবস
১৮৪৫- এক্স-রশ্মির আবিষ্কারক ইউলিয়াম রন্টজেনের জন্ম
১৮৯৮- লেখক ও দার্শনিক সৈয়দ আহমেদ খানের মৃত্যু
১৯৬৬ - বিশিষ্ট শ্যামাসঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্যের মৃত্যু
১৯৬৮- বিমান দুর্ঘটনায় মৃত্যু রুশ মহাকাশচারী ইউরি গ্যাগারিনের  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.৭২ টাকা ৭৩.৪৩ টাকা
পাউন্ড ৯৮.১৫ টাকা ১০১.৬৩ টাকা
ইউরো ৮৩.৯৫ টাকা ৮৭.০৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩,২০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৩,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ চৈত্র ১৪২৭, শনিবার, ২৭ মার্চ ২০২১। ত্রয়োদশী ১/২৫ প্রাতঃ ৬/১২ পরে চতুর্দ্দশী ৫৪/৩৩ রাত্রি ৩/২৭। পূর্বফাল্গুনী নক্ষত্র ৩৫/৩৪ রাত্রি ৭/৫২। সূর্যোদয় ৫/৩৮/৩, সূর্যাস্ত ৫/৪৬/২১। অমৃতযোগ দিবা ৯/৪০ গতে ১২/৫৫ মধ্যে, রাত্রি ৮/৮ গতে ১০/৩১ মধ্যে পুনঃ ১২/৫ গতে ১/৩৯ মধ্যে পুনঃ ২/২৬ গতে ৪/১ মধ্যে। বারবেলা ৭/৯ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪৪ মধ্যে পুনঃ ৪/১৫ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/১৪ মধ্যে পুনঃ ৪/৮ গতে উদয়াবধি।  
১৩ চৈত্র ১৪২৭, শনিবার, ২৭ মার্চ ২০২১। চতুর্দ্দশী রাত্রি ২/৪৫। পূর্বফাল্গুনী নক্ষত্র রাত্রি ৬/৫৮। সূর্যোদয় ৫/৪০, সূর্যাস্ত ৫/৪৭। অমৃতযোগ দিবা ৯/৩৫ গতে ১২/৫৩ মধ্যে এবং রাত্রি ৮/১০ গতে ১০/২৯ মধ্যে ও ১২/২ গতে ১/৩৫ মধ্যে ও ২/২১ গতে ৩/৫৪ মধ্যে। কালবেলা ৭/১১ মধ্যে ও ১/১৪ গতে ২/৪৫ মধ্যে ও ৪/১৬ গতে ৫/৪৭ মধ্যে। কালরাত্রি ৭/১৬ মধ্যে ও ৪/১১ গতে ৫/৩৯ মধ্যে। 
১২ শাবান। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিকাল ৫টা পর্যন্ত বাংলার কোথায় কত ভোট
আজ প্রথম দফার বিধানসভা নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত বাঁকুড়ায় ৮০.০৩ ...বিশদ

05:48:16 PM

বিকাল ৫টা পর্যন্ত কত ভোট পড়ল
আজ প্রথম দফার নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৩০টি আসনে ...বিশদ

05:42:11 PM

প্রার্থীপদ থেকে সরে দাঁড়াতে বলায় আত্মহত্যার হুমকি বিজেপি নেতার 
বিজেপি প্রার্থী হওয়ার পর সরে দাঁড়াতে বলায় আত্মহত্যার হুমকি। ঘটনাটি ...বিশদ

04:40:00 PM

নির্বাচন কমিশনে ২০৬টি অভিযোগ জমা পড়ল 
নির্বাচন কমিশনে ২০৬টি অভিযোগ জমা পড়ল। পূর্ব মেদিনীপুর থেকে বেশি ...বিশদ

04:28:23 PM

পুরুলিয়ায় বেলা ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৩১ শতাংশ

03:57:13 PM

বেলা ৩টে পর্যন্ত ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল ৭০.১৭ শতাংশ 

03:57:09 PM